ভিন্নধর্মী ক্যাটারিং অভিজ্ঞতা দিতে হুয়াওয়ের সঙ্গে সোডেক্সো

ক্যাটারিং শিল্পে নতুন অভিজ্ঞতা দিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) সেবাদাতা প্রতিষ্ঠান হুয়াওয়ে এবং বিশে^র অন্যতম বৃহৎ ক্যাটারিং সেবাদাতা প্রতিষ্ঠান সোডেক্সো যৌথভাবে কাজ করছে। প্রতিষ্ঠান দুটি যৌথ অংশীদারিত্বে ‘সিফুড’ শীর্ষক একটি ইন্টেলিজেন্ট ডিজিটাল সল্যুশন তৈরি করেছে। সিফুড ডিজিটাল সল্যুশনটি হুয়াওয়ে অ্যাটলাস এআই প্ল্যাটফর্ম ও এআই ইমেজ রিকগনিশনের সমন্বয়ে তৈরি করা হয়েছে, যেখানে বিভিন্ন খাবারগুলো স্বয়ংক্রিয়ভাবে চিহ্নিত করা যাবে। এআই ইঞ্জিন বিভিন্ন খাবারের দাম হিসেব করতে পারবে এবং ডিজিটাল পেমেন্ট পদ্ধতির মাধ্যমে মূল্য পরিশোধের বিষয়টি নিশ্চিত করবে। বর্তমানে বিভিন্ন ধরণের রেস্টুরেন্ট আমাদের সামনে প্রচলিত এবং ভিন্নধর্মী খাবার নিয়ে হাজির হচ্ছে। এই খাবারগুলোর ঐতিহ্যও বেশ সমৃদ্ধ। তবে, এই খাবারগুলোর মূল্যমান নির্ধারণ, পুষ্টির বিষয় এবং কতটুকু পরিমাণ খাওয়া দরকার এই বিষয়গুলো নিরূপণ আমাদের জন্য কঠিন হয়ে দাঁড়ায়। এ ধরনের সমস্যা এড়াতেই হুয়াওয়ে এবং সোডেক্সো সিফুড সল্যুশন নিয়ে এসেছে। যেকোন খাবারের বিভিন্ন দিক ০.৩ সেকেন্ডের মধ্যে শনাক্তকরণে এই প্রোগ্রামটি ডিপ মেট্রিক লার্নিং ব্যবহার করে।

সিফুডের আরেকটি উল্লেখযোগ্য ফিচার হলো এটি যথাসময়ে পুষ্টি ও ক্যালরির তথ্য প্রদান করতে পারবে। এটি মূল্য পরিশোধের বিষয়টিকে স্বয়ংক্রিয়ভাবে বাস্তবায়নে সহায়তা করে এবং অর্ডার ও টার্নওভারের পরিসংখ্যানের বিষয়টিকেও তুলে ধরে। সোডেক্সো চীনের প্রেসিডেন্ট মার্টিন বোডেন বলেন, ‘ক্যাটারিং খাতে উদ্ভাবনী মডেলের সেবার বিকাশে হুয়াওয়ের সঙ্গে কাজ করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। এই যৌথ উদ্ভাবনী প্রকল্পের মাধ্যমে আমরা আমাদের ক্রেতাদের আরো উন্নতমানের সেবা দিতে পারবো। বিশেষ করে দক্ষতা, সুবিধা ও স্বাস্থ্যগত দিক বিবেচনায় এতে ক্রেতাদের অভিজ্ঞতাও আরো সমৃদ্ধ হবে।’

উল্লেখ্য, সোডেক্সো প্যারিসভিত্তিক ক্যাটারিং সেবা প্রদানকারী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি ফরচুন গ্লোবাল ৫০০ কোম্পানির স্বীকৃতি পেয়েছে। প্রতিষ্ঠানটির পেশাদার শেফ, ডায়েটিশিয়ান এবং কিচেন স্টাফ রয়েছে এবং সোডেক্সো বিশ^ব্যাপী বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান, স্কুল, হাসপাতাল, নার্সিং হোম ও কারখানায় সেবা প্রদান করে থাকে। সংবাদ বিজ্ঞপ্তি।

শনিবার, ১৬ জানুয়ারী ২০২১ , ২ মাঘ ১৪২৭, ২ জমাদিউস সানি ১৪৪২

ভিন্নধর্মী ক্যাটারিং অভিজ্ঞতা দিতে হুয়াওয়ের সঙ্গে সোডেক্সো

image

ক্যাটারিং শিল্পে নতুন অভিজ্ঞতা দিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) সেবাদাতা প্রতিষ্ঠান হুয়াওয়ে এবং বিশে^র অন্যতম বৃহৎ ক্যাটারিং সেবাদাতা প্রতিষ্ঠান সোডেক্সো যৌথভাবে কাজ করছে। প্রতিষ্ঠান দুটি যৌথ অংশীদারিত্বে ‘সিফুড’ শীর্ষক একটি ইন্টেলিজেন্ট ডিজিটাল সল্যুশন তৈরি করেছে। সিফুড ডিজিটাল সল্যুশনটি হুয়াওয়ে অ্যাটলাস এআই প্ল্যাটফর্ম ও এআই ইমেজ রিকগনিশনের সমন্বয়ে তৈরি করা হয়েছে, যেখানে বিভিন্ন খাবারগুলো স্বয়ংক্রিয়ভাবে চিহ্নিত করা যাবে। এআই ইঞ্জিন বিভিন্ন খাবারের দাম হিসেব করতে পারবে এবং ডিজিটাল পেমেন্ট পদ্ধতির মাধ্যমে মূল্য পরিশোধের বিষয়টি নিশ্চিত করবে। বর্তমানে বিভিন্ন ধরণের রেস্টুরেন্ট আমাদের সামনে প্রচলিত এবং ভিন্নধর্মী খাবার নিয়ে হাজির হচ্ছে। এই খাবারগুলোর ঐতিহ্যও বেশ সমৃদ্ধ। তবে, এই খাবারগুলোর মূল্যমান নির্ধারণ, পুষ্টির বিষয় এবং কতটুকু পরিমাণ খাওয়া দরকার এই বিষয়গুলো নিরূপণ আমাদের জন্য কঠিন হয়ে দাঁড়ায়। এ ধরনের সমস্যা এড়াতেই হুয়াওয়ে এবং সোডেক্সো সিফুড সল্যুশন নিয়ে এসেছে। যেকোন খাবারের বিভিন্ন দিক ০.৩ সেকেন্ডের মধ্যে শনাক্তকরণে এই প্রোগ্রামটি ডিপ মেট্রিক লার্নিং ব্যবহার করে।

সিফুডের আরেকটি উল্লেখযোগ্য ফিচার হলো এটি যথাসময়ে পুষ্টি ও ক্যালরির তথ্য প্রদান করতে পারবে। এটি মূল্য পরিশোধের বিষয়টিকে স্বয়ংক্রিয়ভাবে বাস্তবায়নে সহায়তা করে এবং অর্ডার ও টার্নওভারের পরিসংখ্যানের বিষয়টিকেও তুলে ধরে। সোডেক্সো চীনের প্রেসিডেন্ট মার্টিন বোডেন বলেন, ‘ক্যাটারিং খাতে উদ্ভাবনী মডেলের সেবার বিকাশে হুয়াওয়ের সঙ্গে কাজ করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। এই যৌথ উদ্ভাবনী প্রকল্পের মাধ্যমে আমরা আমাদের ক্রেতাদের আরো উন্নতমানের সেবা দিতে পারবো। বিশেষ করে দক্ষতা, সুবিধা ও স্বাস্থ্যগত দিক বিবেচনায় এতে ক্রেতাদের অভিজ্ঞতাও আরো সমৃদ্ধ হবে।’

উল্লেখ্য, সোডেক্সো প্যারিসভিত্তিক ক্যাটারিং সেবা প্রদানকারী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি ফরচুন গ্লোবাল ৫০০ কোম্পানির স্বীকৃতি পেয়েছে। প্রতিষ্ঠানটির পেশাদার শেফ, ডায়েটিশিয়ান এবং কিচেন স্টাফ রয়েছে এবং সোডেক্সো বিশ^ব্যাপী বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান, স্কুল, হাসপাতাল, নার্সিং হোম ও কারখানায় সেবা প্রদান করে থাকে। সংবাদ বিজ্ঞপ্তি।