২ ভাটা জরিমানা ৩ লাখ টাকা

রাজবাড়ীর বালিয়াকান্দিতে জেলা প্রশাসন, পরিবেশ অধিদফতর, উপজেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর যৌথ অভিযান চালিয়ে ভাটায় পরিবেশ আইন, ভোক্তা আইন ও ইট ভাটা আইনে ২ লাখ ৭০ হাজার টাকা জরিমানা আদায় করেছে।

গত বৃহস্পতিবার সকালে রাজবাড়ী জেলা প্রশাসনের এনডিসি সাইফুল হুদা, ফরিদপুর পরিবেশ অধিদফতর, বালিয়াকান্দি উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) এস.এম আবু দারদা ও রাজবাড়ী জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক শরিফুল ইসলাম, ফায়ার সার্ভিস ও পুলিশ বাহিনীর যৌথ নেতৃত্বে বালিয়াকান্দি উপজেলার রায়পুরে অবস্থিত বহরপুর ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল করিমের মালিকানাধীন আর কে বিকসকে ১ লাখ টাকা ও জামালপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান একে এম ফরিদ হোসেন বাবুর মালিকানাধীন রনি বিকসকে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। ২টি ইটভাটায় পরিবেশ আইন, ইটের পরিমাপ ছোট হওয়ায় ভোক্তা আইন ও ইটভাটা আইনে মোট ২ লাখ ৭০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। রনি বিকসকে ফায়ার সার্ভিস কর্মীদের মাধ্যমে আগুন নিভিয়ে দেয়া হয়।

আরও খবর
সদরপুরে স্কুল-জনবসতির কাছে ইটভাটা : হুমকিতে জনস্বাস্থ্য
খুলনায় করোনা ভ্যাকসিনের প্রাথমিক চাহিদা ৯৭ হাজার
ঘুষ না পেয়ে জেলেকে হরিণ শিকারি সাজিয়ে মামলা দেয়ার অভিযোগ
কর্মশালায় বক্তারা কিশোরগঞ্জে করোনা পরিস্থিতি অনেক জেলার তুলনায় ভালো
চাঁপাইনবাবগঞ্জে ৯ জুয়াড়ি আটক
শরীয়তপুরে মনোরম পরিবেশে বই পড়ার আয়োজন!
আধুনিকতার ছোঁয়ায় কদর নেই হোগলা পাটির
কুড়িয়ে পাওয়া ‘পরিনা’ই মা-বাবার শেষ ভরসা
বালিয়ামারী বর্ডার হাট খুলে দিতে ভারতের চিঠি
চকরিয়ায় সওজের জায়গায় নির্মিত ২শ’ দোকান উচ্ছেদ
ব্যবস্থাপনার অভাবে ৮০ টাকার টমেটো ৫ টাকায় বিক্রি চাষিরা দিশেহারা
বালিয়াকান্দিতে হত্যা মামলার আসামির মরদেহ উদ্ধার
রাসিকে দেড়শ’ দোকান উচ্ছেদ

শনিবার, ১৬ জানুয়ারী ২০২১ , ২ মাঘ ১৪২৭, ২ জমাদিউস সানি ১৪৪২

বালিয়াকান্দিতে

২ ভাটা জরিমানা ৩ লাখ টাকা

প্রতিনিধি, বালিয়াকান্দি (রাজবাড়ী)

রাজবাড়ীর বালিয়াকান্দিতে জেলা প্রশাসন, পরিবেশ অধিদফতর, উপজেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর যৌথ অভিযান চালিয়ে ভাটায় পরিবেশ আইন, ভোক্তা আইন ও ইট ভাটা আইনে ২ লাখ ৭০ হাজার টাকা জরিমানা আদায় করেছে।

গত বৃহস্পতিবার সকালে রাজবাড়ী জেলা প্রশাসনের এনডিসি সাইফুল হুদা, ফরিদপুর পরিবেশ অধিদফতর, বালিয়াকান্দি উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) এস.এম আবু দারদা ও রাজবাড়ী জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক শরিফুল ইসলাম, ফায়ার সার্ভিস ও পুলিশ বাহিনীর যৌথ নেতৃত্বে বালিয়াকান্দি উপজেলার রায়পুরে অবস্থিত বহরপুর ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল করিমের মালিকানাধীন আর কে বিকসকে ১ লাখ টাকা ও জামালপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান একে এম ফরিদ হোসেন বাবুর মালিকানাধীন রনি বিকসকে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। ২টি ইটভাটায় পরিবেশ আইন, ইটের পরিমাপ ছোট হওয়ায় ভোক্তা আইন ও ইটভাটা আইনে মোট ২ লাখ ৭০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। রনি বিকসকে ফায়ার সার্ভিস কর্মীদের মাধ্যমে আগুন নিভিয়ে দেয়া হয়।