সদরপুরে স্কুল-জনবসতির কাছে ইটভাটা : হুমকিতে জনস্বাস্থ্য

পরিবেশ অধিদফতরে নিয়ম নীতির তোয়াক্কা না করে সরকারি হাই স্কুলের পাশে, গ্রাম ঘেঁষে গড়ে তোলা হয়েছে আর এ এস ইটভাটা। যার কারণে ধুলো আর ধোঁয়ায় শিক্ষার্থী ও এলাকার মানুষের দম বন্ধ হয়ে যাচ্ছে। আক্রান্ত হচ্ছে শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগে।

জানা যায়, এমন অবস্থানের কারণে পরিবেশ অধিদফতর চলতি মৌসুমে ভাটাটির অনুমোদন স্থগিত করলেও ইট তৈরি বন্ধ হয়নি।

জানা গেছে, সদরপুর ও চরভদ্রাশন যাওয়ার প্রধান সড়কের পাশে ১৯৮৪ সালে দিকে বিশ্বজাকের মঞ্জিল নামে সরকারি হাইস্কুল স্থাপিত হয়। তারও আগে থেকেই এখানে স্থানীয়দের ব্যবসা প্রতিষ্ঠান ও বসবাস । বছর কয়েক আগে এখানে গড়ে তোলা হয়েছে আর এ এস্ নামের ইটভাটা।

ফরিদপুরের পরিবেশ অধিদফতর সূত্রে জানা যায়, সদরপুরে আর এ এস ব্রিক ফিল্ডটি হাইস্কুল ও জনবসতি এলাকায় হওয়ার কারণে পরিবেশ অধিদফতরের ছাড়পত্র ও লাইসেন্স ও ভাটা চালানোর অনুমোদন দেয়া হয়নি। আর চলতি মৌসুমে প্রয়োজনীয় কাগজপত্র না নিয়েই অবৈধভাবে ভাটা চালিয়ে যাচ্ছে।

এছাড়াও এই উপজেলায় টিটু মোল্যার ভাটা, ফকির ভাটাসহ (একটা অংশসহ) একাধিক ভাটা রয়েছে, এসব ভাটা চালানোর অনুমোদন না থাকলেও বিনা বাধায় ভাটা চালিয়ে যাচ্ছে।

কয়েকজন ভাটার মালিকের সাথে কথা বললে, তারা অনুমোদন আছে বলেই জানান। কিন্তু কাগজপত্র দেখাতে আগ্রহী না। তারা আরও বলেন, সংশ্লিষ্ট দফতরে গিয়ে জেনে আসেন। আসলে এসব ভাটার কোন অনুমোদন নেই বলেই জানা যায়।

পরিবেশ অধিদফতরের জেলা অফিসে ফোন দিলে, দফতরের একজন বলেন, এই মুহূর্তে জানাতে পারব না, ফাইল বের করে দেখে পরে জানিয়ে দেব। পরবর্তীতে একাধিকবার ফোন করে যোগাযোগ করা সম্ভব হয়নি। এ এস.ইট ভাটার মালিকদের একজন, সুশীল দাস জানান আমার ভাটার সমস্ত কাগজপত্র আপডেট করা আছে। আমরা প্রতিবছর মৌসুম শুরুর আগেই কাগজপত্র আপডেট করেই ভাটায় আগুন দিয়েছি।

স্কুলের সাথে এবং সরকারি খালে বাঁধ দিয়ে কীভাবে ভাটা চালাচ্ছেন এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, সরকারকে খাজনা, ট্যাক্স দিয়ে ভাটা চালাই।

image
আরও খবর
খুলনায় করোনা ভ্যাকসিনের প্রাথমিক চাহিদা ৯৭ হাজার
ঘুষ না পেয়ে জেলেকে হরিণ শিকারি সাজিয়ে মামলা দেয়ার অভিযোগ
কর্মশালায় বক্তারা কিশোরগঞ্জে করোনা পরিস্থিতি অনেক জেলার তুলনায় ভালো
চাঁপাইনবাবগঞ্জে ৯ জুয়াড়ি আটক
শরীয়তপুরে মনোরম পরিবেশে বই পড়ার আয়োজন!
আধুনিকতার ছোঁয়ায় কদর নেই হোগলা পাটির
কুড়িয়ে পাওয়া ‘পরিনা’ই মা-বাবার শেষ ভরসা
২ ভাটা জরিমানা ৩ লাখ টাকা
বালিয়ামারী বর্ডার হাট খুলে দিতে ভারতের চিঠি
চকরিয়ায় সওজের জায়গায় নির্মিত ২শ’ দোকান উচ্ছেদ
ব্যবস্থাপনার অভাবে ৮০ টাকার টমেটো ৫ টাকায় বিক্রি চাষিরা দিশেহারা
বালিয়াকান্দিতে হত্যা মামলার আসামির মরদেহ উদ্ধার
রাসিকে দেড়শ’ দোকান উচ্ছেদ

শনিবার, ১৬ জানুয়ারী ২০২১ , ২ মাঘ ১৪২৭, ২ জমাদিউস সানি ১৪৪২

সদরপুরে স্কুল-জনবসতির কাছে ইটভাটা : হুমকিতে জনস্বাস্থ্য

প্রতিনিধি, সদরপুর (ফরিদপুর)

image

পরিবেশ অধিদফতরে নিয়ম নীতির তোয়াক্কা না করে সরকারি হাই স্কুলের পাশে, গ্রাম ঘেঁষে গড়ে তোলা হয়েছে আর এ এস ইটভাটা। যার কারণে ধুলো আর ধোঁয়ায় শিক্ষার্থী ও এলাকার মানুষের দম বন্ধ হয়ে যাচ্ছে। আক্রান্ত হচ্ছে শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগে।

জানা যায়, এমন অবস্থানের কারণে পরিবেশ অধিদফতর চলতি মৌসুমে ভাটাটির অনুমোদন স্থগিত করলেও ইট তৈরি বন্ধ হয়নি।

জানা গেছে, সদরপুর ও চরভদ্রাশন যাওয়ার প্রধান সড়কের পাশে ১৯৮৪ সালে দিকে বিশ্বজাকের মঞ্জিল নামে সরকারি হাইস্কুল স্থাপিত হয়। তারও আগে থেকেই এখানে স্থানীয়দের ব্যবসা প্রতিষ্ঠান ও বসবাস । বছর কয়েক আগে এখানে গড়ে তোলা হয়েছে আর এ এস্ নামের ইটভাটা।

ফরিদপুরের পরিবেশ অধিদফতর সূত্রে জানা যায়, সদরপুরে আর এ এস ব্রিক ফিল্ডটি হাইস্কুল ও জনবসতি এলাকায় হওয়ার কারণে পরিবেশ অধিদফতরের ছাড়পত্র ও লাইসেন্স ও ভাটা চালানোর অনুমোদন দেয়া হয়নি। আর চলতি মৌসুমে প্রয়োজনীয় কাগজপত্র না নিয়েই অবৈধভাবে ভাটা চালিয়ে যাচ্ছে।

এছাড়াও এই উপজেলায় টিটু মোল্যার ভাটা, ফকির ভাটাসহ (একটা অংশসহ) একাধিক ভাটা রয়েছে, এসব ভাটা চালানোর অনুমোদন না থাকলেও বিনা বাধায় ভাটা চালিয়ে যাচ্ছে।

কয়েকজন ভাটার মালিকের সাথে কথা বললে, তারা অনুমোদন আছে বলেই জানান। কিন্তু কাগজপত্র দেখাতে আগ্রহী না। তারা আরও বলেন, সংশ্লিষ্ট দফতরে গিয়ে জেনে আসেন। আসলে এসব ভাটার কোন অনুমোদন নেই বলেই জানা যায়।

পরিবেশ অধিদফতরের জেলা অফিসে ফোন দিলে, দফতরের একজন বলেন, এই মুহূর্তে জানাতে পারব না, ফাইল বের করে দেখে পরে জানিয়ে দেব। পরবর্তীতে একাধিকবার ফোন করে যোগাযোগ করা সম্ভব হয়নি। এ এস.ইট ভাটার মালিকদের একজন, সুশীল দাস জানান আমার ভাটার সমস্ত কাগজপত্র আপডেট করা আছে। আমরা প্রতিবছর মৌসুম শুরুর আগেই কাগজপত্র আপডেট করেই ভাটায় আগুন দিয়েছি।

স্কুলের সাথে এবং সরকারি খালে বাঁধ দিয়ে কীভাবে ভাটা চালাচ্ছেন এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, সরকারকে খাজনা, ট্যাক্স দিয়ে ভাটা চালাই।