একই পরিচালকের দুই নাটকে আজমেরী আশা

আজমেরী আশা, ২০১২ সালের ভিট তারকা রিয়েলিটি শোতে প্রথম রানার্সআপ হয়েছিলেন। গতকাল তিনি নাট্যনির্মাতা বর্ণনাথের পরিচালনায় ‘পাগল হমু ক্যামতে’ নাটকে অভিনয়ের মধ্য দিয়ে নতুন বছরের কাজ শুরু করেছেন। এই নাটকে তিনি অভিনয় করছেন ইমি চরিত্রে। একই পরিচালকের পরিচালনায় টানা তিন দিন তিনি দুটি নাটকের কাজ করবেন। আরেকটি নাটকের নাম ‘ছোট ভাইয়ের বউ’।

এই নাটকে তিনি অভিনয় করবেন পাখি চরিত্রে। দুটি নাটকই রচনা করেছেন রুবেল স্বাধীন বর্ণ। দুটি নাটকে কাজ করা প্রসঙ্গে আজমেরী আশা বলেন, ‘বর্ণনাথ দাদার নির্দেশনায় এবারই আমার প্রথম কাজ করা। দুটি নাটকের গল্প এবং আমার চরিত্র ভীষণ ভালো লেগেছে। এই দুটি নাটকে আমার সহশিল্পী হিসেবে আছেন মুকিত জাকারিয়া ভাই ও মারজুক রাসেল ভাই। দু’জনই আমাকে ভীষণ সহযোগিতা করছেন।’ বর্ণনাথ জানান, দুটি নাটক শিগগিরই দুটি ভিন্ন স্যাটেলাইট চ্যানেলে প্রচার হবে। এদিকে আশা আগামী ১৮ জানুয়ারি আরো একটি নাটকের কাজ শুরু করবেন।

শুক্রবার, ১৫ জানুয়ারী ২০২১ , ১ মাঘ ১৪২৭, ১ জমাদিউস সানি ১৪৪২

একই পরিচালকের দুই নাটকে আজমেরী আশা

বিনোদন প্রতিবেদক |

image

আজমেরী আশা, ২০১২ সালের ভিট তারকা রিয়েলিটি শোতে প্রথম রানার্সআপ হয়েছিলেন। গতকাল তিনি নাট্যনির্মাতা বর্ণনাথের পরিচালনায় ‘পাগল হমু ক্যামতে’ নাটকে অভিনয়ের মধ্য দিয়ে নতুন বছরের কাজ শুরু করেছেন। এই নাটকে তিনি অভিনয় করছেন ইমি চরিত্রে। একই পরিচালকের পরিচালনায় টানা তিন দিন তিনি দুটি নাটকের কাজ করবেন। আরেকটি নাটকের নাম ‘ছোট ভাইয়ের বউ’।

এই নাটকে তিনি অভিনয় করবেন পাখি চরিত্রে। দুটি নাটকই রচনা করেছেন রুবেল স্বাধীন বর্ণ। দুটি নাটকে কাজ করা প্রসঙ্গে আজমেরী আশা বলেন, ‘বর্ণনাথ দাদার নির্দেশনায় এবারই আমার প্রথম কাজ করা। দুটি নাটকের গল্প এবং আমার চরিত্র ভীষণ ভালো লেগেছে। এই দুটি নাটকে আমার সহশিল্পী হিসেবে আছেন মুকিত জাকারিয়া ভাই ও মারজুক রাসেল ভাই। দু’জনই আমাকে ভীষণ সহযোগিতা করছেন।’ বর্ণনাথ জানান, দুটি নাটক শিগগিরই দুটি ভিন্ন স্যাটেলাইট চ্যানেলে প্রচার হবে। এদিকে আশা আগামী ১৮ জানুয়ারি আরো একটি নাটকের কাজ শুরু করবেন।