বার্জারের কাছে জমি হস্তান্তর করল বেজা

যুক্তরাজ্যভিত্তিক বিশ্বের অন্যতম রঙ নির্মাতা প্রতিষ্ঠান বার্জার বাংলাদেশ লিমিটেডের কাছে ৩০ একর জমি হস্তান্তর করেছে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)। গতকাল চট্টগ্রামের বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে এক অনুষ্ঠানের মাধ্যমে জমি হস্তান্তর করা হয়।

বেজা সূত্র জানিয়েছে, বঙ্গবন্ধু শিল্পনগরে (মিরসরাই, ফেনী ও সীতাকুন্ড অর্থনৈতিক অঞ্চল) বার্জার বাংলাদেশ তাদের তৃতীয় ফ্যাক্টরি স্থাপন করতে যাচ্ছে। এ কারখানা স্থাপনে তারা ২০০ থেকে ২৫০ কোটি টাকা খরচ করবে, এর নির্মাণ কাজ শেষ হতে ৫ বছর লাগতে পারে। প্রায় ২০০ বছরের রঙ নির্মাণের অভিজ্ঞতা রয়েছে বার্জারের। তারা বাংলাদেশে প্রথম কারখানা স্থাপন করে ১৯৭০ সালে চট্টগ্রামের কালুরঘাটে। পরবর্তীতে ১৯৯৯ সালে ঢাকার সাভারে বার্জার আরেকটি কারখানা স্থাপন করে।

বেজা জানিয়েছে, বার্জারের এ সার্বিক কর্মকান্ডে প্রায় ৩০০ থেকে ৪০০ লোকের কর্মসংস্থান হবে, যা ভবিষ্যতে আরও বৃদ্ধি পাবে। বরাদ্দকৃত জমিতে প্রশাসনিক ভবন, ওয়্যারহাউস, লজিস্টিক এলাকা, বর্জ্য ব্যবস্থাপনা, পানি শোধনাগার ও সড়কসহ অন্যান্য প্রয়োজনীয় স্থাপনা গড়ে তোলা হবে। বাকি জমিতে ডরমেটরি, স্বাস্থ্যসেবা, প্রশিক্ষণ কেন্দ্র এবং সবুজায়ন করা হবে। পরিবেশের ওপর যাতে কোন ক্ষতিকর প্রভাব না পরে তার জন্য পরিবেশ বান্ধব প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি ‘পরিবেশ ব্যবস্থাপনা পরিকল্পনা’ গ্রহণ করা হবে। বেজা চট্টগ্রামের মিরসরাই ও ফেনী জেলার সোনাগাজী উপজেলায় প্রায় ৩০ হাজার একর জমির ওপর একটি পূর্ণাঙ্গ শিল্প শহর গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে, যার নামকরণ করা হয়েছে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগর’। শিল্প নগরটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক হতে মাত্র ১০ কিলোমিটার ও বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম হতে মাত্র ৬৫ কিলোমিটার দূরে অবস্থিত। এ শিল্প নগরে বিশ্বমানের সব সুবিধা থাকবে যেমন বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, সমুদ্র বন্দর, কেন্দ্রীয় বর্জ্য ব্যবস্থাপনা/পানি শোধনাগার, আবাসিক এলাকা, বাণিজ্যিক এলাকা, বিশ্ববিদ্যালয় ও হাসপাতাল ইত্যাদি। এ লক্ষ্যে বেজা সরকারের সংশ্লিষ্ট বিভাগের সহযোগিতায় সংযোগ সড়ক, ভূমি উন্নয়ন এবং প্রতিরক্ষা বাঁধ, ব্রিজ নির্মাণ, গ্যাস সংযোগ লাইন স্থাপন করছে।

শনিবার, ১৬ জানুয়ারী ২০২১ , ২ মাঘ ১৪২৭, ২ জমাদিউস সানি ১৪৪২

বার্জারের কাছে জমি হস্তান্তর করল বেজা

অর্থনৈতিক বার্তা পরিবেশক

যুক্তরাজ্যভিত্তিক বিশ্বের অন্যতম রঙ নির্মাতা প্রতিষ্ঠান বার্জার বাংলাদেশ লিমিটেডের কাছে ৩০ একর জমি হস্তান্তর করেছে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)। গতকাল চট্টগ্রামের বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে এক অনুষ্ঠানের মাধ্যমে জমি হস্তান্তর করা হয়।

বেজা সূত্র জানিয়েছে, বঙ্গবন্ধু শিল্পনগরে (মিরসরাই, ফেনী ও সীতাকুন্ড অর্থনৈতিক অঞ্চল) বার্জার বাংলাদেশ তাদের তৃতীয় ফ্যাক্টরি স্থাপন করতে যাচ্ছে। এ কারখানা স্থাপনে তারা ২০০ থেকে ২৫০ কোটি টাকা খরচ করবে, এর নির্মাণ কাজ শেষ হতে ৫ বছর লাগতে পারে। প্রায় ২০০ বছরের রঙ নির্মাণের অভিজ্ঞতা রয়েছে বার্জারের। তারা বাংলাদেশে প্রথম কারখানা স্থাপন করে ১৯৭০ সালে চট্টগ্রামের কালুরঘাটে। পরবর্তীতে ১৯৯৯ সালে ঢাকার সাভারে বার্জার আরেকটি কারখানা স্থাপন করে।

বেজা জানিয়েছে, বার্জারের এ সার্বিক কর্মকান্ডে প্রায় ৩০০ থেকে ৪০০ লোকের কর্মসংস্থান হবে, যা ভবিষ্যতে আরও বৃদ্ধি পাবে। বরাদ্দকৃত জমিতে প্রশাসনিক ভবন, ওয়্যারহাউস, লজিস্টিক এলাকা, বর্জ্য ব্যবস্থাপনা, পানি শোধনাগার ও সড়কসহ অন্যান্য প্রয়োজনীয় স্থাপনা গড়ে তোলা হবে। বাকি জমিতে ডরমেটরি, স্বাস্থ্যসেবা, প্রশিক্ষণ কেন্দ্র এবং সবুজায়ন করা হবে। পরিবেশের ওপর যাতে কোন ক্ষতিকর প্রভাব না পরে তার জন্য পরিবেশ বান্ধব প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি ‘পরিবেশ ব্যবস্থাপনা পরিকল্পনা’ গ্রহণ করা হবে। বেজা চট্টগ্রামের মিরসরাই ও ফেনী জেলার সোনাগাজী উপজেলায় প্রায় ৩০ হাজার একর জমির ওপর একটি পূর্ণাঙ্গ শিল্প শহর গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে, যার নামকরণ করা হয়েছে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগর’। শিল্প নগরটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক হতে মাত্র ১০ কিলোমিটার ও বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম হতে মাত্র ৬৫ কিলোমিটার দূরে অবস্থিত। এ শিল্প নগরে বিশ্বমানের সব সুবিধা থাকবে যেমন বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, সমুদ্র বন্দর, কেন্দ্রীয় বর্জ্য ব্যবস্থাপনা/পানি শোধনাগার, আবাসিক এলাকা, বাণিজ্যিক এলাকা, বিশ্ববিদ্যালয় ও হাসপাতাল ইত্যাদি। এ লক্ষ্যে বেজা সরকারের সংশ্লিষ্ট বিভাগের সহযোগিতায় সংযোগ সড়ক, ভূমি উন্নয়ন এবং প্রতিরক্ষা বাঁধ, ব্রিজ নির্মাণ, গ্যাস সংযোগ লাইন স্থাপন করছে।