কাঁঠালিয়ায় স্কুল ও মাদ্রাসার জমি দখল করে বিএনপি নেতার বাগান-খামার

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার চিংড়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পার্শ্ববর্তী সিনিয়র মাদ্রাসার খেলার মাঠ, পুকুর এবং নূরানী শাখার শ্রেণীকক্ষ দখল করে নেয়ার অভিযোগ পাওয়া গেছে এক বিএনপি নেতার বিরুদ্ধে। কাঁঠালিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবদুল জলিল মিয়াজী এসব জায়গা দখর করে গাছপালা লাগিয়েছেন। গড়ে তুলেছেন হাঁস, মুরগি ও গবাদিপশুর খামার। ফলে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর পাঠদান ও প্রশাসনিক কর্মকা- ব্যাহত হচ্ছে। কেউ তার এসব কর্মকা-ের প্রতিবাদ করলে তাকে মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। গত সোমবার সকালে ঝালকাঠি প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন- চিংড়াখালী সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মো. রুহুল আমীন হাওলাদার। সংবাদ সম্মেলনে এলাকার গণ্যমান্য ব্যক্তরা উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে মাদ্রাসার অধ্যক্ষ অভিযোগ করেন, ১৯৪৩ সালে চিংড়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং সিনিয়র মাদ্রাসা ও মিয়াজী দরবার শরীফ প্রতিষ্ঠা করা হয়। পরবর্তিতে সেখানে প্রতিষ্ঠা করা হয় একটি নূরানী মাদ্রাসা, এতিমখানা, হাফিজিয়া মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিং। বর্তমানে এসব প্রতিষ্ঠানে ৩৫০ জন শিক্ষার্থী রয়েছে। উপজেলা বিএনপির সহসভাপতি আবদুল জলিল মিয়াজী বছরখানেক আগে বিদ্যালয়ের শহীদ মিনার সংলগ্ন খেলার মাঠ ও জমি দখল করে গরু-ছাগল ও হাঁস-মুরগির খামার করেছেন। সস্প্রতি তিনি নূরানী শাখার দুইটি শ্রেণীকক্ষ টিনের বেড়া দিয়ে এবং অফিস কক্ষ তালা দিয়ে দখলে নিয়েছেন। এ ব্যাপারে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেয়া হয়েছে। বিএনপি নেতা আবদুল জলিল মিয়াজী বলেন, আমরা স্কুল মাদ্রাসার জমিদাতা। প্রতিষ্ঠানে যেসব জায়গা ব্যবহার করা হচ্ছে না, সেগুলোতে বাগান করা হয়েছে। এছাড়া বিদ্যালয়ের একটি পরিত্যক্ত জমিতে খামার করা হয়েছে। এতে বিদ্যালয়ের পরিবেশের কোনো সমস্যা হচ্ছে না।

আরও খবর
দুবলার শুঁটকিপল্লীতে অব্যবস্থাপনা ব্যাহত মানসম্পন্ন শুঁটকি উৎপাদন
টঙ্গীতে পোশাক শ্রমিকদের বিক্ষোভে পুলিশের লাঠি : আহত ৩
ময়মনসিংহে মাদকাসক্ত শনাক্তে ডোপ টেস্ট শুরু
কর্ণফুলী নদী থেকে নারীর দেহ উদ্ধার
ডুলাহাজারা সাফারিতে ডেরা গেড়েছে ২৩ বন্য হাতি : আতঙ্ক
করিমগগঞ্জে দুটি তক্ষকসহ আটক ১
ভেজাল খেজুরের গুড়ে বাজার সয়লাব হুমকিতে জনস্বাস্থ্য
ঈশ্বরদীতে করোনাকালে ৩৯৫ মাদক মামলা আসামি ৪৬৫
মহেশখালীতে পানচাষিকে কুপিয়ে হত্যা
চান্দিনা ও গাংনীতে সহিংসতা : আহত ২৫
বোরো মৌসুমের শুরুতেই শ্রমিক সংকট : চাষাবাদ ব্যাহতের আশংঙ্কা
ইয়াবাসহ ধৃত এক প্রতিনিধি, বান্দরবান
গোপালগঞ্জে দুটি ইট ভাটা গুঁড়াল প্রশাসন

বুধবার, ১৩ জানুয়ারী ২০২১ , ২৯ পৌষ ১৪২৭, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪২

কাঁঠালিয়ায় স্কুল ও মাদ্রাসার জমি দখল করে বিএনপি নেতার বাগান-খামার

জেলা বার্তা পরিবেশক, ঝালকাঠি

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার চিংড়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পার্শ্ববর্তী সিনিয়র মাদ্রাসার খেলার মাঠ, পুকুর এবং নূরানী শাখার শ্রেণীকক্ষ দখল করে নেয়ার অভিযোগ পাওয়া গেছে এক বিএনপি নেতার বিরুদ্ধে। কাঁঠালিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবদুল জলিল মিয়াজী এসব জায়গা দখর করে গাছপালা লাগিয়েছেন। গড়ে তুলেছেন হাঁস, মুরগি ও গবাদিপশুর খামার। ফলে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর পাঠদান ও প্রশাসনিক কর্মকা- ব্যাহত হচ্ছে। কেউ তার এসব কর্মকা-ের প্রতিবাদ করলে তাকে মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। গত সোমবার সকালে ঝালকাঠি প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন- চিংড়াখালী সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মো. রুহুল আমীন হাওলাদার। সংবাদ সম্মেলনে এলাকার গণ্যমান্য ব্যক্তরা উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে মাদ্রাসার অধ্যক্ষ অভিযোগ করেন, ১৯৪৩ সালে চিংড়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং সিনিয়র মাদ্রাসা ও মিয়াজী দরবার শরীফ প্রতিষ্ঠা করা হয়। পরবর্তিতে সেখানে প্রতিষ্ঠা করা হয় একটি নূরানী মাদ্রাসা, এতিমখানা, হাফিজিয়া মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিং। বর্তমানে এসব প্রতিষ্ঠানে ৩৫০ জন শিক্ষার্থী রয়েছে। উপজেলা বিএনপির সহসভাপতি আবদুল জলিল মিয়াজী বছরখানেক আগে বিদ্যালয়ের শহীদ মিনার সংলগ্ন খেলার মাঠ ও জমি দখল করে গরু-ছাগল ও হাঁস-মুরগির খামার করেছেন। সস্প্রতি তিনি নূরানী শাখার দুইটি শ্রেণীকক্ষ টিনের বেড়া দিয়ে এবং অফিস কক্ষ তালা দিয়ে দখলে নিয়েছেন। এ ব্যাপারে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেয়া হয়েছে। বিএনপি নেতা আবদুল জলিল মিয়াজী বলেন, আমরা স্কুল মাদ্রাসার জমিদাতা। প্রতিষ্ঠানে যেসব জায়গা ব্যবহার করা হচ্ছে না, সেগুলোতে বাগান করা হয়েছে। এছাড়া বিদ্যালয়ের একটি পরিত্যক্ত জমিতে খামার করা হয়েছে। এতে বিদ্যালয়ের পরিবেশের কোনো সমস্যা হচ্ছে না।