জোভান ফারিনকে নিয়ে রাজের ‘রোমিও জুলিয়েট’

কিছুদিন আগে দর্শকপ্রিয় নাট্যনির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের বাবা ইন্তেকাল করেছেন। বাবাকে হারানোর শোক কিছুটা কাটিয়ে উঠে রাজ আবারও নাটক নির্মাণে ব্যস্ত হয়ে উঠেছেন। বছরের শুরুতেই তিনি তার নির্মিত এই সময়ের জনপ্রিয় ধারাবাহিক নাটক (এনটিভিতে প্রচার চলতি) ‘ফ্যামিলি ক্রাইসিস’র শেষ লটের কাজ করেন। আর এর পরপরই ভালোবাসা দিবসের জন্য তিনি নির্মাণ করেছেন ‘রোমিও জুলিয়েট’ নাটকটি। রাজের ভাষ্যমতে এটি একটি রিপিটেড লাভ স্টোরি’র নাটক। নাটকটি রচনা করেছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ নিজেই। এতে জুটি হিসেবে দেখা যাবে জোভান ও তাসনিয়া ফারিনকে। এরইমধ্যে নাটকটির দৃশ্য ধারণের কাজ শেষ হয়েছে বলে জানান রাজ। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে জোভান বলেন, ‘রোমিও জুলিয়েট নাটকটি পরিবারের গল্প, রোমান্সেরও গল্প। এটি একটি সম্পূর্ণ ভালোবাসা দিবসের নাটক। আর রাজ ভাইয়ের সঙ্গে বেশ মজা করতে করতেই ভালো কাজ দাঁড়িয়ে যায়। সাধারণত এখন একটি নাটক বা টেলিফিল্ম দুদিনেই নির্মিত হয়ে যায়। কিন্তু রোমিও জুলিয়েট নাটকটি আমরা তিন দিনে করেছি। সুতরাং এতেই স্পষ্ট যে কত যতœ নিয়ে রোমিও জুলিয়েট কাজটি করা হয়েছে।’ জানা যায়, নাটকটি সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেল এবং একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচার হবে। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে ফারিণ বলেন, ‘রাজ ভাই ভীষণ যতœ নিয়ে নাটকটির প্রত্যেকটি দৃশ্য ধারণ করেছেন।

আমরা প্রত্যেকেই অনেক সচেতন থেকে শ্রম দিয়ে কাজটি করার চেষ্টা করেছি। আমার অভিনয় জীবনের শুরু থেকেই রাজ ভাইয়ের নির্দেশনায় কাজ করা হচ্ছে। তিনি সবসময়ই ভীষণ সহযোগিতা পরায়ণ।’

রবিবার, ১৭ জানুয়ারী ২০২১ , ৩ মাঘ ১৪২৭, ৩ জমাদিউস সানি ১৪৪২

জোভান ফারিনকে নিয়ে রাজের ‘রোমিও জুলিয়েট’

image

কিছুদিন আগে দর্শকপ্রিয় নাট্যনির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের বাবা ইন্তেকাল করেছেন। বাবাকে হারানোর শোক কিছুটা কাটিয়ে উঠে রাজ আবারও নাটক নির্মাণে ব্যস্ত হয়ে উঠেছেন। বছরের শুরুতেই তিনি তার নির্মিত এই সময়ের জনপ্রিয় ধারাবাহিক নাটক (এনটিভিতে প্রচার চলতি) ‘ফ্যামিলি ক্রাইসিস’র শেষ লটের কাজ করেন। আর এর পরপরই ভালোবাসা দিবসের জন্য তিনি নির্মাণ করেছেন ‘রোমিও জুলিয়েট’ নাটকটি। রাজের ভাষ্যমতে এটি একটি রিপিটেড লাভ স্টোরি’র নাটক। নাটকটি রচনা করেছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ নিজেই। এতে জুটি হিসেবে দেখা যাবে জোভান ও তাসনিয়া ফারিনকে। এরইমধ্যে নাটকটির দৃশ্য ধারণের কাজ শেষ হয়েছে বলে জানান রাজ। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে জোভান বলেন, ‘রোমিও জুলিয়েট নাটকটি পরিবারের গল্প, রোমান্সেরও গল্প। এটি একটি সম্পূর্ণ ভালোবাসা দিবসের নাটক। আর রাজ ভাইয়ের সঙ্গে বেশ মজা করতে করতেই ভালো কাজ দাঁড়িয়ে যায়। সাধারণত এখন একটি নাটক বা টেলিফিল্ম দুদিনেই নির্মিত হয়ে যায়। কিন্তু রোমিও জুলিয়েট নাটকটি আমরা তিন দিনে করেছি। সুতরাং এতেই স্পষ্ট যে কত যতœ নিয়ে রোমিও জুলিয়েট কাজটি করা হয়েছে।’ জানা যায়, নাটকটি সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেল এবং একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচার হবে। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে ফারিণ বলেন, ‘রাজ ভাই ভীষণ যতœ নিয়ে নাটকটির প্রত্যেকটি দৃশ্য ধারণ করেছেন।

আমরা প্রত্যেকেই অনেক সচেতন থেকে শ্রম দিয়ে কাজটি করার চেষ্টা করেছি। আমার অভিনয় জীবনের শুরু থেকেই রাজ ভাইয়ের নির্দেশনায় কাজ করা হচ্ছে। তিনি সবসময়ই ভীষণ সহযোগিতা পরায়ণ।’