বিধবার বাড়িঘরে হামলা-ভাংচুর ও সম্পত্তি দখল চেষ্টার অভিযোগ

প্রাণনাশ ও এলাকাছাড়া করার হুমকি

কুমিল্লায় এক বিধবার বাড়িঘর ও সম্পত্তি জোরপূর্বক দখলের অপচেষ্টায় হামলা চালিয়ে ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে। সন্ত্রাসীরা ওই পরিবারের সদস্যদের প্রাণনাশ ও এলাকাছাড়া করার হুমকি অব্যাহত রেখেছে। এ ব্যাপারে পুলিশ সুপারের কাছে অভিযোগ দাখিল করা হয়েছে। গতকাল দুপুরে কুমিল্লা নগরীতে সংবাদ সম্মেলন করে সাংবাদিকদের কাছে এসব অভিযোগ করেন জেলার দেবিদ্বার উপজেলার পৌর এলাকার দেবিদ্বার গ্রামের মৃত রফিকুল ইসলামের স্ত্রী ও চার সন্তানের মা রফেজা বেগম। সংবাদ সম্মেলনে রফেজা বেগম অভিযোগ করে বলেন, তাদের মালিকানা সম্পত্তিতে একাধিক টিনশেড পাকা বাড়ি (হোল্ডিং নং-৭৯০/১) নির্মাণ করে তারা দীর্ঘ বছর ধরে বসবাস করে আসছেন। তার স্বামীর মৃত্যুর পর স্থানীয় এএসএম সায়েম ওরফে বিল্লাল তার (বিধবা) ওই সম্পত্তি জোরপূর্বক দখলের অপচেষ্টাসহ তাদের উচ্ছেদের ষড়যন্ত্র করে আসছে। অভিযোগে বলা হয়, গত বছরের ২৫ ডিসেম্বর বিল্লাল ভাড়াটে লোকজন দিয়ে তার বাড়িতে আক্রমণের চেষ্টা করে। এতে স্থানীয় লোকজনের বাধার মুখে তারা চলে যায়। এ ব্যাপারে ওই বিধবা তার সম্পত্তি রক্ষার জন্য বিল্লালকে বিবাদী করে ৩০ ডিসেম্বর কুমিল্লার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন।

বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী ২০২১ , ৩০ পৌষ ১৪২৭, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪২

কুমিল্লায়

বিধবার বাড়িঘরে হামলা-ভাংচুর ও সম্পত্তি দখল চেষ্টার অভিযোগ

প্রাণনাশ ও এলাকাছাড়া করার হুমকি

জেলা বার্তা পরিবেশক, কুমিল্লা

কুমিল্লায় এক বিধবার বাড়িঘর ও সম্পত্তি জোরপূর্বক দখলের অপচেষ্টায় হামলা চালিয়ে ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে। সন্ত্রাসীরা ওই পরিবারের সদস্যদের প্রাণনাশ ও এলাকাছাড়া করার হুমকি অব্যাহত রেখেছে। এ ব্যাপারে পুলিশ সুপারের কাছে অভিযোগ দাখিল করা হয়েছে। গতকাল দুপুরে কুমিল্লা নগরীতে সংবাদ সম্মেলন করে সাংবাদিকদের কাছে এসব অভিযোগ করেন জেলার দেবিদ্বার উপজেলার পৌর এলাকার দেবিদ্বার গ্রামের মৃত রফিকুল ইসলামের স্ত্রী ও চার সন্তানের মা রফেজা বেগম। সংবাদ সম্মেলনে রফেজা বেগম অভিযোগ করে বলেন, তাদের মালিকানা সম্পত্তিতে একাধিক টিনশেড পাকা বাড়ি (হোল্ডিং নং-৭৯০/১) নির্মাণ করে তারা দীর্ঘ বছর ধরে বসবাস করে আসছেন। তার স্বামীর মৃত্যুর পর স্থানীয় এএসএম সায়েম ওরফে বিল্লাল তার (বিধবা) ওই সম্পত্তি জোরপূর্বক দখলের অপচেষ্টাসহ তাদের উচ্ছেদের ষড়যন্ত্র করে আসছে। অভিযোগে বলা হয়, গত বছরের ২৫ ডিসেম্বর বিল্লাল ভাড়াটে লোকজন দিয়ে তার বাড়িতে আক্রমণের চেষ্টা করে। এতে স্থানীয় লোকজনের বাধার মুখে তারা চলে যায়। এ ব্যাপারে ওই বিধবা তার সম্পত্তি রক্ষার জন্য বিল্লালকে বিবাদী করে ৩০ ডিসেম্বর কুমিল্লার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন।