ধর্মের নামে চাঁদাবাজি বন্ধ হোক

মসজিদ, মাদরাসা কিংবা এতিমখানার উন্নয়নের জন্য অনেক সময় সাহায্য সংগ্রহ চাওয়া হয়ে থাকে এবং সাধারণ ধর্মপ্রাণ মানুষ এতে টাকা পয়সা দিয়ে সাহায্য করেন। কিন্তু আজকাল একদল ভণ্ড সাধারণ মানুষের ধর্মানুভূতিকে পুঁজি করে রীতিমতো চাঁদাবাজি করছেন।

সম্প্রতি আমি একটি ট্রেনে ভ্রমণ করি। যাত্রাপথে ট্রেনের বগিতে পায়জামা পাঞ্জাবি পরিহিত জনৈক এক ব্যক্তি নিজেকে স্থানীয় একটি মাদরাসার শিক্ষক দাবি করে মাদরাসার উন্নয়নের জন্য সাহায্য চায়। দীর্ঘদিন ধরে অনেকের কাছে মসজিদ-মাদরাসার নাম ভাঙিয়ে টাকা নেয়ার অভিযোগ শুনে আসছিলাম। তাই পরখ করার জন্য একপর্যায়ে আমরা উনাকে মাদরাসার নাম বলতে বলি ও সাহায্য গ্রহণ সাপেক্ষে টাকা গ্রহণের রশিদ দিতে বলি। উনি রশিদ দেখাতে ব্যর্থ হন এবং অসংলগ্ন ও সন্দেহজনক কথাবার্তা বলতে শুরু করেন। একপর্যায়ে ট্রেনে থাকা বাকি সবাই উনার ভণ্ডামি ধরে ফেললে দ্রুত পরের স্টেশনে নেমে যান।

ধর্মের নামে কেউ যেন প্রতারণা না করতে পারে সেজন্য কার্যকর পদক্ষেপ নিতে হবে। এ ব্যাপারে সবাইকে সচেতন হতে হবে।

মুশফিকুর রহমান ইমন

গোপালপুর, টাঙ্গাইল।

শনিবার, ১৬ জানুয়ারী ২০২১ , ২ মাঘ ১৪২৭, ২ জমাদিউস সানি ১৪৪২

ধর্মের নামে চাঁদাবাজি বন্ধ হোক

মসজিদ, মাদরাসা কিংবা এতিমখানার উন্নয়নের জন্য অনেক সময় সাহায্য সংগ্রহ চাওয়া হয়ে থাকে এবং সাধারণ ধর্মপ্রাণ মানুষ এতে টাকা পয়সা দিয়ে সাহায্য করেন। কিন্তু আজকাল একদল ভণ্ড সাধারণ মানুষের ধর্মানুভূতিকে পুঁজি করে রীতিমতো চাঁদাবাজি করছেন।

সম্প্রতি আমি একটি ট্রেনে ভ্রমণ করি। যাত্রাপথে ট্রেনের বগিতে পায়জামা পাঞ্জাবি পরিহিত জনৈক এক ব্যক্তি নিজেকে স্থানীয় একটি মাদরাসার শিক্ষক দাবি করে মাদরাসার উন্নয়নের জন্য সাহায্য চায়। দীর্ঘদিন ধরে অনেকের কাছে মসজিদ-মাদরাসার নাম ভাঙিয়ে টাকা নেয়ার অভিযোগ শুনে আসছিলাম। তাই পরখ করার জন্য একপর্যায়ে আমরা উনাকে মাদরাসার নাম বলতে বলি ও সাহায্য গ্রহণ সাপেক্ষে টাকা গ্রহণের রশিদ দিতে বলি। উনি রশিদ দেখাতে ব্যর্থ হন এবং অসংলগ্ন ও সন্দেহজনক কথাবার্তা বলতে শুরু করেন। একপর্যায়ে ট্রেনে থাকা বাকি সবাই উনার ভণ্ডামি ধরে ফেললে দ্রুত পরের স্টেশনে নেমে যান।

ধর্মের নামে কেউ যেন প্রতারণা না করতে পারে সেজন্য কার্যকর পদক্ষেপ নিতে হবে। এ ব্যাপারে সবাইকে সচেতন হতে হবে।

মুশফিকুর রহমান ইমন

গোপালপুর, টাঙ্গাইল।