শিশু কিশোরদের নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে টেলিস্কোপ মেকিং ওয়ার্কশপ

মহাকাশের অজানা রহস্য উন্মোচনে শিশু কিশোর থেকে শুরু করে সকলেরই আগ্রহ রয়েছে। সৌর জগতের প্লানেট, মিল্কিওয়ে, মুন, স্যাটার্ন, রেড প্লানেট মার্স ইত্যাদি অবসার্ভ করার জন্য প্রথমেই যে জিনিসের প্রয়োজন সেটা হচ্ছে টেলিস্কোপ। টেলিস্কোপের মাধ্যমে আমরা অনেক দুরের বস্তু কাছে এনে দেখতে পারি এবং এটি জ্যোর্তি বিজ্ঞানীরা নতুন গ্রহ, নতুন তারা, নতুন গ্যালাক্সি অনুসন্ধান করার জন্য এবং মহাবিশ^ সম্পর্কে আরও নতুন নতুন গবেষণা করার জন্য ব্যবহার করে থাকেন।

কেমন হবে? বাচ্চারা নিজেরা নিজেদের টেলিস্কোপ বানাবে আর তা দিয়ে দেখবে দূর আকাশের তাঁরা এবং চাঁদ। এই বিষয়গুলো মাথায় রেখে বাংলাদেশ ইনোভেশন ফোরাম এবং স্পেস ইনোভেশন ক্যাম্প যৌথভাবে আয়োজন করতে যাচ্ছে “টেলিস্কোপ মেকিং ওয়ার্কশপ”।

বাচ্চারা নিজেরাই নিজেদের টেলিস্কোপটি বাসায় বসে বানাবে এবং বানানোর প্রতিটি ধাপ অভিজ্ঞ মেন্টররা ডিজিটাল প্রসপেক্টাস, ভিডিও এবং লাইভ সেশন এর মাধ্যমে ধারনা দিবে। ৪-৫ বছর, ৬-৮ বছর, ৯-১২ বছরের মোট ৩টি গ্রুপ এর যেকেউ ওয়ার্কশপটিতে অংশগ্রহণ করতে পারবে। অংশগ্রহণের জন্য একটি নির্দিষ্ট ফি প্রদান করে ৩০ জানুয়ারি ২০২১-এর মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। অংশগ্রহণকারী সবাই পাবে একটি সার্টিফিকেট ও মেডেল।

২৮ ফেব্রুয়ারি এর মধ্যে তারা টেলিস্কোপটি বানিয়ে একটি ভিডিও (সর্বোচ্চ ৩ মিনিট) প্রেজেন্টেশন পাঠাতে হবে। কিভাবে টেলিস্কোপটি তৈরি করেছে তা ভিডিওতে বলবে এবং পরবর্তীতে করোনা পরিস্থিতি ভালো হওয়া সাপেক্ষে একটি তারিখ নির্ধারণ করে রাজধানীর ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মাঠে রাতের আকাশ পর্যবেক্ষণের ব্যবস্থা করা হবে যেখানে বাচ্চারা তাদের বানানো টেলিস্কোপ নিয়ে আসবে। ৩টি গ্রুপ থেকে ৬ জনকে বিচারকার্যের মাধ্যমে চ্যাম্পিয়ন ও রানার্সআপ বিজয়ী ঘোষণা করা হবে। তারা পাবে সার্টিফিকেট এবং সম্মাননা স্মারক।

বাংলাদেশ ইনোভেশন ফোরামের প্রতিষ্ঠাতা আরিফুল হাসান অপু বলেন, শিশু-কিশোরদের মাঝে মহাকাশ বিজ্ঞান নিয়ে নতুন নতুন আবিষ্কারে উৎসাহিত করার লক্ষ্যে আমাদের এই আয়োজন। আয়োজনটিতে ই-টিকেট পার্টনার ই-সফট এবং আউটরিচ পার্টনার হিসেবে রয়েছে টিং টং টিউব।

আয়োজনে অংশগ্রহণ করতে হলে রেজিস্ট্রেশন করতে হবে http://telescope.spacecampbd.com এই ঠিকানায়। সংবাদ বিজ্ঞপ্তি।

শনিবার, ১৬ জানুয়ারী ২০২১ , ২ মাঘ ১৪২৭, ২ জমাদিউস সানি ১৪৪২

শিশু কিশোরদের নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে টেলিস্কোপ মেকিং ওয়ার্কশপ

image

মহাকাশের অজানা রহস্য উন্মোচনে শিশু কিশোর থেকে শুরু করে সকলেরই আগ্রহ রয়েছে। সৌর জগতের প্লানেট, মিল্কিওয়ে, মুন, স্যাটার্ন, রেড প্লানেট মার্স ইত্যাদি অবসার্ভ করার জন্য প্রথমেই যে জিনিসের প্রয়োজন সেটা হচ্ছে টেলিস্কোপ। টেলিস্কোপের মাধ্যমে আমরা অনেক দুরের বস্তু কাছে এনে দেখতে পারি এবং এটি জ্যোর্তি বিজ্ঞানীরা নতুন গ্রহ, নতুন তারা, নতুন গ্যালাক্সি অনুসন্ধান করার জন্য এবং মহাবিশ^ সম্পর্কে আরও নতুন নতুন গবেষণা করার জন্য ব্যবহার করে থাকেন।

কেমন হবে? বাচ্চারা নিজেরা নিজেদের টেলিস্কোপ বানাবে আর তা দিয়ে দেখবে দূর আকাশের তাঁরা এবং চাঁদ। এই বিষয়গুলো মাথায় রেখে বাংলাদেশ ইনোভেশন ফোরাম এবং স্পেস ইনোভেশন ক্যাম্প যৌথভাবে আয়োজন করতে যাচ্ছে “টেলিস্কোপ মেকিং ওয়ার্কশপ”।

বাচ্চারা নিজেরাই নিজেদের টেলিস্কোপটি বাসায় বসে বানাবে এবং বানানোর প্রতিটি ধাপ অভিজ্ঞ মেন্টররা ডিজিটাল প্রসপেক্টাস, ভিডিও এবং লাইভ সেশন এর মাধ্যমে ধারনা দিবে। ৪-৫ বছর, ৬-৮ বছর, ৯-১২ বছরের মোট ৩টি গ্রুপ এর যেকেউ ওয়ার্কশপটিতে অংশগ্রহণ করতে পারবে। অংশগ্রহণের জন্য একটি নির্দিষ্ট ফি প্রদান করে ৩০ জানুয়ারি ২০২১-এর মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। অংশগ্রহণকারী সবাই পাবে একটি সার্টিফিকেট ও মেডেল।

২৮ ফেব্রুয়ারি এর মধ্যে তারা টেলিস্কোপটি বানিয়ে একটি ভিডিও (সর্বোচ্চ ৩ মিনিট) প্রেজেন্টেশন পাঠাতে হবে। কিভাবে টেলিস্কোপটি তৈরি করেছে তা ভিডিওতে বলবে এবং পরবর্তীতে করোনা পরিস্থিতি ভালো হওয়া সাপেক্ষে একটি তারিখ নির্ধারণ করে রাজধানীর ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মাঠে রাতের আকাশ পর্যবেক্ষণের ব্যবস্থা করা হবে যেখানে বাচ্চারা তাদের বানানো টেলিস্কোপ নিয়ে আসবে। ৩টি গ্রুপ থেকে ৬ জনকে বিচারকার্যের মাধ্যমে চ্যাম্পিয়ন ও রানার্সআপ বিজয়ী ঘোষণা করা হবে। তারা পাবে সার্টিফিকেট এবং সম্মাননা স্মারক।

বাংলাদেশ ইনোভেশন ফোরামের প্রতিষ্ঠাতা আরিফুল হাসান অপু বলেন, শিশু-কিশোরদের মাঝে মহাকাশ বিজ্ঞান নিয়ে নতুন নতুন আবিষ্কারে উৎসাহিত করার লক্ষ্যে আমাদের এই আয়োজন। আয়োজনটিতে ই-টিকেট পার্টনার ই-সফট এবং আউটরিচ পার্টনার হিসেবে রয়েছে টিং টং টিউব।

আয়োজনে অংশগ্রহণ করতে হলে রেজিস্ট্রেশন করতে হবে http://telescope.spacecampbd.com এই ঠিকানায়। সংবাদ বিজ্ঞপ্তি।