নিরপেক্ষ নির্বাচন দাবিতে মানববন্ধন

আগামী ১৬ জানুয়ারি অনুষ্ঠিতব্য ময়মনসিংহের মুক্তাগাছা পৌরসভার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

গত বুধবার দুপুরে মুক্তিযোদ্ধা-জনতা মঞ্চের ব্যানারে মুক্তাগাছা প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচিত অনুষ্ঠিত হয়। সরকার দলীয় প্রার্থীর লোকজন দ্বারা অন্য প্রার্থীর লোকজনকে বাঁধা সৃষ্টি ও মারধরের অভিযোগে এনে সুষ্ঠু ভোট গ্রহণের জোর দাবি করা হয় মানববন্ধনে। মানববন্ধনে উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুল হাই আকন্দ, মোবাইল ফোন প্রতীকের স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তযোদ্ধা আবুল কাসেম, বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ আওয়ামী লীগ নেতা বছির উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মফিজুল ইসলাম খোকা, সাবেক ছাত্র নেতা আক্রাম হোসেন জনি প্রমুখ বক্তব্য রাখেন।

শুক্রবার, ১৫ জানুয়ারী ২০২১ , ১ মাঘ ১৪২৭, ১ জমাদিউস সানি ১৪৪২

নিরপেক্ষ নির্বাচন দাবিতে মানববন্ধন

প্রতিনিধি, মুক্তাগাছা (ময়মনসিংহ)

আগামী ১৬ জানুয়ারি অনুষ্ঠিতব্য ময়মনসিংহের মুক্তাগাছা পৌরসভার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

গত বুধবার দুপুরে মুক্তিযোদ্ধা-জনতা মঞ্চের ব্যানারে মুক্তাগাছা প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচিত অনুষ্ঠিত হয়। সরকার দলীয় প্রার্থীর লোকজন দ্বারা অন্য প্রার্থীর লোকজনকে বাঁধা সৃষ্টি ও মারধরের অভিযোগে এনে সুষ্ঠু ভোট গ্রহণের জোর দাবি করা হয় মানববন্ধনে। মানববন্ধনে উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুল হাই আকন্দ, মোবাইল ফোন প্রতীকের স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তযোদ্ধা আবুল কাসেম, বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ আওয়ামী লীগ নেতা বছির উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মফিজুল ইসলাম খোকা, সাবেক ছাত্র নেতা আক্রাম হোসেন জনি প্রমুখ বক্তব্য রাখেন।