যুবলীগের ২ নেতাকে কুপিয়ে হাসপাতালে

ঢাকার নবাবগঞ্জে যুবলীগ নেতা অলিউর রহমান অলি (৩৮) ও রাশেদুল ইসলাম রাশেদকে (২৯) কুপিয়ে রক্তাক্ত জখম করেছে প্রতিপক্ষের লোকজন। গত শনিবার রাত সোয়া ৯টার দিকে উপজেলার বকসনগর ইউনিয়নের খালপাড় এলাকায় এ ঘটনা ঘটে। আহত অলি ওই গ্রামের মৃত আবদুর রহমানের ছেলে ও রাশেদ একই গ্রামের মৃত ছকিল উদ্দিনের ছেলে। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। হামলায় আহত ওই দুইজন ছাড়াও একই পক্ষের বকসনগর ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি মারুফ হোসেন মুকুল (৩৬) ও মো. শাকিল (৩০) এবং ইমরান (৩৩) নামে এক যুবক আহত হয়েছেন। বকসনগর ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি মুকুল জানান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক পলাশের নেতৃত্বে দেশীয় ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে আমাদের ওপর হামলা করলে অলি ও রাশেদ গুরুতর আহত হয়। উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মো. পলাশ বলেন, আমার বিরুদ্ধে যে অভিযোগ দিয়েছে সম্পূর্ণ মিথ্যা। নবাবগঞ্জ থানার ওসি সিরাজুল ইসলাম শেখ জানান, ভুক্তভোগী এখনও কেউ মামলা করতে আসেনি।

মঙ্গলবার, ১২ জানুয়ারী ২০২১ , ২৮ পৌষ ১৪২৭, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪২

যুবলীগের ২ নেতাকে কুপিয়ে হাসপাতালে

প্রতিনিধি, নবাবগগঞ্জ (ঢাকা)

ঢাকার নবাবগঞ্জে যুবলীগ নেতা অলিউর রহমান অলি (৩৮) ও রাশেদুল ইসলাম রাশেদকে (২৯) কুপিয়ে রক্তাক্ত জখম করেছে প্রতিপক্ষের লোকজন। গত শনিবার রাত সোয়া ৯টার দিকে উপজেলার বকসনগর ইউনিয়নের খালপাড় এলাকায় এ ঘটনা ঘটে। আহত অলি ওই গ্রামের মৃত আবদুর রহমানের ছেলে ও রাশেদ একই গ্রামের মৃত ছকিল উদ্দিনের ছেলে। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। হামলায় আহত ওই দুইজন ছাড়াও একই পক্ষের বকসনগর ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি মারুফ হোসেন মুকুল (৩৬) ও মো. শাকিল (৩০) এবং ইমরান (৩৩) নামে এক যুবক আহত হয়েছেন। বকসনগর ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি মুকুল জানান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক পলাশের নেতৃত্বে দেশীয় ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে আমাদের ওপর হামলা করলে অলি ও রাশেদ গুরুতর আহত হয়। উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মো. পলাশ বলেন, আমার বিরুদ্ধে যে অভিযোগ দিয়েছে সম্পূর্ণ মিথ্যা। নবাবগঞ্জ থানার ওসি সিরাজুল ইসলাম শেখ জানান, ভুক্তভোগী এখনও কেউ মামলা করতে আসেনি।