শৈলকুপায় সহিংসতা প্রার্থীসহ ২ খুন

বিভিন্ন স্থানে সংঘর্ষ-হামলা

আগামীকাল অনুষ্ঠিয় দ্বিতীয় ধাপের পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে বেশ কয়েকটি পৌর এলাকায় সহিংস ঘটনা ঘটেছে। এরমধ্যে ঝিনাইদহের শৈলকুপা পৌর এলাকায় এক কাউন্সিলর প্রার্থীসহ দুই জন প্রাণ হারিয়েছেন। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় প্রতিপক্ষ প্রার্থীর সমর্থকরা সাবেক পৌর মেয়রকে প্রকাশ্যে জুতাপেটা করেছে। অন্যদিকে নরসিংদীর মনোহরদীর পৌরসভার এক কাউন্সিলর প্রার্থীর উঠান বৈঠকে হামলা করেছে প্রতিপক্ষের লোকজন। এছাড়া সিরাজগঞ্জ সদর পৌরসভা নির্বাচনী প্রচারণায় পাল্টাপাল্টি ও ভয়ভীতি ও হুমকির খবর পাওয়া গেছে। জেলা বার্তা পরিবেশক ও প্রতিনিধিদের পাঠানো খবরে এ তথ্য জানা গেছে।

ঝিনাইদহ : ঝিনাইদহের শৈলকুপায় নির্বাচনী সহিংসতায় দুই জন প্রাণ হারিয়েছে। আর মধ্যে এক জন কাউন্সিলর প্রার্থী। অপর জন কাউন্সিলর প্রার্থীর ছোট ভাই। কাউন্সিলর প্রার্থী শওকত হোসেনের ছোট ভাই আওয়ামী লীগ কর্মী লিয়াকত হোসেন বল্টুকে (৫০) কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। তিনি শৈলকুপা উপজেলার ষষ্টিবর গ্রামের মৃত মসলেম উদ্দীনের ছেলে। বর্তমান তারা কবিরপুরে বসবাস করছেন। স্থানীয় নুরজাহান ক্লিনিকের মালিক তারা।

পুলিশ জানায়, গত বুধবার রাতে কবিরপুর এলাকায় ভাইয়ের নির্বাচনী অফিসে বসে ছিলেন বল্টু। এ সময় ৮নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আলমগীর হোসেন বাবুর সমর্থক বাপ্পির নেতৃত্বে একদল লোক বল্টুকে কুপিয়ে জখম করে। তাকে দ্রুত কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে রাত সাড়ে ৯টার দিকে সে মারা যায়। জানা গেছে, এই নির্বাচনে শওকত হোসেন ও আলমগীর হোসেন বাবু প্রার্থী হিসেবে প্রচারাভিযান চালাচ্ছিলেন। তারা উভয় নৌকা প্রতীকের প্রার্থীর সমর্থক বলে জানা গেছে।

অন্যদিকে শৈলকুপায় কুমার নদী থেকে কাউন্সিলর প্রার্থী আলমগীর খান বাবুর (৬০) মরদেহ উদ্ধার করা হয়েছে। গত বুধবার রাত ১২টার দিকে কুমার নদের দেবতলার ঘাট থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। এ নিয়ে শৈলকুপা পৌরসভার ৮নং ওয়ার্ডে ৩ ঘণ্টার ব্যবধানে কাউন্সিলর প্রার্থীর ভাই আ’লীগ নেতা লিয়াকত হোসেন খুন ও অপর কাউন্সিলর প্রার্থী আলমগীর খানের মরদেহ নদী থেকে উদ্ধারের ঘটনা ঘটল।

কাউন্সিলর প্রার্থী বাবু পৌর এলাকার কবিরপুরের মৃত জালাল উদ্দিন খানের ছেলে। তিনি পাঞ্জাবি মার্কা নিয়ে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

শৈলকুপা থানার সেকেন্ড অফিসার এসআই আমিরুজ্জামান জানান, পৌর এলাকার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আলমগীর খান বাবুর মরদেহ কুমারনদী থেকে উদ্ধার করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্ত করে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে তিনি বলেন।

কাউন্সিলর প্রার্থী আলমগীর খান বাবুর মৃত্যুতে ১৬ জানুয়ারি নির্বাচনে ৮নং ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় জুতাপেটা করা হয়েছে সাবেক মেয়র নূরুল হক ভূইয়াকে। তিনি বর্তমান পৌর নির্বাচনের একজন প্রার্থী এবং উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য। নূরুল হক ভূঁইয়াও মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। নূরুল হক এর আগে আখাউড়া দক্ষিণ ইউনিয়ন পরিষদে তিনবার চেয়ারম্যান ও একবার আখাউড়া পৌরসভার মেয়র নির্বাচিত হন।

নূরুল হক ভূঁইয়া এই ঘটনার জন্যে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তাকজিল খলিফা কাজলের লোকজনকে দায়ী করেন। কেন্দ্র থেকে এই পৌরসভায় দলীয় প্রার্থীর নাম ঘোষণার ঘণ্টাখানেক পরই বুধবার রাত পৌনে ১০টার দিকে পৌর এলাকার সড়কবাজারে একটি চায়ের দোকানে তার ওপর এ হামলা হয়।

সেখানে চা পান করছিলেন তিনি। দলের মনোনয়ন প্রাপ্ত তাকজিল খলিফা কাজলের সমর্থকদের আনন্দ মিছিল থেকে এ হামলা চালানো হয় বলে অভিযোগ করেন তিনি। দেবগ্রাম ৮নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি কাদের মোল্লার ছেলে সোহাগ মোল্লাসহ আরও কয়েকজন মিছিল থেকে বেড়িয়ে সাইফুলের চায়ের দোকানে এসে কিছু বুঝে উঠার আগেই নূরুল হককে জুতাপেটা শুরু করে।

মেয়র প্রার্থী হওয়ায় সোহাগ এমনটি করেছেন বলে অভিযোগ করেন নূরুল হক। এ ঘটনায় রাতেই থানায় অভিযোগ দিয়েছেন তিনি।

সোহাগের বিরুদ্ধে ৪টি মামলা রয়েছে। সে মাদক ব্যবসায়ী বলেও জানান নূরুল হক। ঘটনার পরপরই আওয়ামী লীগ মনোনীত বর্তমান মেয়র তাকজিল খলিফার সঙ্গে সোহাগের ঘনিষ্ট ছবি ফেসবুকে ছড়িয়ে পড়ে। তবে তাকজিল খলিফা কাজল সাংবাদিকদের ঢাকায় আছেন জানিয়ে নূরুল হক ভূঁইয়াকে জুতাপেটা করার ঘটনা তিনি জানেন না বলে জানান। বলেন যদি এমন কিছু হয়ে থাকে তাহলে পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে।

যদি সে দলের কেউ হয়ে থাকে, তাহলে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে। এই ব্যাপারে আখাউড়া থানা পুলিশের ওসি রসুল আহমদ নিজামী বলেন, নূরুল হক ভূঁইয়ার অভিযোগটি আমরা পেয়েছি। এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। আগামী ১৪ ফেব্রুয়ারি আখাউড়া পৌরসভা নির্বাচনের ভোট গ্রহণ হবে।

নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, আখাউড়ায় পৌরসভা নির্বাচনে মেয়র পদে গত বুধবার পর্যন্ত আওয়ামী লীগ ও বিএনপির মোট ছয়জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এরমধ্যে আওয়ামী লীগেরই ৫ জন। তারা হলেন- বর্তমান মেয়র তাকজিল খলিফা, উপজেলা আওয়ামী লীগের সদস্য মোবারক হোসেন রতন, সাবেক পৌর চেয়ারম্যান নূরুল হক ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী ভূইয়া, আওয়ামী লীগ নেতা শফিকুল ইসলাম খান। আর বিএনপির সাবেক ওয়ার্ড কাউন্সিলর জয়নাল আবেদীন ওরফে আবদু মেয়র পদে মনোনয়নপত্র সংগ্রহ করেন। আগামী ১৪ ফেব্রুয়ারি আখাউড়া পৌরসভা নির্বাচন। ১৭ জানুয়ারি মনোনয়নপত্র জমা দেয়ার শেষ সময়। পৌরসভায় মোট ভোটার সংখ্যা ২৮ হাজার ৯১০ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১৪ হাজার ২৩১ জন ও নারী ১৪ হাজার ৬৭৯ জন।

নরসিংদী : মনোহরদী পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী মোহাম্মদ আমিনুর রশিদ সুজনের উঠান বৈঠকে কাউন্সিলরদের সমর্থন নিয়ে মতবিরোধকে কেন্দ্র করে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় আহত হয়েছে অন্তত ১২ জন। এছাড়া ৭/৮টি মোটরসাইকেলেও অগ্নিসংযোগ করা হয়। তবে আহতরা মেয়র আমিনুর রশিদ সুজনের সমর্থক বলে জানা গেছে। বুধবার রাত ১০টার দিকে মনোহরদী হিন্দু পাড়ায় এ ঘটনা ঘটে।

বৈঠক চলাকালে আওয়ামী লীগ সমর্থিত একটি পক্ষ তাদের মনোনীত ৪ জন কাউন্সিলর প্রার্থীকে সমর্থন দেয়ার জন্য পৌর মেয়র আমিনুর রশিদ সুজনের প্রতি আহ্বান জানান। এতে উভয় পক্ষের মধ্যে তুমুল হট্টগোলের এক পর্যায়ে মনোহরদী উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মু. ফজলুল হকের প্রাইভেটকারসহ ৭/৮টি মোটরসাইকেল ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মনোহরদী থানার ওসি মনিরুজ্জামান জানান, আওয়ামী লীগের মেয়র ও কাউন্সিলর সমর্থকদের মধ্যে এ ঘটনা ঘটে। তবে এখনও পর্যন্ত কোন পক্ষই থানায় মামলা করতে আসেনি। মামলা করলে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সিরাজগঞ্জ : সিরাজগঞ্জ সদর পৌরসভা নির্বাচন বানচাল করার জন্য আওয়ামী লীগ এবং বিএনপি পাল্টাপাল্টি সাংবাদিক সম্মেলন করে একে অন্যর প্রতি দোষারপ করছে। আওয়ামী লীগসহ দলীয় প্রার্থী বলেন আমাদের প্রার্থীর পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। বিজয় আমাদের সুনিশ্চিত। পরাজয় নিশ্চিত জেনেই বিএনপি এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতেই অপপ্রচার চালাচ্ছে।

অন্যদিকে বিএনপি দলীয় প্রার্থী বলেন, ভয়ভীতি ও চাপের পরেও মানুষ আমাদের দলীয় প্রার্থীর পক্ষে ভোট দিতে চায়। নির্বাচনে মেকানিজম না হলে এবং নিরপেক্ষ হলে আমরা বিপুল ভোটে জিতব। নির্বাচনের শেষ সময় পর্যন্ত আমরা মাঠে থাকব এবং নির্বাচন বর্জন করার প্রশ্নই উঠে না ।

আমরা যাতে নির্বাচন থেকে সরে যাই তার জন্য আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি এবং গ্রেপ্তার করা হচ্ছে। আওয়ামী সন্ত্রাসীরা বাড়ি বাড়ি গিয়ে আমাদের কর্মীদের হুমকি দিচ্ছে।

অন্যদিকে আওয়ামী লীগ বলেছে সংঘাতময় পরিবেশ সৃষ্টির জন্যই বিএনপি উস্কানিমূলক কর্মকা- চালাচ্ছে। আমাদের নির্বাচনী ক্যাম্প আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। কর্মীদের নানা ভয়ভীতি দেখানো হচ্ছে।

জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি কেএম হোসেন আলীর সভাপতিত্বে মভা বক্তব্য রাখেন, মেয়র প্রার্থী সৈয়দ আবদুর রউফ মুক্ত, সাধারণ সম্পাদক সামাদ তালুকদার, সহ-সভাপতি আবু ইউসুফ সূর্য্য, অ্যাড. বিমল কুমার দাশ ।

বিএনপির দুলাল উদ্দিনের সভাপতিত্বে সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন, সহ-সভাপতি আজিজুল রহমান দুলাল, দলীয় মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।

শুক্রবার, ১৫ জানুয়ারী ২০২১ , ১ মাঘ ১৪২৭, ১ জমাদিউস সানি ১৪৪২

দ্বিতীয় ধাপের পৌর নির্বাচন

শৈলকুপায় সহিংসতা প্রার্থীসহ ২ খুন

বিভিন্ন স্থানে সংঘর্ষ-হামলা

সংবাদ ডেস্ক |

আগামীকাল অনুষ্ঠিয় দ্বিতীয় ধাপের পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে বেশ কয়েকটি পৌর এলাকায় সহিংস ঘটনা ঘটেছে। এরমধ্যে ঝিনাইদহের শৈলকুপা পৌর এলাকায় এক কাউন্সিলর প্রার্থীসহ দুই জন প্রাণ হারিয়েছেন। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় প্রতিপক্ষ প্রার্থীর সমর্থকরা সাবেক পৌর মেয়রকে প্রকাশ্যে জুতাপেটা করেছে। অন্যদিকে নরসিংদীর মনোহরদীর পৌরসভার এক কাউন্সিলর প্রার্থীর উঠান বৈঠকে হামলা করেছে প্রতিপক্ষের লোকজন। এছাড়া সিরাজগঞ্জ সদর পৌরসভা নির্বাচনী প্রচারণায় পাল্টাপাল্টি ও ভয়ভীতি ও হুমকির খবর পাওয়া গেছে। জেলা বার্তা পরিবেশক ও প্রতিনিধিদের পাঠানো খবরে এ তথ্য জানা গেছে।

ঝিনাইদহ : ঝিনাইদহের শৈলকুপায় নির্বাচনী সহিংসতায় দুই জন প্রাণ হারিয়েছে। আর মধ্যে এক জন কাউন্সিলর প্রার্থী। অপর জন কাউন্সিলর প্রার্থীর ছোট ভাই। কাউন্সিলর প্রার্থী শওকত হোসেনের ছোট ভাই আওয়ামী লীগ কর্মী লিয়াকত হোসেন বল্টুকে (৫০) কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। তিনি শৈলকুপা উপজেলার ষষ্টিবর গ্রামের মৃত মসলেম উদ্দীনের ছেলে। বর্তমান তারা কবিরপুরে বসবাস করছেন। স্থানীয় নুরজাহান ক্লিনিকের মালিক তারা।

পুলিশ জানায়, গত বুধবার রাতে কবিরপুর এলাকায় ভাইয়ের নির্বাচনী অফিসে বসে ছিলেন বল্টু। এ সময় ৮নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আলমগীর হোসেন বাবুর সমর্থক বাপ্পির নেতৃত্বে একদল লোক বল্টুকে কুপিয়ে জখম করে। তাকে দ্রুত কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে রাত সাড়ে ৯টার দিকে সে মারা যায়। জানা গেছে, এই নির্বাচনে শওকত হোসেন ও আলমগীর হোসেন বাবু প্রার্থী হিসেবে প্রচারাভিযান চালাচ্ছিলেন। তারা উভয় নৌকা প্রতীকের প্রার্থীর সমর্থক বলে জানা গেছে।

অন্যদিকে শৈলকুপায় কুমার নদী থেকে কাউন্সিলর প্রার্থী আলমগীর খান বাবুর (৬০) মরদেহ উদ্ধার করা হয়েছে। গত বুধবার রাত ১২টার দিকে কুমার নদের দেবতলার ঘাট থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। এ নিয়ে শৈলকুপা পৌরসভার ৮নং ওয়ার্ডে ৩ ঘণ্টার ব্যবধানে কাউন্সিলর প্রার্থীর ভাই আ’লীগ নেতা লিয়াকত হোসেন খুন ও অপর কাউন্সিলর প্রার্থী আলমগীর খানের মরদেহ নদী থেকে উদ্ধারের ঘটনা ঘটল।

কাউন্সিলর প্রার্থী বাবু পৌর এলাকার কবিরপুরের মৃত জালাল উদ্দিন খানের ছেলে। তিনি পাঞ্জাবি মার্কা নিয়ে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

শৈলকুপা থানার সেকেন্ড অফিসার এসআই আমিরুজ্জামান জানান, পৌর এলাকার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আলমগীর খান বাবুর মরদেহ কুমারনদী থেকে উদ্ধার করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্ত করে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে তিনি বলেন।

কাউন্সিলর প্রার্থী আলমগীর খান বাবুর মৃত্যুতে ১৬ জানুয়ারি নির্বাচনে ৮নং ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় জুতাপেটা করা হয়েছে সাবেক মেয়র নূরুল হক ভূইয়াকে। তিনি বর্তমান পৌর নির্বাচনের একজন প্রার্থী এবং উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য। নূরুল হক ভূঁইয়াও মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। নূরুল হক এর আগে আখাউড়া দক্ষিণ ইউনিয়ন পরিষদে তিনবার চেয়ারম্যান ও একবার আখাউড়া পৌরসভার মেয়র নির্বাচিত হন।

নূরুল হক ভূঁইয়া এই ঘটনার জন্যে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তাকজিল খলিফা কাজলের লোকজনকে দায়ী করেন। কেন্দ্র থেকে এই পৌরসভায় দলীয় প্রার্থীর নাম ঘোষণার ঘণ্টাখানেক পরই বুধবার রাত পৌনে ১০টার দিকে পৌর এলাকার সড়কবাজারে একটি চায়ের দোকানে তার ওপর এ হামলা হয়।

সেখানে চা পান করছিলেন তিনি। দলের মনোনয়ন প্রাপ্ত তাকজিল খলিফা কাজলের সমর্থকদের আনন্দ মিছিল থেকে এ হামলা চালানো হয় বলে অভিযোগ করেন তিনি। দেবগ্রাম ৮নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি কাদের মোল্লার ছেলে সোহাগ মোল্লাসহ আরও কয়েকজন মিছিল থেকে বেড়িয়ে সাইফুলের চায়ের দোকানে এসে কিছু বুঝে উঠার আগেই নূরুল হককে জুতাপেটা শুরু করে।

মেয়র প্রার্থী হওয়ায় সোহাগ এমনটি করেছেন বলে অভিযোগ করেন নূরুল হক। এ ঘটনায় রাতেই থানায় অভিযোগ দিয়েছেন তিনি।

সোহাগের বিরুদ্ধে ৪টি মামলা রয়েছে। সে মাদক ব্যবসায়ী বলেও জানান নূরুল হক। ঘটনার পরপরই আওয়ামী লীগ মনোনীত বর্তমান মেয়র তাকজিল খলিফার সঙ্গে সোহাগের ঘনিষ্ট ছবি ফেসবুকে ছড়িয়ে পড়ে। তবে তাকজিল খলিফা কাজল সাংবাদিকদের ঢাকায় আছেন জানিয়ে নূরুল হক ভূঁইয়াকে জুতাপেটা করার ঘটনা তিনি জানেন না বলে জানান। বলেন যদি এমন কিছু হয়ে থাকে তাহলে পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে।

যদি সে দলের কেউ হয়ে থাকে, তাহলে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে। এই ব্যাপারে আখাউড়া থানা পুলিশের ওসি রসুল আহমদ নিজামী বলেন, নূরুল হক ভূঁইয়ার অভিযোগটি আমরা পেয়েছি। এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। আগামী ১৪ ফেব্রুয়ারি আখাউড়া পৌরসভা নির্বাচনের ভোট গ্রহণ হবে।

নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, আখাউড়ায় পৌরসভা নির্বাচনে মেয়র পদে গত বুধবার পর্যন্ত আওয়ামী লীগ ও বিএনপির মোট ছয়জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এরমধ্যে আওয়ামী লীগেরই ৫ জন। তারা হলেন- বর্তমান মেয়র তাকজিল খলিফা, উপজেলা আওয়ামী লীগের সদস্য মোবারক হোসেন রতন, সাবেক পৌর চেয়ারম্যান নূরুল হক ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী ভূইয়া, আওয়ামী লীগ নেতা শফিকুল ইসলাম খান। আর বিএনপির সাবেক ওয়ার্ড কাউন্সিলর জয়নাল আবেদীন ওরফে আবদু মেয়র পদে মনোনয়নপত্র সংগ্রহ করেন। আগামী ১৪ ফেব্রুয়ারি আখাউড়া পৌরসভা নির্বাচন। ১৭ জানুয়ারি মনোনয়নপত্র জমা দেয়ার শেষ সময়। পৌরসভায় মোট ভোটার সংখ্যা ২৮ হাজার ৯১০ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১৪ হাজার ২৩১ জন ও নারী ১৪ হাজার ৬৭৯ জন।

নরসিংদী : মনোহরদী পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী মোহাম্মদ আমিনুর রশিদ সুজনের উঠান বৈঠকে কাউন্সিলরদের সমর্থন নিয়ে মতবিরোধকে কেন্দ্র করে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় আহত হয়েছে অন্তত ১২ জন। এছাড়া ৭/৮টি মোটরসাইকেলেও অগ্নিসংযোগ করা হয়। তবে আহতরা মেয়র আমিনুর রশিদ সুজনের সমর্থক বলে জানা গেছে। বুধবার রাত ১০টার দিকে মনোহরদী হিন্দু পাড়ায় এ ঘটনা ঘটে।

বৈঠক চলাকালে আওয়ামী লীগ সমর্থিত একটি পক্ষ তাদের মনোনীত ৪ জন কাউন্সিলর প্রার্থীকে সমর্থন দেয়ার জন্য পৌর মেয়র আমিনুর রশিদ সুজনের প্রতি আহ্বান জানান। এতে উভয় পক্ষের মধ্যে তুমুল হট্টগোলের এক পর্যায়ে মনোহরদী উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মু. ফজলুল হকের প্রাইভেটকারসহ ৭/৮টি মোটরসাইকেল ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মনোহরদী থানার ওসি মনিরুজ্জামান জানান, আওয়ামী লীগের মেয়র ও কাউন্সিলর সমর্থকদের মধ্যে এ ঘটনা ঘটে। তবে এখনও পর্যন্ত কোন পক্ষই থানায় মামলা করতে আসেনি। মামলা করলে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সিরাজগঞ্জ : সিরাজগঞ্জ সদর পৌরসভা নির্বাচন বানচাল করার জন্য আওয়ামী লীগ এবং বিএনপি পাল্টাপাল্টি সাংবাদিক সম্মেলন করে একে অন্যর প্রতি দোষারপ করছে। আওয়ামী লীগসহ দলীয় প্রার্থী বলেন আমাদের প্রার্থীর পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। বিজয় আমাদের সুনিশ্চিত। পরাজয় নিশ্চিত জেনেই বিএনপি এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতেই অপপ্রচার চালাচ্ছে।

অন্যদিকে বিএনপি দলীয় প্রার্থী বলেন, ভয়ভীতি ও চাপের পরেও মানুষ আমাদের দলীয় প্রার্থীর পক্ষে ভোট দিতে চায়। নির্বাচনে মেকানিজম না হলে এবং নিরপেক্ষ হলে আমরা বিপুল ভোটে জিতব। নির্বাচনের শেষ সময় পর্যন্ত আমরা মাঠে থাকব এবং নির্বাচন বর্জন করার প্রশ্নই উঠে না ।

আমরা যাতে নির্বাচন থেকে সরে যাই তার জন্য আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি এবং গ্রেপ্তার করা হচ্ছে। আওয়ামী সন্ত্রাসীরা বাড়ি বাড়ি গিয়ে আমাদের কর্মীদের হুমকি দিচ্ছে।

অন্যদিকে আওয়ামী লীগ বলেছে সংঘাতময় পরিবেশ সৃষ্টির জন্যই বিএনপি উস্কানিমূলক কর্মকা- চালাচ্ছে। আমাদের নির্বাচনী ক্যাম্প আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। কর্মীদের নানা ভয়ভীতি দেখানো হচ্ছে।

জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি কেএম হোসেন আলীর সভাপতিত্বে মভা বক্তব্য রাখেন, মেয়র প্রার্থী সৈয়দ আবদুর রউফ মুক্ত, সাধারণ সম্পাদক সামাদ তালুকদার, সহ-সভাপতি আবু ইউসুফ সূর্য্য, অ্যাড. বিমল কুমার দাশ ।

বিএনপির দুলাল উদ্দিনের সভাপতিত্বে সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন, সহ-সভাপতি আজিজুল রহমান দুলাল, দলীয় মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।