কুতুবছড়ি বেইলি ব্রিজ ভেঙে পাথরবোঝাই ট্রাক খালে : নিহত ৩

সড়ক যোগাযোগ বন্ধ

খাগড়াছড়ি-রাঙ্গামাটি পার্বত্য জেলার প্রধান সড়কে কুতুবছড়িতে বেইলি ব্রিজ ভেঙে পাথরবোঝাই ট্রাক খালে পড়ে চালকসহ ৩ জন নিহত হয়। গতকাল সকালের দিকে এ দুর্ঘটনা ঘটে। এরপর থেকে রাঙ্গামাটি-খাগড়াছড়ি আন্তঃপ্রধান সড়কে সব যান চলাচল বন্ধ আছে। দুর্ঘটনার পর স্থানীয় এলাকাবাসী, পুলিশ, সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের উদ্ধার তৎপরতা চালানো হয়। দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন রাঙ্গামাটি জেলা প্রশাসক একেএম মামুনুর রশীদ এবং সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।

দুর্ঘটনায় নিহতরা হলেনÑ ট্রাকচালক চট্টগ্রামের চকরিয়ার আরাফাত হোসেন (৪৫) ও পাথর ব্যবসায়ী সিরাজগঞ্জের রায়পুরের জহিরুল ইসলাম (৪৭) এবং হেলপার মো. বাচ্চু (২৫)। পুলিশ জানায়, ট্রাকচালক মো. আরাফাতের গ্রামের বাড়ি চট্টগ্রামের অক্সিজেন এলাকায়, থাকেন চকরিয়ায়, পাথর ব্যবসায়ী মো. জহিরুলের বাড়ি লালমনিরহাট জেলায়। হেলপার মো. বাচ্চুর গ্রামের বাড়ি খাগড়াছড়ির রামগড় উপজেলায়। নদীতে ডুবে গেলে ট্রাকে থাকা ৩ জনের মৃতদেহ উদ্ধার করে স্থানীয় জনগণ, পুলিশ, ফায়ার সার্ভিস দল ও সেনাবাহিনী কর্মীরা।

ঘটনার পরপরই রাঙ্গামাটি সেনা রিজিয়নের রিজিয়ন কমান্ডার, রাঙ্গামাটির জেলা প্রশাসক, সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী, অতিরিক্ত পুলিশ সুপার, সদর উপজেলার ইউএনও, কোতয়ালি থানার ওসিসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে ছুঁটে যান।

স্থানীয়রা জানান, চট্টগ্রামের মাঝিরঘাট থেকে পাথরবোঝাই করে খাগড়াছড়ি মহালছড়ি যাওয়ার পথে রাঙ্গামাটির কুতুকছড়ি বেইলি ব্রিজের উপর উঠলে ওভারলোড ট্রাকটির চাপে ব্রিজ ভেঙে সম্পূর্ণ ট্রাকটি পানিতে ডুবে যায়। এ সময় ট্রাকের ভেতরে থাকা তিনজনই ভেতরেই মারা যান।

কুতুবছড়ি বাজারের ব্যবসায়ী সুমন বলেন, ভোরে বিকট শব্দ শুনে বাজারের সবাই দৌড়ে গিয়ে দেখি পাথরবোঝাই একটি ট্রাক খালে পড়ে গেছে। একটু পর সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা এসে উদ্ধার তৎপরতা শুরু করে। তিনটি লাশ উদ্ধার করতে দেখা যায়। রাঙ্গামাটি সদর উপজেলার কুতুকছড়ি ইউনিয়নের চেয়ারম্যান পদ্ম কুমার চাকমা জানিয়েছেন, ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযান চালাচ্ছে। তিন যুগেও হয়নি সংস্কারের কাজ, বেহাল দশা বেইলি ব্রিজের অনাকাক্সিক্ষত ঘটনা অত্যন্ত দুঃখজনক।

বুধবার, ১৩ জানুয়ারী ২০২১ , ২৯ পৌষ ১৪২৭, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪২

খাগড়াছড়ি-রাঙ্গামাটি

কুতুবছড়ি বেইলি ব্রিজ ভেঙে পাথরবোঝাই ট্রাক খালে : নিহত ৩

সড়ক যোগাযোগ বন্ধ

প্রতিনিধি, খাগড়াছড়ি

খাগড়াছড়ি-রাঙ্গামাটি পার্বত্য জেলার প্রধান সড়কে কুতুবছড়িতে বেইলি ব্রিজ ভেঙে পাথরবোঝাই ট্রাক খালে পড়ে চালকসহ ৩ জন নিহত হয়। গতকাল সকালের দিকে এ দুর্ঘটনা ঘটে। এরপর থেকে রাঙ্গামাটি-খাগড়াছড়ি আন্তঃপ্রধান সড়কে সব যান চলাচল বন্ধ আছে। দুর্ঘটনার পর স্থানীয় এলাকাবাসী, পুলিশ, সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের উদ্ধার তৎপরতা চালানো হয়। দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন রাঙ্গামাটি জেলা প্রশাসক একেএম মামুনুর রশীদ এবং সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।

দুর্ঘটনায় নিহতরা হলেনÑ ট্রাকচালক চট্টগ্রামের চকরিয়ার আরাফাত হোসেন (৪৫) ও পাথর ব্যবসায়ী সিরাজগঞ্জের রায়পুরের জহিরুল ইসলাম (৪৭) এবং হেলপার মো. বাচ্চু (২৫)। পুলিশ জানায়, ট্রাকচালক মো. আরাফাতের গ্রামের বাড়ি চট্টগ্রামের অক্সিজেন এলাকায়, থাকেন চকরিয়ায়, পাথর ব্যবসায়ী মো. জহিরুলের বাড়ি লালমনিরহাট জেলায়। হেলপার মো. বাচ্চুর গ্রামের বাড়ি খাগড়াছড়ির রামগড় উপজেলায়। নদীতে ডুবে গেলে ট্রাকে থাকা ৩ জনের মৃতদেহ উদ্ধার করে স্থানীয় জনগণ, পুলিশ, ফায়ার সার্ভিস দল ও সেনাবাহিনী কর্মীরা।

ঘটনার পরপরই রাঙ্গামাটি সেনা রিজিয়নের রিজিয়ন কমান্ডার, রাঙ্গামাটির জেলা প্রশাসক, সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী, অতিরিক্ত পুলিশ সুপার, সদর উপজেলার ইউএনও, কোতয়ালি থানার ওসিসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে ছুঁটে যান।

স্থানীয়রা জানান, চট্টগ্রামের মাঝিরঘাট থেকে পাথরবোঝাই করে খাগড়াছড়ি মহালছড়ি যাওয়ার পথে রাঙ্গামাটির কুতুকছড়ি বেইলি ব্রিজের উপর উঠলে ওভারলোড ট্রাকটির চাপে ব্রিজ ভেঙে সম্পূর্ণ ট্রাকটি পানিতে ডুবে যায়। এ সময় ট্রাকের ভেতরে থাকা তিনজনই ভেতরেই মারা যান।

কুতুবছড়ি বাজারের ব্যবসায়ী সুমন বলেন, ভোরে বিকট শব্দ শুনে বাজারের সবাই দৌড়ে গিয়ে দেখি পাথরবোঝাই একটি ট্রাক খালে পড়ে গেছে। একটু পর সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা এসে উদ্ধার তৎপরতা শুরু করে। তিনটি লাশ উদ্ধার করতে দেখা যায়। রাঙ্গামাটি সদর উপজেলার কুতুকছড়ি ইউনিয়নের চেয়ারম্যান পদ্ম কুমার চাকমা জানিয়েছেন, ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযান চালাচ্ছে। তিন যুগেও হয়নি সংস্কারের কাজ, বেহাল দশা বেইলি ব্রিজের অনাকাক্সিক্ষত ঘটনা অত্যন্ত দুঃখজনক।