প্রধানমন্ত্রী নারী উন্নয়নে প্রচুর কাজ করছেন মেয়র আইভী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারী উন্নয়নে প্রচুর কাজ করছেন উল্লেখ করে সিটি মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেন, ‘বাংলাদশে ক্রিকেট, ফুটবল, কারাতে, কাবাডি থেকে শুরু করে নারীরা আজ কোথাও পিছিয়ে নেই। আর্মি, পুলিশেও নারী। নারী আজ ট্রেন চালাচ্ছে। এটা সম্ভব হয়েছে শুধুমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য। স্থানীয় সরকার বিভাগে সংরক্ষিত নারী আসন চালু করেছেন প্রধানমন্ত্রী। আপনাদের নৈতিক দায়িত্ব দেশের প্রধানমন্ত্রীর জন্য দোয়া করা।’

গতকাল বিকেলে শহরের ডিআইটিতে আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তনে টাউন ফেডারেশন ও সিএইচডিএফ-এর নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের জাতীয় নগর দারিদ্র্য হ্রাসকরণ কর্মসূচির আওতাধীন টাউন ফেডারেশনের সভাপতি সালমা সুলতানা ও সিএইচডিএফের সভাপতি মিতু দেবনাথসহ ২১ জন শপথ বাক্য পাঠ করেন।

নির্বাচিত সদস্যদের সংগঠনের উন্নয়নে কাজ করার নির্দেশনা দেন সিটি মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। শহরের মন্ডলপাড়ায় নারীদের কর্মসংস্থানের জন্য বিউটি পার্লার করে দেয়ার কথা জানান মেয়র। সিডিসির ফান্ডে থাকা প্রায় চার কোটি টাকা দিয়ে নারী উন্নয়নে কাজ করার অভিমত ব্যক্ত করেন তিনি।

সিটি করপোরেশনের প্রধান সমাজকল্যাণ ও বস্তি উন্নয়ন কর্মকর্তা কেএম ফরিদুল মিরাজের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্যানেল মেয়র-১ আফসানা আফরোজ বিভা হাসান, কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস, কবির হোসাইন, সুলতান আহমেদ, হান্নান সরকার, শারমিন হাবিব বিন্নি প্রমুখ।

আরও খবর
আ’লীগ সরকার আছে বলেই দেশ স্বনির্ভর ও উন্নত : প্রধানমন্ত্রী
দেওয়ানি আদালতে বিচারকদের আর্থিক এখতিয়ার বাড়ল
২শ’ বছর পর ফিরে আসছে ঐতিহ্যবাহী মসলিন
চট্টগ্রামে করোনা টিকা বিতরণে ১৪ সদস্যের কমিটি
অগ্নিকাণ্ডে রোগীর মৃত্যু ক্ষতিপূরণ দিতে নির্দেশ ইউনাইটেডকে
সাংবাদিক মিজানুর রহমান খান মারা গেছেন
গৃহবধূ ধর্ষণের অভিযোগে আদালতে মামলা
জাতীয় রাজনীতির কথা বলিনি বলেছি ফেনীর অপরাজনীতি লুটপাটের কথা কাদের মির্জা
অরক্ষিত ড্রেনে পড়ে কবি আবদুল বাসিতের মৃত্যু
নির্বাচন কমিশন ঘৃণিত প্রতিষ্ঠান মির্জা ফখরুল
গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চারজনের মৃত্যু
স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

মঙ্গলবার, ১২ জানুয়ারী ২০২১ , ২৮ পৌষ ১৪২৭, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪২

প্রধানমন্ত্রী নারী উন্নয়নে প্রচুর কাজ করছেন মেয়র আইভী

প্রতিনিধি, নারায়ণগঞ্জ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারী উন্নয়নে প্রচুর কাজ করছেন উল্লেখ করে সিটি মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেন, ‘বাংলাদশে ক্রিকেট, ফুটবল, কারাতে, কাবাডি থেকে শুরু করে নারীরা আজ কোথাও পিছিয়ে নেই। আর্মি, পুলিশেও নারী। নারী আজ ট্রেন চালাচ্ছে। এটা সম্ভব হয়েছে শুধুমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য। স্থানীয় সরকার বিভাগে সংরক্ষিত নারী আসন চালু করেছেন প্রধানমন্ত্রী। আপনাদের নৈতিক দায়িত্ব দেশের প্রধানমন্ত্রীর জন্য দোয়া করা।’

গতকাল বিকেলে শহরের ডিআইটিতে আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তনে টাউন ফেডারেশন ও সিএইচডিএফ-এর নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের জাতীয় নগর দারিদ্র্য হ্রাসকরণ কর্মসূচির আওতাধীন টাউন ফেডারেশনের সভাপতি সালমা সুলতানা ও সিএইচডিএফের সভাপতি মিতু দেবনাথসহ ২১ জন শপথ বাক্য পাঠ করেন।

নির্বাচিত সদস্যদের সংগঠনের উন্নয়নে কাজ করার নির্দেশনা দেন সিটি মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। শহরের মন্ডলপাড়ায় নারীদের কর্মসংস্থানের জন্য বিউটি পার্লার করে দেয়ার কথা জানান মেয়র। সিডিসির ফান্ডে থাকা প্রায় চার কোটি টাকা দিয়ে নারী উন্নয়নে কাজ করার অভিমত ব্যক্ত করেন তিনি।

সিটি করপোরেশনের প্রধান সমাজকল্যাণ ও বস্তি উন্নয়ন কর্মকর্তা কেএম ফরিদুল মিরাজের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্যানেল মেয়র-১ আফসানা আফরোজ বিভা হাসান, কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস, কবির হোসাইন, সুলতান আহমেদ, হান্নান সরকার, শারমিন হাবিব বিন্নি প্রমুখ।