সেতুর গার্ডারে ফাটল চরম জনদুর্ভোগ

ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের আমিনবাজার সালেহপুর সেতুর নিচে এক পাশের গার্ডারে ফাটল সৃষ্টি হয়েছে। তাই সেতুটি সংস্কারের জন্য সড়কের এক লেইন বন্ধ করে দিয়েছে সড়ক ও জনপদ বিভাগ (সওজ)। এর ফলে গতকাল মহাসড়কে সৃষ্টি হয়েছে প্রচণ্ড যানজট। এতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে ঢাকা-আরিচা মহাসড়কের যাত্রীদের।

সওজ’র সূত্র জানায়, দুইদিন আগে সেতুর নিচে ৮টি বিমের মধ্যে চারটিতে ব্যাপক ফাটল দেখা দেয়। বিষয়টি নজরে আসার পর গণবিজ্ঞপ্তি প্রকাশ করে গতকাল সকাল ৬টা থেকে এক লেইন বন্ধ করে (সাভার থেকে ঢাকাগামী) সংস্কারের কাজ শুরু করে ঢাকা সড়ক বিভাগ। এক লেইন দিয়ে যান চলাচলের কারণে মহাসড়কটিতে যানজটের সৃষ্টি হয়, এতে দুর্ভোগে পড়েন যাত্রীরা।

এ বিষয়ে সওজ’র ঢাকা সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ শামীম আল মামুন বলেন, ‘সালেপুরে দুই লেইনের দুটি সেতু রয়েছে। এর মধ্যে সড়কের পূর্বপাশের সেতুটির (সাভার থেকে ঢাকাগামী লেইন) এক পাশের গার্ডারে (ভিম) ফাটল দেখা দিয়েছে। ফাটল আমরা গত তিনদিন আগে দেখতে পাই। সেই সঙ্গে সেতুটির এক পাশে অনেকখানি দেবেও গেছে। যেকোন সময় সেতুটি ভেঙে পড়ে বড় ধরনের দুর্ঘটনার পাশাপাশি সাভার ও দেশের উত্তর-পশিচম অঞ্চলের সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যেতে পারে। বুধবার গণবিজ্ঞপ্তি দিয়ে আমরা কাজ শুরু করেছি। কাজ শেষ হতে সময় লাগবে দুই থেকে তিন সপ্তাহ। তবে আমরা যতদ্রুত সম্ভব কাজ শেষ করার চেষ্টা করছি।’

শুক্রবার, ১৫ জানুয়ারী ২০২১ , ১ মাঘ ১৪২৭, ১ জমাদিউস সানি ১৪৪২

সেতুর গার্ডারে ফাটল চরম জনদুর্ভোগ

নিজস্ব বার্তা পরিবেশক |

image

ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের আমিনবাজার সালেহপুর সেতুর নিচে এক পাশের গার্ডারে ফাটল সৃষ্টি হয়েছে। তাই সেতুটি সংস্কারের জন্য সড়কের এক লেইন বন্ধ করে দিয়েছে সড়ক ও জনপদ বিভাগ (সওজ)। এর ফলে গতকাল মহাসড়কে সৃষ্টি হয়েছে প্রচণ্ড যানজট। এতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে ঢাকা-আরিচা মহাসড়কের যাত্রীদের।

সওজ’র সূত্র জানায়, দুইদিন আগে সেতুর নিচে ৮টি বিমের মধ্যে চারটিতে ব্যাপক ফাটল দেখা দেয়। বিষয়টি নজরে আসার পর গণবিজ্ঞপ্তি প্রকাশ করে গতকাল সকাল ৬টা থেকে এক লেইন বন্ধ করে (সাভার থেকে ঢাকাগামী) সংস্কারের কাজ শুরু করে ঢাকা সড়ক বিভাগ। এক লেইন দিয়ে যান চলাচলের কারণে মহাসড়কটিতে যানজটের সৃষ্টি হয়, এতে দুর্ভোগে পড়েন যাত্রীরা।

এ বিষয়ে সওজ’র ঢাকা সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ শামীম আল মামুন বলেন, ‘সালেপুরে দুই লেইনের দুটি সেতু রয়েছে। এর মধ্যে সড়কের পূর্বপাশের সেতুটির (সাভার থেকে ঢাকাগামী লেইন) এক পাশের গার্ডারে (ভিম) ফাটল দেখা দিয়েছে। ফাটল আমরা গত তিনদিন আগে দেখতে পাই। সেই সঙ্গে সেতুটির এক পাশে অনেকখানি দেবেও গেছে। যেকোন সময় সেতুটি ভেঙে পড়ে বড় ধরনের দুর্ঘটনার পাশাপাশি সাভার ও দেশের উত্তর-পশিচম অঞ্চলের সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যেতে পারে। বুধবার গণবিজ্ঞপ্তি দিয়ে আমরা কাজ শুরু করেছি। কাজ শেষ হতে সময় লাগবে দুই থেকে তিন সপ্তাহ। তবে আমরা যতদ্রুত সম্ভব কাজ শেষ করার চেষ্টা করছি।’