শিক্ষার্থী ধর্ষণ-হত্যা আসামির ডিএনএ পরীক্ষা হবে

রাজধানীর কলাবাগানে ‘ও’ লেভেল শিক্ষার্থীকে (১৭) ধর্ষণের পর হত্যা মামলায় একমাত্র আসামি ফারদিন ইফতেখার দিহানের (১৮) ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড (ডিএনএ) পরীক্ষা করা হবে। গতকাল ঢাকা মহানগর হাকিম আদালতে মামলার তদন্তকারী কর্মকর্তা কলাবাগান থানার পুলিশ পরিদর্শক আ ফ ম আসাদুজ্জামান আসামি দিহানের ডিএনএ পরীক্ষার অনুমতি প্রার্থনা করেন। ঢাকা মহানগর হাকিম বেগম ইয়াসমিন আরা আবেদনটি মঞ্জুর করেন।

কলাবাগান থানার আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক স্বপন কুমার শিক্ষার্থীর ময়নাতদন্তে ধর্ষণের আলামত পাওয়ায় তদন্ত কর্মকর্তা আসামির ডিএনএ নমুনা সংগ্রহের জন্য আবেদন করেন আদালতে। আদালত শুনানি শেষে আসামির ডিএনএ নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার আবেদন মঞ্জুর করেন। এর আগে ওই শিক্ষার্থীকে ধর্ষণের কথা স্বীকার করে গত শুক্রবার ঢাকা মহানগর হাকিম মামুনুর রশীদের আদালতে স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় আসামি দিহান।

পুলিশের একটি সূত্র জানায়, আসামি স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়ায় তাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হয়নি। আসামি দিহান এলাকায় বখাটে হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে মাদকে আসক্তি থাকারও অভিযোগ আছে। এলাকায় কিশোর গ্যাং গ্রুপেরও নিয়ন্ত্রণ করত দিহান। তবে এখন মূল বিষয় হলো ওই শিক্ষার্থীকে ধর্ষণের পর কিভাবে মারা হয়েছে চেতনা নাশক কিছু খাইয়ে ধর্ষণ করা হয়েছে কিনা এসব খুঁজে বের করা। এজন্য ডিএনএ নমুনা এবং ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষা করতে হচ্ছে।

আরও খবর
বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত
অপশক্তি প্রতিহত করে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তোলা হবে কাদের
বিয়ের কাজী হতে পারবে না নারীরা হাইকোর্ট
ডেঙ্গু ম্যালেরিয়ার মতো করোনাও স্থায়ী হবে
এইচএসসি’র ফল প্রকাশের অধ্যাদেশ অনুমোদন আজ
নির্বাচনে কোন অনিয়ম হলে দুর্বার আন্দোলন হবে কাদের মির্জা
বরিশালের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণা করছে
সাবেক প্রতিমন্ত্রী খালেদুর রহমান টিটোর জীবনাবসান
জনগণের টিকা প্রাপ্তি অনিশ্চয়তার মধ্যে পড়েছে মির্জা ফখরুল
ফের জামিন নাকচ ওসি প্রদীপের
দিনে ফেরিওয়ালা রাতে ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাই গ্রেফতার ৪
‘করোনা মোকাবিলায় পুলিশ হাসপাতালের প্রচেষ্টা ছিল মহাকাব্যিক’
আশুলিয়ায় জাল টাকার কারখানা গ্রেফতার ২
‘তুরাগ পাড়ে নতুন সিটি তৈরি হবে’

সোমবার, ১১ জানুয়ারী ২০২১ , ২৭ পৌষ ১৪২৭, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪২

কলাবাগানে

শিক্ষার্থী ধর্ষণ-হত্যা আসামির ডিএনএ পরীক্ষা হবে

নিজস্ব বার্তা পরিবেশক |

রাজধানীর কলাবাগানে ‘ও’ লেভেল শিক্ষার্থীকে (১৭) ধর্ষণের পর হত্যা মামলায় একমাত্র আসামি ফারদিন ইফতেখার দিহানের (১৮) ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড (ডিএনএ) পরীক্ষা করা হবে। গতকাল ঢাকা মহানগর হাকিম আদালতে মামলার তদন্তকারী কর্মকর্তা কলাবাগান থানার পুলিশ পরিদর্শক আ ফ ম আসাদুজ্জামান আসামি দিহানের ডিএনএ পরীক্ষার অনুমতি প্রার্থনা করেন। ঢাকা মহানগর হাকিম বেগম ইয়াসমিন আরা আবেদনটি মঞ্জুর করেন।

কলাবাগান থানার আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক স্বপন কুমার শিক্ষার্থীর ময়নাতদন্তে ধর্ষণের আলামত পাওয়ায় তদন্ত কর্মকর্তা আসামির ডিএনএ নমুনা সংগ্রহের জন্য আবেদন করেন আদালতে। আদালত শুনানি শেষে আসামির ডিএনএ নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার আবেদন মঞ্জুর করেন। এর আগে ওই শিক্ষার্থীকে ধর্ষণের কথা স্বীকার করে গত শুক্রবার ঢাকা মহানগর হাকিম মামুনুর রশীদের আদালতে স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় আসামি দিহান।

পুলিশের একটি সূত্র জানায়, আসামি স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়ায় তাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হয়নি। আসামি দিহান এলাকায় বখাটে হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে মাদকে আসক্তি থাকারও অভিযোগ আছে। এলাকায় কিশোর গ্যাং গ্রুপেরও নিয়ন্ত্রণ করত দিহান। তবে এখন মূল বিষয় হলো ওই শিক্ষার্থীকে ধর্ষণের পর কিভাবে মারা হয়েছে চেতনা নাশক কিছু খাইয়ে ধর্ষণ করা হয়েছে কিনা এসব খুঁজে বের করা। এজন্য ডিএনএ নমুনা এবং ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষা করতে হচ্ছে।