কর্মশালায় বক্তারা কিশোরগঞ্জে করোনা পরিস্থিতি অনেক জেলার তুলনায় ভালো

চলমান করোনা মহামারী ও ডেঙ্গু পরিস্থিতি নিয়ে সিভিল সার্জন কার্যালয়ের পক্ষ থেকে মিডিয়া কর্মীদের নিয়ে সচেতনতা ও প্রতিরোধ বিষয়ে কর্মশালা করা হয়েছে। আজ ১৪ জানুয়ারি বৃহস্পতিবার দুপুরে জেলা সদরের জেনারেল হাসপাতাল সম্মেলন কক্ষে সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেনারেল হাসপাতালের উপ-পরিচালক ও তত্ত্বাবধায়ক ডা. মো. হেলাল উদ্দিন। কর্মশালায় পাওয়ার পয়েন্টে দু’টি রোগের উৎপত্তি, বিস্তার, ক্ষমতা, ক্ষয়ক্ষতি, প্রতিরোধ, প্রতিকার ও করণীয় বিষয়ে বিস্তারিত ধারণাপত্র তুলে ধরেন ডেপুটি সিভিল সার্জন ডা. মো. মোস্তাফিজুর রহমান।

আলোচকগণ বলেন, সরকার এবং স্বাস্থ্য বিভাগের সময়োপযোগী পদক্ষেপের ফলে বাংলাদেশে এর প্রকোপ অনেক কম হয়েছে। আমরা সবাই মিলে ভালভাবে পরিস্থিতি সামাল দিচ্ছি।

কিশোরগঞ্জ জেলায় দেশের অনেক জেলার তুলনায় করোনা পরিস্থিতি অনেক ভাল।

এখন পর্যন্ত জেলায় সুস্থতার হার ৯৬ ভাগের বেশি। স্বাস্থ্য বিভাগের পাশাপাশি প্রশাসন ও আইনশৃঙ্খলাবাহিনীসহ বিভিন্ন মহলের সচেতনতামূলক ক্যাম্পেনের কারণে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যে রাখা সম্ভব হয়েছে। স্বাস্থ্যবিধি মানার ওপর সবাই গুরুত্বারোপ করেন। তারা বলেন, ডেঙ্গু নিয়ে আগে থেকেই ক্যাম্পেন চালু ছিল। কোথাও স্বচ্ছ পানি জমতে না দেয়া, মশারি খাটিয়ে ঘুমাতে যাওয়া, আশপাশ পরিচ্ছন্ন রাখাসহ যা যা করণীয়, সেগুলো প্রতিপালন করার জন্য তিনি সবাইকে অনুরোধ জানানো হয়েছে।

আরও খবর
সদরপুরে স্কুল-জনবসতির কাছে ইটভাটা : হুমকিতে জনস্বাস্থ্য
খুলনায় করোনা ভ্যাকসিনের প্রাথমিক চাহিদা ৯৭ হাজার
ঘুষ না পেয়ে জেলেকে হরিণ শিকারি সাজিয়ে মামলা দেয়ার অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জে ৯ জুয়াড়ি আটক
শরীয়তপুরে মনোরম পরিবেশে বই পড়ার আয়োজন!
আধুনিকতার ছোঁয়ায় কদর নেই হোগলা পাটির
কুড়িয়ে পাওয়া ‘পরিনা’ই মা-বাবার শেষ ভরসা
২ ভাটা জরিমানা ৩ লাখ টাকা
বালিয়ামারী বর্ডার হাট খুলে দিতে ভারতের চিঠি
চকরিয়ায় সওজের জায়গায় নির্মিত ২শ’ দোকান উচ্ছেদ
ব্যবস্থাপনার অভাবে ৮০ টাকার টমেটো ৫ টাকায় বিক্রি চাষিরা দিশেহারা
বালিয়াকান্দিতে হত্যা মামলার আসামির মরদেহ উদ্ধার
রাসিকে দেড়শ’ দোকান উচ্ছেদ

শনিবার, ১৬ জানুয়ারী ২০২১ , ২ মাঘ ১৪২৭, ২ জমাদিউস সানি ১৪৪২

কর্মশালায় বক্তারা কিশোরগঞ্জে করোনা পরিস্থিতি অনেক জেলার তুলনায় ভালো

জেলা বার্তা পরিবেশক, কিশোরগঞ্জ

চলমান করোনা মহামারী ও ডেঙ্গু পরিস্থিতি নিয়ে সিভিল সার্জন কার্যালয়ের পক্ষ থেকে মিডিয়া কর্মীদের নিয়ে সচেতনতা ও প্রতিরোধ বিষয়ে কর্মশালা করা হয়েছে। আজ ১৪ জানুয়ারি বৃহস্পতিবার দুপুরে জেলা সদরের জেনারেল হাসপাতাল সম্মেলন কক্ষে সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেনারেল হাসপাতালের উপ-পরিচালক ও তত্ত্বাবধায়ক ডা. মো. হেলাল উদ্দিন। কর্মশালায় পাওয়ার পয়েন্টে দু’টি রোগের উৎপত্তি, বিস্তার, ক্ষমতা, ক্ষয়ক্ষতি, প্রতিরোধ, প্রতিকার ও করণীয় বিষয়ে বিস্তারিত ধারণাপত্র তুলে ধরেন ডেপুটি সিভিল সার্জন ডা. মো. মোস্তাফিজুর রহমান।

আলোচকগণ বলেন, সরকার এবং স্বাস্থ্য বিভাগের সময়োপযোগী পদক্ষেপের ফলে বাংলাদেশে এর প্রকোপ অনেক কম হয়েছে। আমরা সবাই মিলে ভালভাবে পরিস্থিতি সামাল দিচ্ছি।

কিশোরগঞ্জ জেলায় দেশের অনেক জেলার তুলনায় করোনা পরিস্থিতি অনেক ভাল।

এখন পর্যন্ত জেলায় সুস্থতার হার ৯৬ ভাগের বেশি। স্বাস্থ্য বিভাগের পাশাপাশি প্রশাসন ও আইনশৃঙ্খলাবাহিনীসহ বিভিন্ন মহলের সচেতনতামূলক ক্যাম্পেনের কারণে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যে রাখা সম্ভব হয়েছে। স্বাস্থ্যবিধি মানার ওপর সবাই গুরুত্বারোপ করেন। তারা বলেন, ডেঙ্গু নিয়ে আগে থেকেই ক্যাম্পেন চালু ছিল। কোথাও স্বচ্ছ পানি জমতে না দেয়া, মশারি খাটিয়ে ঘুমাতে যাওয়া, আশপাশ পরিচ্ছন্ন রাখাসহ যা যা করণীয়, সেগুলো প্রতিপালন করার জন্য তিনি সবাইকে অনুরোধ জানানো হয়েছে।