করোনার র‌্যাপিড টেস্ট শুরু হচ্ছে ৩০ মিনিটেই রিপোর্ট

নারায়ণগঞ্জ জেলাতেও শুরু হচ্ছে র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট। এর মাধ্যমে করোনাভাইরাসের (কোভিড-১৯) নমুনা সংগ্রহের ত্রিশ মিনিটের মধ্যেই পাওয়া যাবে ফলাফল।

আজ কোভিড ডেডিকেটেড নারায়ণগঞ্জ ৩শ’ শয্যা হাসপাতালে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরপিও) ডা. সামসুদ্দোহা সঞ্চয়। র‌্যাপিড অ্যান্টিজেন টেস্টের পাশাপাশি হাসপাতালের সরকারি পিসিআর ল্যাবেও নমুনা পরীক্ষা চলবে। বাংলাদেশে অ্যান্টিজেন পরীক্ষার অনুমতি দেয়ার পর গত বছরের ডিসেম্বরে কয়েকটি জেলায় এই পদ্ধতিতে নমুনা পরীক্ষা শুরু হয়। সম্প্রতি দ্রুত নমুনা পরীক্ষার ফলাফল পাওয়ার উদ্দেশে নারায়ণগঞ্জ ৩শ’ শয্যা হাসপাতালেও এই পদ্ধতি চালুর অনুমতি দেয় স্বাস্থ্য অধিদপ্তর। পরীক্ষার জন্য হাসপাতালটিতে টেস্ট কিটও পাঠানো হয়েছে। ট্রেনিং নিয়েছেন হাসপাতালের কয়েকজন চিকিৎসক, টেকনেশিয়ান ও নার্স।

ডা. সামসুদ্দোহা সঞ্চয় সংবাদকে দুপুরে বলেন, পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষার ফলাফল দিতে অন্তত চব্বিশ ঘণ্টা সময় লাগে। কিন্তু র‌্যাপিড অ্যান্টিজেন টেস্টের মাধ্যমে ত্রিশ মিনিটের মধ্যে ফলাফল প্রদান করা যাবে। র‌্যাপিড টেস্টের জন্য হাসপাতালে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আজ আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রম চালু করা হবে। এতে যেসব রোগী কোভিড-১৯ এর রিপোর্টের কারণে হাসপাতালে ভর্তি হতে পারছেন না তাদের জন্য সুবিধা হবে বলে মন্তব্য করেন ডা. সঞ্চয়।

তিনি আরও বলেন, ‘এই টেস্ট সঠিক রিপোর্ট দেয় এবং এটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত হয়েছে। নারায়ণগঞ্জে দৈনিক ১৫ থেকে ২০টি র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট করা হবে। যাদের দ্রুত ফলাফল প্রয়োজন তাদের অগ্রাধিকার দেয়া হবে। পাশাপাশি পিসিআর ল্যাবেও নমুনা পরীক্ষা চলবে।’

জনবল সংকটের কথা জানিয়ে ডা. সঞ্চয় বলেন, ‘র‌্যাপিড অ্যান্টিজেন টেস্টের ক্ষেত্রে চারজন চিকিৎসক, চারজন টেকনেশিয়ান ও কয়েকজন নার্স কাজ করবেন। তাদের এ বিষয়ে ট্রেনিং দেয়া হয়েছে। জনবলের কিছুটা সংকট রয়েছে। কিছু টেকনোলজিস্ট অতিরিক্ত পাওয়া গেলে সুবিধা হবে। কেননা হাসপাতালের আগের জনবল দিয়েই পিসিআর ল্যাবের পাশাপাশি অ্যান্টিজেন টেস্টের কার্যক্রম করা হবে।’

মঙ্গলবার, ১২ জানুয়ারী ২০২১ , ২৮ পৌষ ১৪২৭, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪২

না’গঞ্জে

করোনার র‌্যাপিড টেস্ট শুরু হচ্ছে ৩০ মিনিটেই রিপোর্ট

প্রতিনিধি, নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ জেলাতেও শুরু হচ্ছে র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট। এর মাধ্যমে করোনাভাইরাসের (কোভিড-১৯) নমুনা সংগ্রহের ত্রিশ মিনিটের মধ্যেই পাওয়া যাবে ফলাফল।

আজ কোভিড ডেডিকেটেড নারায়ণগঞ্জ ৩শ’ শয্যা হাসপাতালে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরপিও) ডা. সামসুদ্দোহা সঞ্চয়। র‌্যাপিড অ্যান্টিজেন টেস্টের পাশাপাশি হাসপাতালের সরকারি পিসিআর ল্যাবেও নমুনা পরীক্ষা চলবে। বাংলাদেশে অ্যান্টিজেন পরীক্ষার অনুমতি দেয়ার পর গত বছরের ডিসেম্বরে কয়েকটি জেলায় এই পদ্ধতিতে নমুনা পরীক্ষা শুরু হয়। সম্প্রতি দ্রুত নমুনা পরীক্ষার ফলাফল পাওয়ার উদ্দেশে নারায়ণগঞ্জ ৩শ’ শয্যা হাসপাতালেও এই পদ্ধতি চালুর অনুমতি দেয় স্বাস্থ্য অধিদপ্তর। পরীক্ষার জন্য হাসপাতালটিতে টেস্ট কিটও পাঠানো হয়েছে। ট্রেনিং নিয়েছেন হাসপাতালের কয়েকজন চিকিৎসক, টেকনেশিয়ান ও নার্স।

ডা. সামসুদ্দোহা সঞ্চয় সংবাদকে দুপুরে বলেন, পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষার ফলাফল দিতে অন্তত চব্বিশ ঘণ্টা সময় লাগে। কিন্তু র‌্যাপিড অ্যান্টিজেন টেস্টের মাধ্যমে ত্রিশ মিনিটের মধ্যে ফলাফল প্রদান করা যাবে। র‌্যাপিড টেস্টের জন্য হাসপাতালে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আজ আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রম চালু করা হবে। এতে যেসব রোগী কোভিড-১৯ এর রিপোর্টের কারণে হাসপাতালে ভর্তি হতে পারছেন না তাদের জন্য সুবিধা হবে বলে মন্তব্য করেন ডা. সঞ্চয়।

তিনি আরও বলেন, ‘এই টেস্ট সঠিক রিপোর্ট দেয় এবং এটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত হয়েছে। নারায়ণগঞ্জে দৈনিক ১৫ থেকে ২০টি র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট করা হবে। যাদের দ্রুত ফলাফল প্রয়োজন তাদের অগ্রাধিকার দেয়া হবে। পাশাপাশি পিসিআর ল্যাবেও নমুনা পরীক্ষা চলবে।’

জনবল সংকটের কথা জানিয়ে ডা. সঞ্চয় বলেন, ‘র‌্যাপিড অ্যান্টিজেন টেস্টের ক্ষেত্রে চারজন চিকিৎসক, চারজন টেকনেশিয়ান ও কয়েকজন নার্স কাজ করবেন। তাদের এ বিষয়ে ট্রেনিং দেয়া হয়েছে। জনবলের কিছুটা সংকট রয়েছে। কিছু টেকনোলজিস্ট অতিরিক্ত পাওয়া গেলে সুবিধা হবে। কেননা হাসপাতালের আগের জনবল দিয়েই পিসিআর ল্যাবের পাশাপাশি অ্যান্টিজেন টেস্টের কার্যক্রম করা হবে।’