নিয়ামতপুরে ছায়াদানকারী বটগাছে পোকার আক্রমণ

একটি বটগাছ। একটি মৃত্যু ফাঁদ। নিয়ামতপুর উপজেলার পাড়ইল ইউনিয়নের পৈলানপুর মোড়। রাজবাড়ী-খড়িবাড়ী পাকা রাস্তায় পৈলানপুর মোড়ে রাস্তার ধারে পোকা খাওয়া একটি বটগাছ কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। সেখানে রয়েছে একটি ছোট স্টল। গ্রামের সাধারণ মানুষ অবসর সময়ে সেই স্টলে বসে চা পান করেন আর সময় কাটান। পোকা খাওয়া ওই বটগাছটি ভেঙ্গে যে কোন মুহূর্তে ঘটতে পারে দুর্ঘটনা।

কথা হয় স্টলের মালিক পৈলানপুর গ্রামের আমেজ উদ্দিনের ছেলে মোজাম্মেল হক সন্টুর সাথে। তিনি বলেন, আমি ভয় নিয়ে স্টল চালাই। বটগাছটি ভেঙ্গে যে কোন মূহূর্তে বড় রকমের দুর্ঘটনা ঘটতে পারে। আমি প্রায় ৬ মাস আগে বটগাছটি অপসারণের জন্য উপজেলায় আবেদন দিয়েছি। তারা দেখেও গেছে। কিন্তু আজ পর্যন্ত কোন ব্যবস্থা গ্রহণ করে নাই। গাছটি পোকা খেয়ে দিন দিন আরও নষ্ট হয়ে যাচ্ছে। রাস্তার ধারে গাছটি থাকায় শুধু আমার স্টলে আসা মানুষের না রাস্তায় যাতায়াতের মানুষের বড় রকমের ক্ষতি হতে পারে। তাই আমি মিডিয়ার মাধ্যমে আবারও জোর দাবি জানাচ্ছি গাছটি অপসারণ করে দুর্ঘটনার হাত থেকে আমাদের মুক্তি দিন।

এ বিষয়ে উপজেলা প্রকৌশলী নূরে আলম সিদ্দিকী বলেন, আমার কাছে কোন আবেদন জমা পড়ে নাই। রাস্তা আমাদের হলেও রাস্তার পাশের গাছ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের মালিক উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনারের (ভূমি)।

image
আরও খবর
শীতজনিত রোগীর চাপ বাড়ছে জনবল সংকটে হিমশিম ডাক্তার
নবাবগঞ্জে নতুন করোনা শনাক্ত ২
নানা সংকটে রাখাইনদের ঐতিহ্যের তাঁতশিল্প বিপন্ন
পলাশবাড়ীতে নকল সার বীজ রাখায় জরিমানা
কলারোয়ায় জমি বিবাদ নিহত ১ : গ্রেফতার ৪
সিলেটে ট্রাকের ধাক্কায় দুই বাইক আরোহী নিহতে মামলা
বাগেরহাটে মুক্তিযোদ্ধাকে অপমান : ছেলেকে মারধর
কুষ্টিয়ায় আনুশকার হত্যাকারীর শাস্তি দাবিতে মানববন্ধন
তারাবোতে নির্বাচনী সংঘর্ষ : আহত ৬৫
কিশোরগঞ্জে সরে দাঁড়ালেন আ’লীগের বিদ্রোহী প্রার্থী
কোর্টচাঁদপুরে ৪ মেয়র প্রার্থী মাঠে
পীরগঞ্জে বাড়ি বাড়ি নারকেল গাছ পৌঁছে দিচ্ছেন নতুন মেয়র ইকরামুল
কেরানীগঞ্জে দুই যুবকের দেহ উদ্ধার
চট্টগ্রামে পুকুরে মিলল চালকের মরদেহ
চাঁদপুরে সাঁড়াশি অভিযানেও থামছে না মাদক বিকিকিনি
শরণখোলায় স্বপ্নের নীড় পাচ্ছে ২শ’ পরিবার

বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী ২০২১ , ৩০ পৌষ ১৪২৭, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪২

নিয়ামতপুরে ছায়াদানকারী বটগাছে পোকার আক্রমণ

প্রতিনিধি, নিয়ামতপুর (নওগাঁ)

image

একটি বটগাছ। একটি মৃত্যু ফাঁদ। নিয়ামতপুর উপজেলার পাড়ইল ইউনিয়নের পৈলানপুর মোড়। রাজবাড়ী-খড়িবাড়ী পাকা রাস্তায় পৈলানপুর মোড়ে রাস্তার ধারে পোকা খাওয়া একটি বটগাছ কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। সেখানে রয়েছে একটি ছোট স্টল। গ্রামের সাধারণ মানুষ অবসর সময়ে সেই স্টলে বসে চা পান করেন আর সময় কাটান। পোকা খাওয়া ওই বটগাছটি ভেঙ্গে যে কোন মুহূর্তে ঘটতে পারে দুর্ঘটনা।

কথা হয় স্টলের মালিক পৈলানপুর গ্রামের আমেজ উদ্দিনের ছেলে মোজাম্মেল হক সন্টুর সাথে। তিনি বলেন, আমি ভয় নিয়ে স্টল চালাই। বটগাছটি ভেঙ্গে যে কোন মূহূর্তে বড় রকমের দুর্ঘটনা ঘটতে পারে। আমি প্রায় ৬ মাস আগে বটগাছটি অপসারণের জন্য উপজেলায় আবেদন দিয়েছি। তারা দেখেও গেছে। কিন্তু আজ পর্যন্ত কোন ব্যবস্থা গ্রহণ করে নাই। গাছটি পোকা খেয়ে দিন দিন আরও নষ্ট হয়ে যাচ্ছে। রাস্তার ধারে গাছটি থাকায় শুধু আমার স্টলে আসা মানুষের না রাস্তায় যাতায়াতের মানুষের বড় রকমের ক্ষতি হতে পারে। তাই আমি মিডিয়ার মাধ্যমে আবারও জোর দাবি জানাচ্ছি গাছটি অপসারণ করে দুর্ঘটনার হাত থেকে আমাদের মুক্তি দিন।

এ বিষয়ে উপজেলা প্রকৌশলী নূরে আলম সিদ্দিকী বলেন, আমার কাছে কোন আবেদন জমা পড়ে নাই। রাস্তা আমাদের হলেও রাস্তার পাশের গাছ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের মালিক উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনারের (ভূমি)।