ভিসা সেন্টারে এসি বিস্ফোরণ নিহত ১

রাজধানীর গুলশানে সংযুক্ত আরব আমিরাত ভিসা সেন্টারে এসি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গতকাল গুলশান-২ নম্বরের ৯৩ নম্বর রোডে ৬ নম্বর বাসার ১৪তলা ভবনের নিচতলায় এ ঘটনা ঘটে। এতে মো. আজিজুল হক নামে এক ব্যক্তি নিহত হয়েছে। তিনি আজিজ ট্রেড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড (এটেল) নামে একটি কোম্পানিতে সিনিয়র টেকনিশিয়ান হিসেবে কর্মরত ছিলেন। এ ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ৬ জন। তাদের ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের নাম জানা যায়নি।

ওই ভবনে নিরাপত্তার দায়িত্বে থাকা কন্সটেবল সাজ্জাদ বলেন, গতকাল দুপুর ১টার দিকে বিকট শব্দে কেপে ওঠে পুরো ভবন। কিছু বুঝে ওঠার আগেই দেখতে পাই, ভবনের নিচের দিকের কাচ ও সিলিং ভেঙে পড়ছে। তখন এখানে তেমন মানুষ ছিল না। আমরা যে ক’জন ছিলাম প্রাণ ভয়ে দৌড়ে নিরাপদ স্থানে অবস্থান নেই। পরে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট এসে উদ্ধার অভিযান পরিচালনা করে। চলাচলের জন্য বন্ধ করে দেয়া হয় সামনের সড়ক। এক পর্যায়ে ফায়ার সার্ভিসকে ভবন থেকে একজনের লাশ বের করে আনতে দেখা যায়।

ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার লিমা খানম জানান, অগ্নিকা-ের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। সেখানে তবে আগুন লাগেনি। এসি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদেরকে হাসপাতালে পাঠানো হয়েছে। পাশাপাশি আজিজুল হক নামে একজনের লাশ উদ্ধার করা হয়েছে। তিনি ভবনের ছাদে এসি মেরামতের কাজ করছিলেন। ধারণা করা হচ্ছে, এসির লাইনে গড়মিল থাকার কারণে নিচতলায় বিস্ফোরণ ঘটেছে। তবে, তদন্ত সাপেক্ষে বিস্ফোরণের সঠিক কারণ নিশ্চিতভাবে বলা যাবে।

গুলশান থানার ওসি আবুল হাসান বলেন, ১৪তলা ওই ভবনের নিচতলায় এসি বিস্ফোরণ হয়েছে। কয়েকজন আহত আছেন। ভবনটির এসি কন্ট্রোল রুম থেকে একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। গুলশান বিভাগের উপ-কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী বলেন, দুপুর ১টা ১০ মিনিটে বিকট শব্দে এসি বিস্ফোরণ ঘটে। এতে নিচতলার আশপাশের সবকিছু ভেঙে যায়। ঘটনার সময় ভিসা সেন্টারে লোকজন কাজ করছিলেন। বিস্ফোরণের পর তারা আতঙ্কে বেরিয়ে যান। বিস্ফোরণের উৎস নিশ্চিত হতে বোম্ব ডিস্পোজাল ইউনিটকে ডাকা হয়েছে বলেও জানান ডিসি।

আরও খবর
শেখ হাসিনার সভাস্থলে বোমা পুঁতে রাখার মামলা ২০ বছরেও নিষ্পত্তি হয়নি
বাংলাদেশের প্রশংসায় জিআইএসআইডি
পিকে হালদারের বান্ধবী অবন্তিকা গ্রেপ্তার
ফেব্রুয়ারিতে বাংলাদেশ স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশের স্তরে পৌঁছাবে অর্থমন্ত্রী
খালপাড়ে সব অবৈধ স্থাপনা সরিয়ে নেয়ার আহ্বান
সাবেক ছয় এমডিসহ ২২ জনকে কারাগারে প্রেরণ
বার্ড ফ্লু ঠেকাতে আগাম প্রস্তুতি
যাচাই-বাছাই বন্ধসহ ৭ দফা দাবিতে মুক্তিযোদ্ধাদের মিছিল
আ’লীগ প্রার্থী রেজাউলের সমর্থনে মতবিনিময়
বাগেরহাটে কিশোরী ধর্ষণ মামলায় ৪ জন গ্রেপ্তার
দ্রুত বিচার আইনে ন্যায় বিচার চান শিক্ষার্থীর মা
চাষি বাঁচাতে সবজির দাম নির্ধারণের চিন্তা
দুর্নীতি করতে ২ ডলারের টিকা ৫ ডলারে কেনা হচ্ছে মির্জা ফখরুল

বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী ২০২১ , ৩০ পৌষ ১৪২৭, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪২

গুলশানে

ভিসা সেন্টারে এসি বিস্ফোরণ নিহত ১

নিজস্ব বার্তা পরিবেশক |

রাজধানীর গুলশানে সংযুক্ত আরব আমিরাত ভিসা সেন্টারে এসি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গতকাল গুলশান-২ নম্বরের ৯৩ নম্বর রোডে ৬ নম্বর বাসার ১৪তলা ভবনের নিচতলায় এ ঘটনা ঘটে। এতে মো. আজিজুল হক নামে এক ব্যক্তি নিহত হয়েছে। তিনি আজিজ ট্রেড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড (এটেল) নামে একটি কোম্পানিতে সিনিয়র টেকনিশিয়ান হিসেবে কর্মরত ছিলেন। এ ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ৬ জন। তাদের ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের নাম জানা যায়নি।

ওই ভবনে নিরাপত্তার দায়িত্বে থাকা কন্সটেবল সাজ্জাদ বলেন, গতকাল দুপুর ১টার দিকে বিকট শব্দে কেপে ওঠে পুরো ভবন। কিছু বুঝে ওঠার আগেই দেখতে পাই, ভবনের নিচের দিকের কাচ ও সিলিং ভেঙে পড়ছে। তখন এখানে তেমন মানুষ ছিল না। আমরা যে ক’জন ছিলাম প্রাণ ভয়ে দৌড়ে নিরাপদ স্থানে অবস্থান নেই। পরে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট এসে উদ্ধার অভিযান পরিচালনা করে। চলাচলের জন্য বন্ধ করে দেয়া হয় সামনের সড়ক। এক পর্যায়ে ফায়ার সার্ভিসকে ভবন থেকে একজনের লাশ বের করে আনতে দেখা যায়।

ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার লিমা খানম জানান, অগ্নিকা-ের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। সেখানে তবে আগুন লাগেনি। এসি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদেরকে হাসপাতালে পাঠানো হয়েছে। পাশাপাশি আজিজুল হক নামে একজনের লাশ উদ্ধার করা হয়েছে। তিনি ভবনের ছাদে এসি মেরামতের কাজ করছিলেন। ধারণা করা হচ্ছে, এসির লাইনে গড়মিল থাকার কারণে নিচতলায় বিস্ফোরণ ঘটেছে। তবে, তদন্ত সাপেক্ষে বিস্ফোরণের সঠিক কারণ নিশ্চিতভাবে বলা যাবে।

গুলশান থানার ওসি আবুল হাসান বলেন, ১৪তলা ওই ভবনের নিচতলায় এসি বিস্ফোরণ হয়েছে। কয়েকজন আহত আছেন। ভবনটির এসি কন্ট্রোল রুম থেকে একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। গুলশান বিভাগের উপ-কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী বলেন, দুপুর ১টা ১০ মিনিটে বিকট শব্দে এসি বিস্ফোরণ ঘটে। এতে নিচতলার আশপাশের সবকিছু ভেঙে যায়। ঘটনার সময় ভিসা সেন্টারে লোকজন কাজ করছিলেন। বিস্ফোরণের পর তারা আতঙ্কে বেরিয়ে যান। বিস্ফোরণের উৎস নিশ্চিত হতে বোম্ব ডিস্পোজাল ইউনিটকে ডাকা হয়েছে বলেও জানান ডিসি।