করোনার উৎস খুঁজতে চীনে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

করোনাভাইরাসের উৎস অনুসন্ধানে চীনের উহান শহরে পৌঁছেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) একটি বিশেষজ্ঞ দল। ১০ সদস্যের বিজ্ঞানীদের নিয়ে গঠিত ওই দলটি উহানে পৌঁছেছে। এএফপি

চীনের অভিবাসন নীতি অনুযায়ী উহানের একটি হোটেলে দুই সপ্তাহের বাধ্যতামূলক কোয়ারেন্টিনে ওই বিশেষজ্ঞরা থাকবেন বলে জানান দলের প্রধান পিটার বেন এমবারেক। এমবারেক বলেন, ‘কোয়ারেন্টিন শেষে চীনের বিশেষজ্ঞদের সঙ্গে আমরা দেখা করব। এরপর বিভিন্ন জায়গা পরিদর্শনে যাব। কী হয়েছে তা পুরোপুরি বুঝতে অনেকটা পথ পাড়ি দিতে হতে পারে আমাদের।’ তিনি বলেন, ‘প্রাথমিক এই অনুসন্ধানের পরই আমরা করোনার উৎস বিষয়ে পরিষ্কার উত্তর পাব, তা মনে করি না। তবে উত্তর খোঁজার চেষ্টা আমাদের অব্যাহত থাকবে।’ চীনের পক্ষ থেকে বারবার বলা হয়, উহানে প্রথম করোনা শনাক্ত হওয়ার অর্থ এই নয় যে, ভাইরাসটির উৎসস্থল সেখানেই।

শুক্রবার, ১৫ জানুয়ারী ২০২১ , ১ মাঘ ১৪২৭, ১ জমাদিউস সানি ১৪৪২

করোনার উৎস খুঁজতে চীনে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

করোনাভাইরাসের উৎস অনুসন্ধানে চীনের উহান শহরে পৌঁছেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) একটি বিশেষজ্ঞ দল। ১০ সদস্যের বিজ্ঞানীদের নিয়ে গঠিত ওই দলটি উহানে পৌঁছেছে। এএফপি

চীনের অভিবাসন নীতি অনুযায়ী উহানের একটি হোটেলে দুই সপ্তাহের বাধ্যতামূলক কোয়ারেন্টিনে ওই বিশেষজ্ঞরা থাকবেন বলে জানান দলের প্রধান পিটার বেন এমবারেক। এমবারেক বলেন, ‘কোয়ারেন্টিন শেষে চীনের বিশেষজ্ঞদের সঙ্গে আমরা দেখা করব। এরপর বিভিন্ন জায়গা পরিদর্শনে যাব। কী হয়েছে তা পুরোপুরি বুঝতে অনেকটা পথ পাড়ি দিতে হতে পারে আমাদের।’ তিনি বলেন, ‘প্রাথমিক এই অনুসন্ধানের পরই আমরা করোনার উৎস বিষয়ে পরিষ্কার উত্তর পাব, তা মনে করি না। তবে উত্তর খোঁজার চেষ্টা আমাদের অব্যাহত থাকবে।’ চীনের পক্ষ থেকে বারবার বলা হয়, উহানে প্রথম করোনা শনাক্ত হওয়ার অর্থ এই নয় যে, ভাইরাসটির উৎসস্থল সেখানেই।