“বাল্যবিবাহ রোধে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান”

প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ ওয়াহিদা আক্তার বলেছেন, দেশের সামগ্রিক উন্নয়নসূচক অর্জনের ক্ষেত্রে বাল্যবিবাহ অত্যন্ত ভয়াবহ সমস্যা। বাল্যবিবাহ রোধে সরকার অঙ্গীকারাবদ্ধ। আগামী প্রজন্মকে সুস্থ ও সবল রাখতে আমাদের সবাইকে সচেতন হয়ে বাল্যবিবাহ প্রতিরোধ ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। বাল্যবিবাহের কারণে সমাজে রোগাক্রান্ত ও দুর্বল শিশুর জন্ম হয়। তাই বাল্যবিবাহ হচ্ছে অন্ধকার জগতের কাজ। সেই অন্ধকার যদি আবার দেখা দেয় আপনারা প্রদীপ হয়ে তা প্রতিহত করে সমাজকে আলোকিত করবেন। দায়িত্ববান কর্মী হিসেবে বাল্যবিবাহকে নিরুৎসাহিত করার পাশাপাশি যৌতুককেও নিরুৎসাহিত করতে হবে। গতকাল বেলা ১২টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধু মঞ্চে বাল্যবিবাহ প্রতিরোধে বিভিন্ন অংশীজনের সঙ্গে মতবিনিময় ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

শুভেচ্ছা বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহম্মদ শিমুল। জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার এএইচএম আবদুর রকিব, সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী, ইসলামিক ফাউন্ডেশন চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক মো. আবুল কালাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. জাকিউল ইসলাম। প্রধান অতিথি তার বক্তব্যে আরও বলেন, বাল্যবিবাহ এ অঞ্চলে সবচেয়ে বেশি। একটি শিক্ষার্থীও যাতে ঝরে পড়ে না যায়, সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। তিনি আরও বলেন, সর্বাগ্রে মেয়েদের সচেতন হতে হবে, তাহলে বাল্যবিয়ে বন্ধ করা সম্ভব।

পাশাপাশি সামাজিক আন্দোলনের মাধ্যমে বাল্যবিবাহ প্রতিরোধে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। পরে জেলা প্রশাসক বাল্যবিবাহকে না বলতে উপস্থিত সবইকে শপথবাক্য পাঠ করান। এছাড়া চাঁপাইনবাবগঞ্জকে বিশে^র কাছে পরিচিত করতে পর্যটন গাইডের মোড়ক উন্মোচন করেন প্রধান অতিথি। এর আগে মহান বিজয় দিবস-২০২০ উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রীর  একান্ত সচিব।

রবিবার, ১৭ জানুয়ারী ২০২১ , ৩ মাঘ ১৪২৭, ৩ জমাদিউস সানি ১৪৪২

“বাল্যবিবাহ রোধে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান”

জেলা বার্তা পরিবেশক, চাঁপাইনবাবগঞ্জ

image

প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ ওয়াহিদা আক্তার বলেছেন, দেশের সামগ্রিক উন্নয়নসূচক অর্জনের ক্ষেত্রে বাল্যবিবাহ অত্যন্ত ভয়াবহ সমস্যা। বাল্যবিবাহ রোধে সরকার অঙ্গীকারাবদ্ধ। আগামী প্রজন্মকে সুস্থ ও সবল রাখতে আমাদের সবাইকে সচেতন হয়ে বাল্যবিবাহ প্রতিরোধ ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। বাল্যবিবাহের কারণে সমাজে রোগাক্রান্ত ও দুর্বল শিশুর জন্ম হয়। তাই বাল্যবিবাহ হচ্ছে অন্ধকার জগতের কাজ। সেই অন্ধকার যদি আবার দেখা দেয় আপনারা প্রদীপ হয়ে তা প্রতিহত করে সমাজকে আলোকিত করবেন। দায়িত্ববান কর্মী হিসেবে বাল্যবিবাহকে নিরুৎসাহিত করার পাশাপাশি যৌতুককেও নিরুৎসাহিত করতে হবে। গতকাল বেলা ১২টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধু মঞ্চে বাল্যবিবাহ প্রতিরোধে বিভিন্ন অংশীজনের সঙ্গে মতবিনিময় ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

শুভেচ্ছা বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহম্মদ শিমুল। জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার এএইচএম আবদুর রকিব, সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী, ইসলামিক ফাউন্ডেশন চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক মো. আবুল কালাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. জাকিউল ইসলাম। প্রধান অতিথি তার বক্তব্যে আরও বলেন, বাল্যবিবাহ এ অঞ্চলে সবচেয়ে বেশি। একটি শিক্ষার্থীও যাতে ঝরে পড়ে না যায়, সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। তিনি আরও বলেন, সর্বাগ্রে মেয়েদের সচেতন হতে হবে, তাহলে বাল্যবিয়ে বন্ধ করা সম্ভব।

পাশাপাশি সামাজিক আন্দোলনের মাধ্যমে বাল্যবিবাহ প্রতিরোধে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। পরে জেলা প্রশাসক বাল্যবিবাহকে না বলতে উপস্থিত সবইকে শপথবাক্য পাঠ করান। এছাড়া চাঁপাইনবাবগঞ্জকে বিশে^র কাছে পরিচিত করতে পর্যটন গাইডের মোড়ক উন্মোচন করেন প্রধান অতিথি। এর আগে মহান বিজয় দিবস-২০২০ উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রীর  একান্ত সচিব।