ব্রিটিশ প্রধানমন্ত্রী সাইকেল চালিয়ে তোপের মুখে

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ১০নং ডাইনিং স্ট্রিট থেকে সাত মাইল দূরে বাইসাইকেল চালিয়ে যাওয়ায় তোড়ের মুখে পড়েছেন। পার্কগোয়ার্স তার পূর্ণ সিকিউরিটিসহ পূর্ব লন্ডনের স্টাটফোর্ডের কুইন এলিজাবেথ অলিম্পিক পার্কে জনসনকে সাইক্লিংয়ে দেখেন। দ্য গার্ডিয়ান

ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাসভবন ডাইনিং স্ট্রিটের সূত্র গার্ডিয়ানকে জানায়, এটা প্রধানমন্ত্রীর নৈমত্তিক শরীরচর্চার অংশ। তিনি ওয়েস্টমিনিস্টার থেকে সাইকেল চালিয়ে এসছেন নাকি গাড়িতে এসেছেন এ ব্যাপারে বিস্তারিত কিছু জানায়নি।

তার বাসভবনের কর্মকর্তারা জানান, বরিস জনসন এ সময় করোনার সুরক্ষাবিধি মেনেই ড্রাইভ করেছেন। যদিও যুক্তরাজ্যের সরকারি গাইডলাইনে বলা আছে করোনা সংক্রমণ রোধে শরীরচর্চার জন্য বাড়ির বাইরে যাওয়া বারণ।

বরিস জনসন সাইকেল চালাতে খুবই পছন্দ করেন। ওয়েস্টমিনিস্টার থেকে সব সময়ই তিনি জগিং করার জন্য সাইকেল চালিয়ে ভ্রমণে বের হন। জনসনের মুখপাত্র বলেছেন, তিনি কোন সুরক্ষা বিধি লঙ্ঘন করেননি।

লেবার পার্টির একজন এমপি অ্যান্ডি সøটার বলেছেন, প্রধানমন্ত্রী হিসেবে আমি যা বলি তা নিজেরই করা উচিত।

বুধবার, ১৩ জানুয়ারী ২০২১ , ২৯ পৌষ ১৪২৭, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪২

ব্রিটিশ প্রধানমন্ত্রী সাইকেল চালিয়ে তোপের মুখে

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ১০নং ডাইনিং স্ট্রিট থেকে সাত মাইল দূরে বাইসাইকেল চালিয়ে যাওয়ায় তোড়ের মুখে পড়েছেন। পার্কগোয়ার্স তার পূর্ণ সিকিউরিটিসহ পূর্ব লন্ডনের স্টাটফোর্ডের কুইন এলিজাবেথ অলিম্পিক পার্কে জনসনকে সাইক্লিংয়ে দেখেন। দ্য গার্ডিয়ান

ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাসভবন ডাইনিং স্ট্রিটের সূত্র গার্ডিয়ানকে জানায়, এটা প্রধানমন্ত্রীর নৈমত্তিক শরীরচর্চার অংশ। তিনি ওয়েস্টমিনিস্টার থেকে সাইকেল চালিয়ে এসছেন নাকি গাড়িতে এসেছেন এ ব্যাপারে বিস্তারিত কিছু জানায়নি।

তার বাসভবনের কর্মকর্তারা জানান, বরিস জনসন এ সময় করোনার সুরক্ষাবিধি মেনেই ড্রাইভ করেছেন। যদিও যুক্তরাজ্যের সরকারি গাইডলাইনে বলা আছে করোনা সংক্রমণ রোধে শরীরচর্চার জন্য বাড়ির বাইরে যাওয়া বারণ।

বরিস জনসন সাইকেল চালাতে খুবই পছন্দ করেন। ওয়েস্টমিনিস্টার থেকে সব সময়ই তিনি জগিং করার জন্য সাইকেল চালিয়ে ভ্রমণে বের হন। জনসনের মুখপাত্র বলেছেন, তিনি কোন সুরক্ষা বিধি লঙ্ঘন করেননি।

লেবার পার্টির একজন এমপি অ্যান্ডি সøটার বলেছেন, প্রধানমন্ত্রী হিসেবে আমি যা বলি তা নিজেরই করা উচিত।