মহেশখালীতে পানচাষিকে কুপিয়ে হত্যা

কক্সবাজারের মহেশখালীতে আবদুল গফুর নামে এক পানচাষীকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। গতকাল দুপুর ১২টার দিকে মহেশখালী উপজেলার বড়মহেশখালী ইউনিয়নের মুন্সিরডেইল এলাকায় শত শত মানুষের সামনে চায়ের দোকানে চা খাওয়া অবস্থায় একদল সন্ত্রাসী দাঁ ছুরি নিয়ে তার ওপর হামলা চালায়। এ সময় আবদুল গফুর পালিয়ে বাঁচতে চাইলে সন্ত্রাসীরা পিছু ধাওয়া করে তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত আবদুল গফুর (৩০) বড়মহেশখালী ইউনিয়নের মুন্সিরডেইল এলাকার ফিরোজ মিয়ার ছেলে।

নিহতের পিতা ফিরোজ মিয়া জানান, একই এলাকার অছিউর রহমানের ছেলে ইউসুফ জালালসহ কয়েকজন প্রকাশ্যে দাঁ ছুরি নিয়ে হামলা চালিয়ে তার ছেলেকে হত্যা করেছে। হামলাকারীদের সঙ্গে জমিজমা সংক্রান্ত বিরোধ ছিল। তবে গত শুক্রবার হাঁটের দিন পান পরিবহনের টাকা নিয়ে ইউছুপ জালালের এক ভগ্নিপতির সঙ্গে গফুরের সামান্য হাতাহাতি হয়। সেই ঘটনাকে পুঁজি করে গতকাল সকালে গফুরকে উপর্যপুরি কুপিয়ে আহত করা হয়। এদিকে বিষয়টি নিশ্চিত করে মহেশখালী থানার ওসি তদন্ত আশিক ইকবাল বলেন, মহেশখালী উপজেলার বড় মহেশখালী ইউনিয়নে আবদুল গফুর নামের এক ব্যক্তিকে কুপিয়ে আহত করেছে। সে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

আরও খবর
দুবলার শুঁটকিপল্লীতে অব্যবস্থাপনা ব্যাহত মানসম্পন্ন শুঁটকি উৎপাদন
টঙ্গীতে পোশাক শ্রমিকদের বিক্ষোভে পুলিশের লাঠি : আহত ৩
কাঁঠালিয়ায় স্কুল ও মাদ্রাসার জমি দখল করে বিএনপি নেতার বাগান-খামার
ময়মনসিংহে মাদকাসক্ত শনাক্তে ডোপ টেস্ট শুরু
কর্ণফুলী নদী থেকে নারীর দেহ উদ্ধার
ডুলাহাজারা সাফারিতে ডেরা গেড়েছে ২৩ বন্য হাতি : আতঙ্ক
করিমগগঞ্জে দুটি তক্ষকসহ আটক ১
ভেজাল খেজুরের গুড়ে বাজার সয়লাব হুমকিতে জনস্বাস্থ্য
ঈশ্বরদীতে করোনাকালে ৩৯৫ মাদক মামলা আসামি ৪৬৫
চান্দিনা ও গাংনীতে সহিংসতা : আহত ২৫
বোরো মৌসুমের শুরুতেই শ্রমিক সংকট : চাষাবাদ ব্যাহতের আশংঙ্কা
ইয়াবাসহ ধৃত এক প্রতিনিধি, বান্দরবান
গোপালগঞ্জে দুটি ইট ভাটা গুঁড়াল প্রশাসন

বুধবার, ১৩ জানুয়ারী ২০২১ , ২৯ পৌষ ১৪২৭, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪২

মহেশখালীতে পানচাষিকে কুপিয়ে হত্যা

প্রতিনিধি, কক্সবাজার

কক্সবাজারের মহেশখালীতে আবদুল গফুর নামে এক পানচাষীকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। গতকাল দুপুর ১২টার দিকে মহেশখালী উপজেলার বড়মহেশখালী ইউনিয়নের মুন্সিরডেইল এলাকায় শত শত মানুষের সামনে চায়ের দোকানে চা খাওয়া অবস্থায় একদল সন্ত্রাসী দাঁ ছুরি নিয়ে তার ওপর হামলা চালায়। এ সময় আবদুল গফুর পালিয়ে বাঁচতে চাইলে সন্ত্রাসীরা পিছু ধাওয়া করে তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত আবদুল গফুর (৩০) বড়মহেশখালী ইউনিয়নের মুন্সিরডেইল এলাকার ফিরোজ মিয়ার ছেলে।

নিহতের পিতা ফিরোজ মিয়া জানান, একই এলাকার অছিউর রহমানের ছেলে ইউসুফ জালালসহ কয়েকজন প্রকাশ্যে দাঁ ছুরি নিয়ে হামলা চালিয়ে তার ছেলেকে হত্যা করেছে। হামলাকারীদের সঙ্গে জমিজমা সংক্রান্ত বিরোধ ছিল। তবে গত শুক্রবার হাঁটের দিন পান পরিবহনের টাকা নিয়ে ইউছুপ জালালের এক ভগ্নিপতির সঙ্গে গফুরের সামান্য হাতাহাতি হয়। সেই ঘটনাকে পুঁজি করে গতকাল সকালে গফুরকে উপর্যপুরি কুপিয়ে আহত করা হয়। এদিকে বিষয়টি নিশ্চিত করে মহেশখালী থানার ওসি তদন্ত আশিক ইকবাল বলেন, মহেশখালী উপজেলার বড় মহেশখালী ইউনিয়নে আবদুল গফুর নামের এক ব্যক্তিকে কুপিয়ে আহত করেছে। সে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।