নির্মিত হলো নাটক ‘প্রত্ননারী’

নির্মিত হলো ভালোবাসা দিবসে উপলক্ষে নাটক ‘প্রত্ননারী’। নাটকটি কাহিনী সংলাপ চিত্রনাট্য করেছেন মুরাদ পারভেজ। পরিচালনায় এসএমএ পারভেজ। নাটকটিতে অভিনয় করেছে সজল, প্রভা, সঞ্চিতা দত্ত, সিয়াম, তাসনিম, তাসফি, আলামিন, কামরুলসহ আরও অনেকে। খুব শিগগির একটি বেসরকারি চ্যানেলে এটি প্রচারিত হবে বলে জানিয়েছেন নাটকের পরিচালক।

এ নাটকে অভিনয় নিয়ে সজল বলেন, ‘আমি এর আগে ও মুরাদ পারভেজের ডিরেকশনের কাজ করেছি। আমার বেশ ভালো লাগে তবে এবার তার লেখা নাটকে আমি অভিনয় করেছি। নাটকটি বেশ ভালো। গল্প ও দর্শকের আর ও ভালো লাগবে’।

সঞ্চিতাদত্ত বলেন, ‘আমি প্রথম বার পারভেজ ভাইয়ার ডিরেশনের অভিনয় করেছি। আমার বেশ ভালো লাগছে। তাছাড়া ও গল্পটা ও একটু অন্যরকম ছিল আশা করি সবার ভালো লাগবে’।

পরিচালক এসএমএ পারভেজ, ‘বলেন এই নাটকে সবাই বেশ ভালো অভিনয় করেছে। নাটকের শুটিংয়ের কাজ মানিকগঞ্জ জমিদার বাড়ি, বেতিলাতে কাজ শেষ করেছি।

বুধবার, ১৩ জানুয়ারী ২০২১ , ২৯ পৌষ ১৪২৭, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪২

নির্মিত হলো নাটক ‘প্রত্ননারী’

বিনোদন প্রতিবেদক |

image

নির্মিত হলো ভালোবাসা দিবসে উপলক্ষে নাটক ‘প্রত্ননারী’। নাটকটি কাহিনী সংলাপ চিত্রনাট্য করেছেন মুরাদ পারভেজ। পরিচালনায় এসএমএ পারভেজ। নাটকটিতে অভিনয় করেছে সজল, প্রভা, সঞ্চিতা দত্ত, সিয়াম, তাসনিম, তাসফি, আলামিন, কামরুলসহ আরও অনেকে। খুব শিগগির একটি বেসরকারি চ্যানেলে এটি প্রচারিত হবে বলে জানিয়েছেন নাটকের পরিচালক।

এ নাটকে অভিনয় নিয়ে সজল বলেন, ‘আমি এর আগে ও মুরাদ পারভেজের ডিরেকশনের কাজ করেছি। আমার বেশ ভালো লাগে তবে এবার তার লেখা নাটকে আমি অভিনয় করেছি। নাটকটি বেশ ভালো। গল্প ও দর্শকের আর ও ভালো লাগবে’।

সঞ্চিতাদত্ত বলেন, ‘আমি প্রথম বার পারভেজ ভাইয়ার ডিরেশনের অভিনয় করেছি। আমার বেশ ভালো লাগছে। তাছাড়া ও গল্পটা ও একটু অন্যরকম ছিল আশা করি সবার ভালো লাগবে’।

পরিচালক এসএমএ পারভেজ, ‘বলেন এই নাটকে সবাই বেশ ভালো অভিনয় করেছে। নাটকের শুটিংয়ের কাজ মানিকগঞ্জ জমিদার বাড়ি, বেতিলাতে কাজ শেষ করেছি।