স্বাধীনতার ৫০ বছর পরও গণতন্ত্র ফিরিয়ে আনার আন্দোলন করতে হচ্ছে মির্জা ফখরুল

স্বাধীনতার ৫০ বছর পরও ভোটের অধিকার ও গণতন্ত্র ফিরিয়ে আনতে আন্দোলন করতে হচ্ছে এমন মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যে গণতন্ত্রকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সংহত-শক্তিশালী করতে চেয়েছিলেন, সেই গণতন্ত্রকে আমরা ফিরিয়ে আনতে চাই। সেজন্য এই নির্বাচনকে আমরা আন্দোলনের একটি অংশ হিসেবে নিয়েছি। তাই সত্যিকার অর্থেই গণতন্ত্রকে ফিরে পেতে এই নির্বাচনের মধ্য দিয়ে আমাদের ধানের শীষকে জয়ী করতে হবে।

গতকাল শহরের রামনগর মোড়ে ১নং ওয়ার্ড বিএনপি আয়োজিত আসন্ন ১৬ জানুয়ারি দিনাজপুর পৌরসভা নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত মেয়র প্রার্থী সৈয়দ জাহাঙ্গীর আলমের ধানের শীষ প্রতীকের প্রচারণা সভায় প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন, বিশ্বের বিভিন্ন দেশে করোনার ভ্যাকসিন দেয়া শুরু হলেও আমাদের দেশে এখনও আসেনি, বলা হচ্ছে ভারত থেকে আনা হবে। কিনতে হবে বেশি দামে। অর্থাৎ এটা নিয়েও ব্যবসা, তাও আবার আওয়ামী লীগের লোকেরাই এই ব্যবসা করছে। বেক্সিমকো তাদেরই কোম্পানি। শুধু ভ্যাকসিন নয়, সব ক্ষেত্রে মেগা দুর্নীতি করছে আওয়ামী লীগ।

সভায় ১নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মো. আবেদ আলী’র সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ডা. জাহিদ হোসেন, মেয়র প্রার্থী সৈয়দ জাহাঙ্গীর আলম, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোফাজ্জল হোসেন দুলাল, খালেকুজ্জামান বাবু, হাসানুজ্জামান উজ্জ্বল, আখতারুজ্জামান জুয়েল প্রমুখ।

সভায় বিপুল সংখ্যক নেতাদের উপস্থিতিতে দিনাজপুর পৌরসভা নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী সৈয়দ জাহাঙ্গীর আলমের হাতে ধানের শীষ প্রতীক তুলে দিয়ে তাকে নির্বাচিত করার আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম।

আরও খবর
ভাতার টাকা সরাসরি উপকারভোগীদের মোবাইলে পাঠানো হবে : প্রধানমন্ত্রী
৬৫ হাজার প্রাথমিক বিদ্যালয়ে যাচ্ছে বঙ্গবন্ধু কর্নারের বই
সারাদেশে ভেটেরিনারি সার্জন ও টিকার অভাব
আগামী বছর ডিসেম্বরের মধ্যে ঢাকা-কক্সবাজার ট্রেন চালু হবে : রেলমন্ত্রী
রং-বেরঙের ঘুড়িতে বর্ণিল হয়ে উঠে ঢাকার আকাশ
জয়পুরহাটে কিশোরী ধর্ষণ মামলায় ৪০ বছর জেল
মামলা দ্রুত বিচার আদালতে নেয়ার দাবি
পিকে হালদারের ৬২ সহযোগীর খোঁজ পেয়েছে দুদক
প্রতি ওয়ার্ডে কর্মসংস্থান সৃষ্টি করব : রেজাউল
অগ্রাধিকার পাবে জলাবদ্ধতা নিরসন শাহাদাত
সন্ত্রাস রুখতে গাবের লাঠি আর ঝাড়ু প্রস্তুত রেখেছে কাদের মির্জার সমর্থকরা
রোহিঙ্গা শিবিরে আগুন : ৫ শতাধিক ঘর পুড়ে ছাই

শুক্রবার, ১৫ জানুয়ারী ২০২১ , ১ মাঘ ১৪২৭, ১ জমাদিউস সানি ১৪৪২

স্বাধীনতার ৫০ বছর পরও গণতন্ত্র ফিরিয়ে আনার আন্দোলন করতে হচ্ছে মির্জা ফখরুল

জেলা বার্তা পরিবেশক, দিনাজপুর

স্বাধীনতার ৫০ বছর পরও ভোটের অধিকার ও গণতন্ত্র ফিরিয়ে আনতে আন্দোলন করতে হচ্ছে এমন মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যে গণতন্ত্রকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সংহত-শক্তিশালী করতে চেয়েছিলেন, সেই গণতন্ত্রকে আমরা ফিরিয়ে আনতে চাই। সেজন্য এই নির্বাচনকে আমরা আন্দোলনের একটি অংশ হিসেবে নিয়েছি। তাই সত্যিকার অর্থেই গণতন্ত্রকে ফিরে পেতে এই নির্বাচনের মধ্য দিয়ে আমাদের ধানের শীষকে জয়ী করতে হবে।

গতকাল শহরের রামনগর মোড়ে ১নং ওয়ার্ড বিএনপি আয়োজিত আসন্ন ১৬ জানুয়ারি দিনাজপুর পৌরসভা নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত মেয়র প্রার্থী সৈয়দ জাহাঙ্গীর আলমের ধানের শীষ প্রতীকের প্রচারণা সভায় প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন, বিশ্বের বিভিন্ন দেশে করোনার ভ্যাকসিন দেয়া শুরু হলেও আমাদের দেশে এখনও আসেনি, বলা হচ্ছে ভারত থেকে আনা হবে। কিনতে হবে বেশি দামে। অর্থাৎ এটা নিয়েও ব্যবসা, তাও আবার আওয়ামী লীগের লোকেরাই এই ব্যবসা করছে। বেক্সিমকো তাদেরই কোম্পানি। শুধু ভ্যাকসিন নয়, সব ক্ষেত্রে মেগা দুর্নীতি করছে আওয়ামী লীগ।

সভায় ১নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মো. আবেদ আলী’র সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ডা. জাহিদ হোসেন, মেয়র প্রার্থী সৈয়দ জাহাঙ্গীর আলম, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোফাজ্জল হোসেন দুলাল, খালেকুজ্জামান বাবু, হাসানুজ্জামান উজ্জ্বল, আখতারুজ্জামান জুয়েল প্রমুখ।

সভায় বিপুল সংখ্যক নেতাদের উপস্থিতিতে দিনাজপুর পৌরসভা নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী সৈয়দ জাহাঙ্গীর আলমের হাতে ধানের শীষ প্রতীক তুলে দিয়ে তাকে নির্বাচিত করার আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম।