‘জানোয়ার’ সিনেমায় ফাতিমা রূপে এলিনা শাম্মি

আগামীকাল মুক্তি পাবে ‘জানোয়ার’ সিনেমা। এটি নির্মাণ করেছেন রায়হান রাফি। সিনেমাটিতে ফাতিমা চরিত্রে অভিনয় করেছেন এলিনা শাম্মি। সিনেমাটির গল্পে ফাতিমা খুবই গুরুত্বপূর্ণ একটি চরিত্র। সিনেমাটিতে আরও যারা অভিনয় করেছেন তাদের প্রত্যেকের ভাষ্য ফাতিমা চরিত্রে এলিনা শাম্মি দুর্দান্ত অভিনয় করেছেন। এর আগেও এলিনা শাম্মি অভিনীত বেশকিছু সিনেমা মুক্তি পেয়েছে। কিন্তু ‘জানোয়ার’ নিয়ে ভীষণ আশাবাদী তিনি। শাম্মি বলেন, ‘একটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এই সিনেমাটি। এই সিনেমার মাধ্যমে যে ম্যাসেজটা দেয়ার চেষ্টা করা হয়েছে তাতে যদি একজন মানুষও নিজেকে পরিবর্তন করে তাহলেই আমাদের সবার শ্রম সার্থক হবে। আমরা চাই আমাদের সমাজ ধর্ষণ মুক্ত হোক, সবাই এই ব্যাপারে সচেতন হোক।’

এলিনা শাম্মি জানান এক সময় উপস্থাপনা বেশি ব্যস্ত থাকলেও অভিনয়ই তার এখন পেশা। তবে বিশেষ বিশেষ দিবসে বিশেষ অনুষ্ঠানের উপস্থাপনা করেন তিনি। এলিনা শাম্মি প্রথম শাহ আলম কিরণের পরিচালনায় ‘৭১’এর মা জননী’ সিনেমায় অভিনয় করেন। পরবর্তীতে তিনি ‘স্বর্গ থেকে নরক’, ‘আমরা একটি সিনেমা বানাবো’, ‘লোনী’, ‘গন্তব্য’, ‘৫৭০’ সিনেমায় অভিনয় করেন। তার নতুন দুটি চুক্তিবদ্ধ হওয়া সিনেমা হচ্ছে পঙ্কজ পালিতর ‘একটি না বলা গল্প’ এবং ইফতেখার শুভ’র ‘মুখোশ’।

শাম্মি নিয়মিত অভিনয় করছেন এনটিভির ‘পরের মেয়ে’, চ্যানেল আইয়ের ‘সিম্পলের মধ্যে গর্জিয়াস’ ও বিটিভির ‘লকেট’ ধারাবাহিক নাটকে। খুলনার মেয়ে এলিনা শাম্মির জন্ম ১৬ জুলাই।

বুধবার, ১৩ জানুয়ারী ২০২১ , ২৯ পৌষ ১৪২৭, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪২

‘জানোয়ার’ সিনেমায় ফাতিমা রূপে এলিনা শাম্মি

বিনোদন প্রতিবেদক |

image

আগামীকাল মুক্তি পাবে ‘জানোয়ার’ সিনেমা। এটি নির্মাণ করেছেন রায়হান রাফি। সিনেমাটিতে ফাতিমা চরিত্রে অভিনয় করেছেন এলিনা শাম্মি। সিনেমাটির গল্পে ফাতিমা খুবই গুরুত্বপূর্ণ একটি চরিত্র। সিনেমাটিতে আরও যারা অভিনয় করেছেন তাদের প্রত্যেকের ভাষ্য ফাতিমা চরিত্রে এলিনা শাম্মি দুর্দান্ত অভিনয় করেছেন। এর আগেও এলিনা শাম্মি অভিনীত বেশকিছু সিনেমা মুক্তি পেয়েছে। কিন্তু ‘জানোয়ার’ নিয়ে ভীষণ আশাবাদী তিনি। শাম্মি বলেন, ‘একটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এই সিনেমাটি। এই সিনেমার মাধ্যমে যে ম্যাসেজটা দেয়ার চেষ্টা করা হয়েছে তাতে যদি একজন মানুষও নিজেকে পরিবর্তন করে তাহলেই আমাদের সবার শ্রম সার্থক হবে। আমরা চাই আমাদের সমাজ ধর্ষণ মুক্ত হোক, সবাই এই ব্যাপারে সচেতন হোক।’

এলিনা শাম্মি জানান এক সময় উপস্থাপনা বেশি ব্যস্ত থাকলেও অভিনয়ই তার এখন পেশা। তবে বিশেষ বিশেষ দিবসে বিশেষ অনুষ্ঠানের উপস্থাপনা করেন তিনি। এলিনা শাম্মি প্রথম শাহ আলম কিরণের পরিচালনায় ‘৭১’এর মা জননী’ সিনেমায় অভিনয় করেন। পরবর্তীতে তিনি ‘স্বর্গ থেকে নরক’, ‘আমরা একটি সিনেমা বানাবো’, ‘লোনী’, ‘গন্তব্য’, ‘৫৭০’ সিনেমায় অভিনয় করেন। তার নতুন দুটি চুক্তিবদ্ধ হওয়া সিনেমা হচ্ছে পঙ্কজ পালিতর ‘একটি না বলা গল্প’ এবং ইফতেখার শুভ’র ‘মুখোশ’।

শাম্মি নিয়মিত অভিনয় করছেন এনটিভির ‘পরের মেয়ে’, চ্যানেল আইয়ের ‘সিম্পলের মধ্যে গর্জিয়াস’ ও বিটিভির ‘লকেট’ ধারাবাহিক নাটকে। খুলনার মেয়ে এলিনা শাম্মির জন্ম ১৬ জুলাই।