অরক্ষিত ড্রেনে পড়ে কবি আবদুল বাসিতের মৃত্যু

তদন্তের নির্দেশ হাইকোর্টের

সিলেট সিটি করপোরেশনের নির্মাণাধীন অরক্ষিত একটি ড্রেনে পড়ে কবি আবদুল বাসিত মোহাম্মদের মৃত্যুর ঘটনা তদন্ত করে দুই মাসের মধ্যে প্রতিবেদন জমা দিতে সিলেটের জেলা প্রশাসককে আদেশ দিয়েছেন হাইকোর্ট। গত রোববার জনস্বার্থে দায়ের করা রিট আবেদনের শুনানি শেষে গতকাল এ আদেশ দেন বিচারপতি জেবিএম হাসান এবং বিচারপতি মো. খায়রুল আলমের ডিভিশন বেঞ্চ।

রিট আবেদনকারী আইনজীবী গোলাম সোবহান চৌধুরী জানান, রিট আবেদনে সিটি করপোরেশনের নির্মাণ ও উন্নয়ন কাজে জননিরাপত্তা নিশ্চিতকরণের ব্যর্থতা কেন বেআইনি ঘোষণা হবে না, সার্বিক অবহেলায় দায়ী থাকার বিষয়টি তদন্তের নির্দেশ প্রার্থনা, সিটি করপোরেশনের চলমান নির্মাণ ও উন্নয়ন কাজে জননিরাপত্তা নিশ্চিত করতে নির্দেশনা এবং কবি আবদুল বাসিত মোহাম্মদের পরিবারকে দুই কোটি টাকা ক্ষতিপূরণ আদেশ প্রার্থনা করা হয়।

গত ৮ ডিসেম্বর সিলেট নগরীর আম্বরখানা এলাকায় সিটি করপোরেশনের নির্মাণাধীন একটি ড্রেনে পড়ে গিয়ে পেটে রড ঢুকে গুরুতর আহত হন কবি আবদুল বাসিত মোহাম্মদ। দু’দিন পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন ৬৫ বছর বয়সী এ কবি। এই ঘটনায় সিসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা বিজন কুমার সিংহকে প্রধান এবং নির্বাহী প্রকৌশলী আলী আকবর ও পরিচ্ছন্ন শাখার কর্মকর্তা হানিফুর রহমানকে সদস্য করে একটি তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে সিটি করপোরেশন। তদন্ত প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট নির্মাণ কাজের নির্বাহী প্রকৌশলী শামসুল হক, সহকারী প্রকৌশলী রজি উদ্দিন, উপসহকারী প্রকৌশলী দেবপ্রদ দাস, একজন কার্যসহকারী ও ঠিকাদার অরবিন্দ পালকে সাময়িক অব্যাহতি এবং কারণ দর্শানোর নোটিশ দেয় সিটি করপোরেশন কর্তৃপক্ষ।

আরও খবর
আ’লীগ সরকার আছে বলেই দেশ স্বনির্ভর ও উন্নত : প্রধানমন্ত্রী
দেওয়ানি আদালতে বিচারকদের আর্থিক এখতিয়ার বাড়ল
২শ’ বছর পর ফিরে আসছে ঐতিহ্যবাহী মসলিন
প্রধানমন্ত্রী নারী উন্নয়নে প্রচুর কাজ করছেন মেয়র আইভী
চট্টগ্রামে করোনা টিকা বিতরণে ১৪ সদস্যের কমিটি
অগ্নিকাণ্ডে রোগীর মৃত্যু ক্ষতিপূরণ দিতে নির্দেশ ইউনাইটেডকে
সাংবাদিক মিজানুর রহমান খান মারা গেছেন
গৃহবধূ ধর্ষণের অভিযোগে আদালতে মামলা
জাতীয় রাজনীতির কথা বলিনি বলেছি ফেনীর অপরাজনীতি লুটপাটের কথা কাদের মির্জা
নির্বাচন কমিশন ঘৃণিত প্রতিষ্ঠান মির্জা ফখরুল
গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চারজনের মৃত্যু
স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

মঙ্গলবার, ১২ জানুয়ারী ২০২১ , ২৮ পৌষ ১৪২৭, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪২

অরক্ষিত ড্রেনে পড়ে কবি আবদুল বাসিতের মৃত্যু

তদন্তের নির্দেশ হাইকোর্টের

আদালত বার্তা পরিবেশক

সিলেট সিটি করপোরেশনের নির্মাণাধীন অরক্ষিত একটি ড্রেনে পড়ে কবি আবদুল বাসিত মোহাম্মদের মৃত্যুর ঘটনা তদন্ত করে দুই মাসের মধ্যে প্রতিবেদন জমা দিতে সিলেটের জেলা প্রশাসককে আদেশ দিয়েছেন হাইকোর্ট। গত রোববার জনস্বার্থে দায়ের করা রিট আবেদনের শুনানি শেষে গতকাল এ আদেশ দেন বিচারপতি জেবিএম হাসান এবং বিচারপতি মো. খায়রুল আলমের ডিভিশন বেঞ্চ।

রিট আবেদনকারী আইনজীবী গোলাম সোবহান চৌধুরী জানান, রিট আবেদনে সিটি করপোরেশনের নির্মাণ ও উন্নয়ন কাজে জননিরাপত্তা নিশ্চিতকরণের ব্যর্থতা কেন বেআইনি ঘোষণা হবে না, সার্বিক অবহেলায় দায়ী থাকার বিষয়টি তদন্তের নির্দেশ প্রার্থনা, সিটি করপোরেশনের চলমান নির্মাণ ও উন্নয়ন কাজে জননিরাপত্তা নিশ্চিত করতে নির্দেশনা এবং কবি আবদুল বাসিত মোহাম্মদের পরিবারকে দুই কোটি টাকা ক্ষতিপূরণ আদেশ প্রার্থনা করা হয়।

গত ৮ ডিসেম্বর সিলেট নগরীর আম্বরখানা এলাকায় সিটি করপোরেশনের নির্মাণাধীন একটি ড্রেনে পড়ে গিয়ে পেটে রড ঢুকে গুরুতর আহত হন কবি আবদুল বাসিত মোহাম্মদ। দু’দিন পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন ৬৫ বছর বয়সী এ কবি। এই ঘটনায় সিসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা বিজন কুমার সিংহকে প্রধান এবং নির্বাহী প্রকৌশলী আলী আকবর ও পরিচ্ছন্ন শাখার কর্মকর্তা হানিফুর রহমানকে সদস্য করে একটি তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে সিটি করপোরেশন। তদন্ত প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট নির্মাণ কাজের নির্বাহী প্রকৌশলী শামসুল হক, সহকারী প্রকৌশলী রজি উদ্দিন, উপসহকারী প্রকৌশলী দেবপ্রদ দাস, একজন কার্যসহকারী ও ঠিকাদার অরবিন্দ পালকে সাময়িক অব্যাহতি এবং কারণ দর্শানোর নোটিশ দেয় সিটি করপোরেশন কর্তৃপক্ষ।