আজ সংগীতশিল্পী ধ্রুব গুহের জন্মদিন

বাংলা গানের একজন ব্যক্তিত্ববান কণ্ঠশিল্পী হিসেবে পরিচিত সঙ্গীতশিল্পী ধ্রুব গুহ। অল্প কিছু গানের মাধ্যমে তিনি ব্যাপক জনপ্রিয়তা পান। সঙ্গীত সংশ্লিষ্টরা তাকে শুধুই শিল্পী হিসেবে মূল্যায়ন করে না, মূল্যায়ন করে পরিপূর্ণ একটা প্রতিষ্ঠান হিসেবে। বর্তমান সময়ে বাংলা গানের পৃষ্ঠপোষকতায় ধ্রুব গুহর অবদান অপরিসীম। কিংবদন্তি থেকে তরুণ শিল্পী, অবহেলিত থেকে আড়ালের শিল্পী, মেধার খোঁজ পেলেই তিনি কাছে টেনে নেন সবাইকে। সম্প্রতি তার এক উদ্যোগ বেশ সাড়া ফেলেছে, ধ্রুব মিউজিক আমার গান।

আজ ১৪ জানুয়ারি এই গায়কের জন্মদিন। জন্মদিন উপলক্ষে ধ্রুব গুহ বলেন, ‘জন্মদিনে প্রথমেই স্মরণ করছি ঈশ্বরকে। তারপর আমার পরম শ্রদ্ধেয় বাবা-মাকে। কারণ, তাদের জন্যই এই সুন্দর পৃথিবীতে আমি আজকের ধ্রুব। তাদের প্রতি যেন আমার দায়িত্ব-কর্তব্য সব সময় পালন করতে পারি। এই আশীর্বাদই চাই সবার কাছে। আর আমি যেন এ দেশের গানপিয়াসী মানুষের জন্য আরও ভালো ভালো গান অনায়াসে করে যেতে পারি, এটাই আমার চাওয়া।’ উল্লেখ্য ‘শুধু তোমার জন্য’ এবং ‘যে পাখি ঘর বোঝে না’ এই দুই গান দিয়ে তারকাখ্যাতি পেয়ে ছিলেন সঙ্গীতশিল্পী ধ্রুব গুহ।

এর পর ‘আদরে রাখিও বন্ধু’, ‘একলা পাখি’, ‘তোমার ইচ্ছে হলে’ এবং ‘তোমার উঁকিঝুঁকি’ গানে সেই ধারাবাহিক কণ্ঠের জাদু, হৃদয়ে দাগ কাটা গল্প এবং দৃষ্টিনন্দন ভিডিওর মাধ্যমে শ্রোতা-দর্শকদের মনের ঘরে বিচরণ করে চলছেন এই কণ্ঠশিল্পী। শিগগিরই আরও একটি নতুন গান যুক্ত হচ্ছে তার সঙ্গীত ক্যারিয়ারে। গানের শিরোনাম ‘দাগা’। গানের ভিডিওতে বড় চমক থাকছে বলে জানিয়েছেন এই শিল্পী।

বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী ২০২১ , ৩০ পৌষ ১৪২৭, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪২

আজ সংগীতশিল্পী ধ্রুব গুহের জন্মদিন

বিনোদন প্রতিবেদক |

image

বাংলা গানের একজন ব্যক্তিত্ববান কণ্ঠশিল্পী হিসেবে পরিচিত সঙ্গীতশিল্পী ধ্রুব গুহ। অল্প কিছু গানের মাধ্যমে তিনি ব্যাপক জনপ্রিয়তা পান। সঙ্গীত সংশ্লিষ্টরা তাকে শুধুই শিল্পী হিসেবে মূল্যায়ন করে না, মূল্যায়ন করে পরিপূর্ণ একটা প্রতিষ্ঠান হিসেবে। বর্তমান সময়ে বাংলা গানের পৃষ্ঠপোষকতায় ধ্রুব গুহর অবদান অপরিসীম। কিংবদন্তি থেকে তরুণ শিল্পী, অবহেলিত থেকে আড়ালের শিল্পী, মেধার খোঁজ পেলেই তিনি কাছে টেনে নেন সবাইকে। সম্প্রতি তার এক উদ্যোগ বেশ সাড়া ফেলেছে, ধ্রুব মিউজিক আমার গান।

আজ ১৪ জানুয়ারি এই গায়কের জন্মদিন। জন্মদিন উপলক্ষে ধ্রুব গুহ বলেন, ‘জন্মদিনে প্রথমেই স্মরণ করছি ঈশ্বরকে। তারপর আমার পরম শ্রদ্ধেয় বাবা-মাকে। কারণ, তাদের জন্যই এই সুন্দর পৃথিবীতে আমি আজকের ধ্রুব। তাদের প্রতি যেন আমার দায়িত্ব-কর্তব্য সব সময় পালন করতে পারি। এই আশীর্বাদই চাই সবার কাছে। আর আমি যেন এ দেশের গানপিয়াসী মানুষের জন্য আরও ভালো ভালো গান অনায়াসে করে যেতে পারি, এটাই আমার চাওয়া।’ উল্লেখ্য ‘শুধু তোমার জন্য’ এবং ‘যে পাখি ঘর বোঝে না’ এই দুই গান দিয়ে তারকাখ্যাতি পেয়ে ছিলেন সঙ্গীতশিল্পী ধ্রুব গুহ।

এর পর ‘আদরে রাখিও বন্ধু’, ‘একলা পাখি’, ‘তোমার ইচ্ছে হলে’ এবং ‘তোমার উঁকিঝুঁকি’ গানে সেই ধারাবাহিক কণ্ঠের জাদু, হৃদয়ে দাগ কাটা গল্প এবং দৃষ্টিনন্দন ভিডিওর মাধ্যমে শ্রোতা-দর্শকদের মনের ঘরে বিচরণ করে চলছেন এই কণ্ঠশিল্পী। শিগগিরই আরও একটি নতুন গান যুক্ত হচ্ছে তার সঙ্গীত ক্যারিয়ারে। গানের শিরোনাম ‘দাগা’। গানের ভিডিওতে বড় চমক থাকছে বলে জানিয়েছেন এই শিল্পী।