দুর্গাপুরে নাওয়া-খাওয়া ভুলে ভোটারদের দ্বারে দ্বারে প্রার্থীরা

নেত্রকোনার দুর্গাপুরে পৌরসভা নির্বাচন এখন সরগম। ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হবে পৌরসভা নির্বাচন। সময় যতই এগিয়ে আসছে শীতকে উপেক্ষা করে নাওয়া-খাওয়া ভুলে গিয়ে প্রার্থীরা এখন ভোটারদের দ্বারে, দ্বারে।

নির্বাচনকে ঘিরে প্রার্র্থীরা উঠান বৈঠক, মতবিনিময় সভা, কর্মী সমাবেশ, দলীয় নেতাকর্মীদের নিয়ে কর্মপরিকল্পনা সকাল থেকে গভীররাত পর্যন্ত ব্যস্ত প্রার্থীরা। পৌরসভার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে প্রার্থীদের ছবি সম্বলিত বিল বোর্ড, ফেস্টুন, আর পোস্টারে ছেয়ে গেছে পৌরসভার অলি, গলি। কাক ডাকা ভোর থেকে শুরু করে গভীররাত পর্যন্ত মাইক বাজিয়ে বিভিন্ন গানের শুরে তাল মিলিয়ে চলছে প্রচার প্রচারণা।

প্রার্র্থীরা চষে বেড়াচ্ছেন ভোটারদের বাড়ি, বাড়ি। ভোটার দিচ্ছেন বিভিন্ন প্রতিশ্রুতি। চাইছেন ভোট ও দোয়া।

পৌরসভার নির্বাচন সরগরম হওয়ায় পৌষের শীতকে যেন হার মানিয়েছে। সব মিলিয়ে জমে উঠেছে নির্বাচনী ইমেজ। এই নিয়ে ভোটার মধ্যে চলছে চুল ছেড়া বিশ্লেষণ। কে হবেন এবার পৌর পিতা। পৌরসভার মেয়র প্রার্থী মোট ৪ জন। আ’লীগ (নৌকা) বিশিষ্ট ব্যবসায়ী ও দানবীর আলাউদ্দিন, বিএনপি (ধানের শীষ) আলহাজ জামাল উদ্দিন, সিপিবি(কাস্তে) শামছুল আলম, ইসলামী আন্দোলন বাংলাদেশ (হাতপাখা) মো. আব্দুল মান্নান।

মোট ভোটার সংখ্যা ২০ হাজার ১৯ জন। পুরুষ ভোটার ৯ হাজার ৬ শত ৬৪ জন। মহিলা ভোটার ১০ হাজার ৩ শত ৫৫ জন। কাউন্সিলর পদে পুরুষ ৩৬ জন ও মহিলা কাউন্সিলর ১৩ জন।

আরও খবর
তিন জেলায় হিম ঠাণ্ডায় বিপাকে শ্রমজীবী মানুষ
শ্রীনগরে ডাকাতির প্রস্তুতিকালে মুখোশ অস্ত্রসহ গ্রেপ্তার ৪
পুকুর খননের সময় উদ্ধার ঘটি : চাঞ্চল্য
ধোবাউড়ায় গণকবর সংরক্ষণ স্মৃতিসৌধ নির্মাণের দাবি
সিরাজদিখানে অজ্ঞাত যুবকের মরদেহ
রাজশাহীর কাদিরগঞ্জে হবে শহীদ কামারুজ্জামান স্মৃতিস্তম্ভ ও জাদুঘর
ইলিয়টগঞ্জে একশ’ একরে বিষমুক্ত সবজি উৎপাদন
বরগুনায় হামলা, মামলায় উত্তপ্ত নির্বাচনী পরিবেশ
সিরাজগঞ্জে শান্তিপূর্ণভাবে পৌর নির্বাচন অনুষ্ঠিত
নিরাপত্তা কর্মী-আয়া পদে নিয়োগ বাণিজ্য
মুকসুদপুরে চার হত্যায় জড়িতদের গ্রেফতার দাবিতে মানববন্ধন
বামনা ভূমি অফিস-সাব রেজিস্ট্রার দপ্তরের জমি ফের দখল, পরে উদ্ধার
দখলকারীদের প্রতিহত করেন। নবজাতকের মরদেহ উদ্ধার
নন্দীগ্রামে চাচা হত্যা : ভাতিজা ধৃত

রবিবার, ১৭ জানুয়ারী ২০২১ , ৩ মাঘ ১৪২৭, ৩ জমাদিউস সানি ১৪৪২

পৌর নির্বাচন-২০২১

দুর্গাপুরে নাওয়া-খাওয়া ভুলে ভোটারদের দ্বারে দ্বারে প্রার্থীরা

প্রতিনিধি, দুর্গাপুর (নেত্রকোনা)

নেত্রকোনার দুর্গাপুরে পৌরসভা নির্বাচন এখন সরগম। ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হবে পৌরসভা নির্বাচন। সময় যতই এগিয়ে আসছে শীতকে উপেক্ষা করে নাওয়া-খাওয়া ভুলে গিয়ে প্রার্থীরা এখন ভোটারদের দ্বারে, দ্বারে।

নির্বাচনকে ঘিরে প্রার্র্থীরা উঠান বৈঠক, মতবিনিময় সভা, কর্মী সমাবেশ, দলীয় নেতাকর্মীদের নিয়ে কর্মপরিকল্পনা সকাল থেকে গভীররাত পর্যন্ত ব্যস্ত প্রার্থীরা। পৌরসভার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে প্রার্থীদের ছবি সম্বলিত বিল বোর্ড, ফেস্টুন, আর পোস্টারে ছেয়ে গেছে পৌরসভার অলি, গলি। কাক ডাকা ভোর থেকে শুরু করে গভীররাত পর্যন্ত মাইক বাজিয়ে বিভিন্ন গানের শুরে তাল মিলিয়ে চলছে প্রচার প্রচারণা।

প্রার্র্থীরা চষে বেড়াচ্ছেন ভোটারদের বাড়ি, বাড়ি। ভোটার দিচ্ছেন বিভিন্ন প্রতিশ্রুতি। চাইছেন ভোট ও দোয়া।

পৌরসভার নির্বাচন সরগরম হওয়ায় পৌষের শীতকে যেন হার মানিয়েছে। সব মিলিয়ে জমে উঠেছে নির্বাচনী ইমেজ। এই নিয়ে ভোটার মধ্যে চলছে চুল ছেড়া বিশ্লেষণ। কে হবেন এবার পৌর পিতা। পৌরসভার মেয়র প্রার্থী মোট ৪ জন। আ’লীগ (নৌকা) বিশিষ্ট ব্যবসায়ী ও দানবীর আলাউদ্দিন, বিএনপি (ধানের শীষ) আলহাজ জামাল উদ্দিন, সিপিবি(কাস্তে) শামছুল আলম, ইসলামী আন্দোলন বাংলাদেশ (হাতপাখা) মো. আব্দুল মান্নান।

মোট ভোটার সংখ্যা ২০ হাজার ১৯ জন। পুরুষ ভোটার ৯ হাজার ৬ শত ৬৪ জন। মহিলা ভোটার ১০ হাজার ৩ শত ৫৫ জন। কাউন্সিলর পদে পুরুষ ৩৬ জন ও মহিলা কাউন্সিলর ১৩ জন।