পুতুলের নতুন গান ‘স্বপ্ন’

সারা বছর গানের কাজে থাকেন সঙ্গীতশিল্পী সাজিয়া সুলতানা পুতুল। গায়কীর পাশাপাশি কথা, সুর ও সঙ্গীত পরিচালনায়ও অভিজ্ঞতা আছে তার। নতুন বছরের প্রথমদিনেই নতুন গান প্রকাশ করেছেন এই সঙ্গীতশিল্পী।

‘স্বপ্ন’ শিরোনামের এ গানটির কথা ও সুর করেছেন আশীষ দেব রায় এবং সঙ্গীতায়োজন করেছেন সৈয়দ রেজা আলী।

এরই মধ্যে শিল্পীর নিজস্ব ইউটিউব চ্যানেলে এটি প্রকাশ হয়েছে। এ প্রসঙ্গে পুতুল বলেন, ‘দ্রুত সিদ্ধান্ত নিয়ে অল্প সময়ের মধ্যেই গানটি তৈরি করেছি। কথা, সুর, সঙ্গীতায়োজন সব মনের মতো হয়েছে। নতুন বর্ষে এটি স্রোতাদের ভালো লাগবে বলে আমার বিশ্বাস।’

এছাড়া আরও দুটি নতুন গানে সম্প্রতি কণ্ঠ দিয়েছেন পুতুল। এইচএম ভয়েসের প্রযোজনায় ‘তুমি আমার চোখে থাকো’ এবং ‘ভালোবাসলেই কষ্ট কেন পাই’ শিরোনামে গান দুটি লিখেছেন শেখ নজরুল। সুর করেছেন ফিদেল নাঈম। এগুলো আগামী ভালোবাসা দিবসে প্রকাশ হবে বলে জানিয়েছেন এই সঙ্গীতশিল্পী।

এদিকে ‘পুতুলগান পুনরুত্থান’ নামের নতুন একটি একক গানের অ্যালবাম প্রকাশ করবেন বলে জানিয়েছেন তিনি। গানের পাশাপাশি লেখালেখির সঙ্গেও যুক্ত পুতুল। আগামী একুশের গ্রন্থমেলায় তার চতুর্থ উপন্যাস প্রকাশ হবে।

মঙ্গলবার, ১২ জানুয়ারী ২০২১ , ২৮ পৌষ ১৪২৭, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪২

পুতুলের নতুন গান ‘স্বপ্ন’

বিনোদন প্রতিবেদক |

image

সারা বছর গানের কাজে থাকেন সঙ্গীতশিল্পী সাজিয়া সুলতানা পুতুল। গায়কীর পাশাপাশি কথা, সুর ও সঙ্গীত পরিচালনায়ও অভিজ্ঞতা আছে তার। নতুন বছরের প্রথমদিনেই নতুন গান প্রকাশ করেছেন এই সঙ্গীতশিল্পী।

‘স্বপ্ন’ শিরোনামের এ গানটির কথা ও সুর করেছেন আশীষ দেব রায় এবং সঙ্গীতায়োজন করেছেন সৈয়দ রেজা আলী।

এরই মধ্যে শিল্পীর নিজস্ব ইউটিউব চ্যানেলে এটি প্রকাশ হয়েছে। এ প্রসঙ্গে পুতুল বলেন, ‘দ্রুত সিদ্ধান্ত নিয়ে অল্প সময়ের মধ্যেই গানটি তৈরি করেছি। কথা, সুর, সঙ্গীতায়োজন সব মনের মতো হয়েছে। নতুন বর্ষে এটি স্রোতাদের ভালো লাগবে বলে আমার বিশ্বাস।’

এছাড়া আরও দুটি নতুন গানে সম্প্রতি কণ্ঠ দিয়েছেন পুতুল। এইচএম ভয়েসের প্রযোজনায় ‘তুমি আমার চোখে থাকো’ এবং ‘ভালোবাসলেই কষ্ট কেন পাই’ শিরোনামে গান দুটি লিখেছেন শেখ নজরুল। সুর করেছেন ফিদেল নাঈম। এগুলো আগামী ভালোবাসা দিবসে প্রকাশ হবে বলে জানিয়েছেন এই সঙ্গীতশিল্পী।

এদিকে ‘পুতুলগান পুনরুত্থান’ নামের নতুন একটি একক গানের অ্যালবাম প্রকাশ করবেন বলে জানিয়েছেন তিনি। গানের পাশাপাশি লেখালেখির সঙ্গেও যুক্ত পুতুল। আগামী একুশের গ্রন্থমেলায় তার চতুর্থ উপন্যাস প্রকাশ হবে।