বোরো মৌসুমের শুরুতেই শ্রমিক সংকট : চাষাবাদ ব্যাহতের আশংঙ্কা

নোয়াখালী জেলার চাটখিলে কৃষক এখন বোরো ধান রোপণ করছে। এতে করে কৃষক এখন ব্যস্ত। তবে দিনমজুরের সংকট থাকায় এ কাজ কিছুটা ব্যাহত হচ্ছে। ১ পৌরসভা এবং ৯ ইউনিয়ন নিয়ে গঠিত চাটখিলের জনসংখ্যার শতকরা ৬০ ভাগ মানুষ কৃষির ওপর নির্ভরশীল। এখানে বর্তমানে বছরে একবার বোরো ধান চাষ হয়ে থাকে। আউস এবং আমন ধান তেমন হয় না। এক ফসলি বোরো ধানের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে এখানকার কৃষক। বর্তমানে বোরো ধানের চারা রোপণ শুরু হয়েছে। এজন্য জমিতে পানি দেয়া, হাল চাষ করাসহ সব কাজ শেষ হয়েছে। ইতোমধ্যে প্রায় ৫০ ভাগ জমিতে বোরো ধান রোপণ শেষ হয়েছে। বর্তমানে শীতের তীব্রতা একটু কম থাকায় কৃষকের বোরো ধান রোপণ করতে কষ্ট কম হচ্ছে। শংকরপুর গ্রামের কৃষক মনির হোসেন চৌকিদার বাড়ির আবুল হোসেন জানান, চাটখিলের লোকজনের মধ্যে অনেকে প্রবাসে চলে গেছে, আবার অনেকে বিভিন্ন পেশায় চলে যাওয়ায় এখানে দিনমজুরের সংখ্যা কমে গেছে। এতে কৃষিকাজে দিনমজুরের সংকট দেখা দিয়েছে। দেশের বিভিন্ন স্থান থেকে দিনমজুররা এসে এখানে কৃষিকাজ করছে, দিনমজুরের পারিশ্রমিকও বেশি দিতে হচ্ছে। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, বোরো ধানের মধ্যে হাইব্রিড হীরা-২ সবচেয়ে বেশি চাষ হয়। তাছাড়া হাইব্রিডের মধ্যে হীরা-১, বালিয়া-২, এসএল-৮, আগমনী, জনকরাজ, ময়নাগোল্ড, ঝলক, সোনার বাংলা-৬ এবং উফসীর মধ্যে ব্রিধান-৫৫, ৫৮, ৯২ চাষ হচ্ছে। এখানে বর্তমান বছরে ৬ হাজার ৭০০ হেক্টর জমিতে বোরো ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে পাঁচ হাজার ৫০০ হেক্টরে হাইব্রিড এবং ১ হাজার ২০০ হেক্টরে উফসী ধান চাষ করা হবে। ইতোমধ্যে চার হাজার ৫০০ হেক্টর জমিতে বোরো ধান রোপণ করা শেষ হয়েছে। বর্তমান বছরে আবহাওয়াসহ সব কিছু অনুকূলে থাকায় উৎপাদনের লক্ষ্যমাত্রা ৭ হাজার ৫০০ হেক্টর জমি ছাড়িয়ে যেতে পারে। চাটখিল উপজেলা কৃষি কর্মকর্তা সিরাজুল ইসলাম জানান, বর্তমান মৌসুমে কৃষক যাতে সফলভাবে বোরো ধান চাষ করে উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জন করতে পারে সেজন্য তারা মনিটরিং করছেন। কৃষকের সঙ্গে যোগাযোগ রক্ষা করে সব সাহায্য-সহযোগিতা দিয়ে আসছেন।

image
আরও খবর
দুবলার শুঁটকিপল্লীতে অব্যবস্থাপনা ব্যাহত মানসম্পন্ন শুঁটকি উৎপাদন
টঙ্গীতে পোশাক শ্রমিকদের বিক্ষোভে পুলিশের লাঠি : আহত ৩
কাঁঠালিয়ায় স্কুল ও মাদ্রাসার জমি দখল করে বিএনপি নেতার বাগান-খামার
ময়মনসিংহে মাদকাসক্ত শনাক্তে ডোপ টেস্ট শুরু
কর্ণফুলী নদী থেকে নারীর দেহ উদ্ধার
ডুলাহাজারা সাফারিতে ডেরা গেড়েছে ২৩ বন্য হাতি : আতঙ্ক
করিমগগঞ্জে দুটি তক্ষকসহ আটক ১
ভেজাল খেজুরের গুড়ে বাজার সয়লাব হুমকিতে জনস্বাস্থ্য
ঈশ্বরদীতে করোনাকালে ৩৯৫ মাদক মামলা আসামি ৪৬৫
মহেশখালীতে পানচাষিকে কুপিয়ে হত্যা
চান্দিনা ও গাংনীতে সহিংসতা : আহত ২৫
ইয়াবাসহ ধৃত এক প্রতিনিধি, বান্দরবান
গোপালগঞ্জে দুটি ইট ভাটা গুঁড়াল প্রশাসন

বুধবার, ১৩ জানুয়ারী ২০২১ , ২৯ পৌষ ১৪২৭, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪২

বোরো মৌসুমের শুরুতেই শ্রমিক সংকট : চাষাবাদ ব্যাহতের আশংঙ্কা

মো. হাবিবুর রহমান, চাটখিল (নোয়াখালী)

image

নোয়াখালী জেলার চাটখিলে কৃষক এখন বোরো ধান রোপণ করছে। এতে করে কৃষক এখন ব্যস্ত। তবে দিনমজুরের সংকট থাকায় এ কাজ কিছুটা ব্যাহত হচ্ছে। ১ পৌরসভা এবং ৯ ইউনিয়ন নিয়ে গঠিত চাটখিলের জনসংখ্যার শতকরা ৬০ ভাগ মানুষ কৃষির ওপর নির্ভরশীল। এখানে বর্তমানে বছরে একবার বোরো ধান চাষ হয়ে থাকে। আউস এবং আমন ধান তেমন হয় না। এক ফসলি বোরো ধানের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে এখানকার কৃষক। বর্তমানে বোরো ধানের চারা রোপণ শুরু হয়েছে। এজন্য জমিতে পানি দেয়া, হাল চাষ করাসহ সব কাজ শেষ হয়েছে। ইতোমধ্যে প্রায় ৫০ ভাগ জমিতে বোরো ধান রোপণ শেষ হয়েছে। বর্তমানে শীতের তীব্রতা একটু কম থাকায় কৃষকের বোরো ধান রোপণ করতে কষ্ট কম হচ্ছে। শংকরপুর গ্রামের কৃষক মনির হোসেন চৌকিদার বাড়ির আবুল হোসেন জানান, চাটখিলের লোকজনের মধ্যে অনেকে প্রবাসে চলে গেছে, আবার অনেকে বিভিন্ন পেশায় চলে যাওয়ায় এখানে দিনমজুরের সংখ্যা কমে গেছে। এতে কৃষিকাজে দিনমজুরের সংকট দেখা দিয়েছে। দেশের বিভিন্ন স্থান থেকে দিনমজুররা এসে এখানে কৃষিকাজ করছে, দিনমজুরের পারিশ্রমিকও বেশি দিতে হচ্ছে। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, বোরো ধানের মধ্যে হাইব্রিড হীরা-২ সবচেয়ে বেশি চাষ হয়। তাছাড়া হাইব্রিডের মধ্যে হীরা-১, বালিয়া-২, এসএল-৮, আগমনী, জনকরাজ, ময়নাগোল্ড, ঝলক, সোনার বাংলা-৬ এবং উফসীর মধ্যে ব্রিধান-৫৫, ৫৮, ৯২ চাষ হচ্ছে। এখানে বর্তমান বছরে ৬ হাজার ৭০০ হেক্টর জমিতে বোরো ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে পাঁচ হাজার ৫০০ হেক্টরে হাইব্রিড এবং ১ হাজার ২০০ হেক্টরে উফসী ধান চাষ করা হবে। ইতোমধ্যে চার হাজার ৫০০ হেক্টর জমিতে বোরো ধান রোপণ করা শেষ হয়েছে। বর্তমান বছরে আবহাওয়াসহ সব কিছু অনুকূলে থাকায় উৎপাদনের লক্ষ্যমাত্রা ৭ হাজার ৫০০ হেক্টর জমি ছাড়িয়ে যেতে পারে। চাটখিল উপজেলা কৃষি কর্মকর্তা সিরাজুল ইসলাম জানান, বর্তমান মৌসুমে কৃষক যাতে সফলভাবে বোরো ধান চাষ করে উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জন করতে পারে সেজন্য তারা মনিটরিং করছেন। কৃষকের সঙ্গে যোগাযোগ রক্ষা করে সব সাহায্য-সহযোগিতা দিয়ে আসছেন।