ভোগান্তির কারণ শব্দদূষণ

বাংলাদেশে বিশেষ করে রাজধানী ঢাকায় শব্দদূষণ এক নীরব ঘাতকে পরিণত হয়েছে। শব্দদূষণের বিরুদ্ধে আইন থাকলেও তার প্রয়োগ নেই। মানুষ যেমন আইন মানে না, পরিবেশ অধিদপ্তর তেমন আইনের প্রয়োগ ঘটায় না। গবেষণায় দেখা গেছে, আগামী পাঁচ বছরের মধ্যে ঢাকার মোট জনসংখ্যার তিন ভাগের এক ভাগ কানে কম শুনবে।

বিয়ে বা গায়ে হলুদের অনুষ্ঠানসহ নানা সামাজিক-রাজনৈতিক অনুষ্ঠানে উচ্চ শব্দে মাইকে গান বাজানো একটা স্বাভাবিক ঘটনায় পরিণত হয়েছে। আর রাজনৈতিক দলগুলো তাদের নেতার জন্মদিন, মৃত্যুবার্ষিকী বা বিশেষ দিবসগুলোতে সারাদিন-রাত ধরে উচ্চশব্দে মাইক বাজালেও কেউ তার প্রতিবাদ করার সাহস পান না। উচ্চ শব্দের কারণে কারো কোনো অসুবিধা হচ্ছে কিনা সেটা নিয়ে সংশ্লিষ্টরা চরম উদাসিনাত দেখাচ্ছেন।

শীতকাল এলেই এলাকায় এলাকায় ওয়াজ মাহফিল, কোথাও আবার কীর্তন চলে। এবং এসব আয়োজনে একাধিক মাইক বাজানো হয়। ফলে শব্দ দূষণ ভয়াবহ আকার ধারণ করে। অনেকে রাতে ঘুমাতে পারেন না। শিক্ষার্থী, অসুস্থ মানুষের কষ্ট আরও বেশী । কেউ মারা গেলে আশেপাশে উচ্চ শব্দে গান বাজালে সেই পরিবারের মানসিক যন্ত্রণা বাড়ে। সবার এ বিষয়ে সচেতন হওয়া উচিত।

সুকান্ত দাস

বুধবার, ১৩ জানুয়ারী ২০২১ , ২৯ পৌষ ১৪২৭, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪২

ভোগান্তির কারণ শব্দদূষণ

বাংলাদেশে বিশেষ করে রাজধানী ঢাকায় শব্দদূষণ এক নীরব ঘাতকে পরিণত হয়েছে। শব্দদূষণের বিরুদ্ধে আইন থাকলেও তার প্রয়োগ নেই। মানুষ যেমন আইন মানে না, পরিবেশ অধিদপ্তর তেমন আইনের প্রয়োগ ঘটায় না। গবেষণায় দেখা গেছে, আগামী পাঁচ বছরের মধ্যে ঢাকার মোট জনসংখ্যার তিন ভাগের এক ভাগ কানে কম শুনবে।

বিয়ে বা গায়ে হলুদের অনুষ্ঠানসহ নানা সামাজিক-রাজনৈতিক অনুষ্ঠানে উচ্চ শব্দে মাইকে গান বাজানো একটা স্বাভাবিক ঘটনায় পরিণত হয়েছে। আর রাজনৈতিক দলগুলো তাদের নেতার জন্মদিন, মৃত্যুবার্ষিকী বা বিশেষ দিবসগুলোতে সারাদিন-রাত ধরে উচ্চশব্দে মাইক বাজালেও কেউ তার প্রতিবাদ করার সাহস পান না। উচ্চ শব্দের কারণে কারো কোনো অসুবিধা হচ্ছে কিনা সেটা নিয়ে সংশ্লিষ্টরা চরম উদাসিনাত দেখাচ্ছেন।

শীতকাল এলেই এলাকায় এলাকায় ওয়াজ মাহফিল, কোথাও আবার কীর্তন চলে। এবং এসব আয়োজনে একাধিক মাইক বাজানো হয়। ফলে শব্দ দূষণ ভয়াবহ আকার ধারণ করে। অনেকে রাতে ঘুমাতে পারেন না। শিক্ষার্থী, অসুস্থ মানুষের কষ্ট আরও বেশী । কেউ মারা গেলে আশেপাশে উচ্চ শব্দে গান বাজালে সেই পরিবারের মানসিক যন্ত্রণা বাড়ে। সবার এ বিষয়ে সচেতন হওয়া উচিত।

সুকান্ত দাস