বাহরাইনে ইসরায়েলি চার্জ দ্য অ্যাফেয়ার্স নিয়োগ জনগণের প্রতিবাদ

আরব রাষ্ট্র বাহরাইনে ইহুদিবাদী ইসরায়েল তাদের চার্জ দ্য অ্যাফেয়ার্স নিয়োগ করেছে। গত সেপ্টেম্বর মাসে ইসরায়েলের সঙ্গে বাহরাইন সম্পর্ক স্বাভাবিক করার পর তেল আবিবের পক্ষ থেকে এ পদক্ষেপ নেয়া হলো।

তবে ইহুদিবাদী ইসরায়েলের চার্জ দ্য অ্যাফেয়ার্স নিয়োগের এ ঘটনাকে মেনে নিতে পারেননি বাহরাইনের সাধারণ জনগণ সারা দেশে এর বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভ করেছেন তারা।

বিক্ষোভ মিছিলে যোগ দেয়া লোকজনকে ব্যানার-ফেস্টুন ব্যবহার করতে দেখা যায় যাতে লেখা ছিল- ‘দখলদার ইসরায়েল তোমার কোন ঠাঁই নেই আমাদের দেশে। আমরা তোমাকে বহিষ্কার করব।’

ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের টুইটার অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে বলা হয়েছে, ইটাই ট্যাগনার নামে এক ব্যক্তিকে চার্জ দ্য অ্যাফেয়ার্স নিয়োগ করা হয়েছে এবং তিনি এরইমধ্যে বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী খালিদ বিন আহমাদ আলে খলিফার সঙ্গে সাক্ষাৎ করেছেন।

এরপর বাহরাইনের জনগণ এই বিক্ষোভ মিছিল করলেন।

যদিও গত সেপ্টেম্বর মাস থেকে ইসরায়েলের সঙ্গে বাহরাইন আনুষ্ঠানিকভাবে সম্পর্ক প্রতিষ্ঠা করেছে তবে কয়েক দশক আগে থেকেই তেল আবিবের সঙ্গে সম্পর্ক রক্ষা করে আসছিল। বাহরাইনের আগে সংযুক্ত আরব আমিরাত ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে। এরপর আফ্রিকার দেশ সুদান এবং মরক্কো একই পথ অনুসরণ করেছে। এই চার দেশের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিক করার ক্ষেত্রে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশেষ ভূমিকা রেখেছেন। পার্স টুডে।

রবিবার, ১৭ জানুয়ারী ২০২১ , ৩ মাঘ ১৪২৭, ৩ জমাদিউস সানি ১৪৪২

বাহরাইনে ইসরায়েলি চার্জ দ্য অ্যাফেয়ার্স নিয়োগ জনগণের প্রতিবাদ

আরব রাষ্ট্র বাহরাইনে ইহুদিবাদী ইসরায়েল তাদের চার্জ দ্য অ্যাফেয়ার্স নিয়োগ করেছে। গত সেপ্টেম্বর মাসে ইসরায়েলের সঙ্গে বাহরাইন সম্পর্ক স্বাভাবিক করার পর তেল আবিবের পক্ষ থেকে এ পদক্ষেপ নেয়া হলো।

তবে ইহুদিবাদী ইসরায়েলের চার্জ দ্য অ্যাফেয়ার্স নিয়োগের এ ঘটনাকে মেনে নিতে পারেননি বাহরাইনের সাধারণ জনগণ সারা দেশে এর বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভ করেছেন তারা।

বিক্ষোভ মিছিলে যোগ দেয়া লোকজনকে ব্যানার-ফেস্টুন ব্যবহার করতে দেখা যায় যাতে লেখা ছিল- ‘দখলদার ইসরায়েল তোমার কোন ঠাঁই নেই আমাদের দেশে। আমরা তোমাকে বহিষ্কার করব।’

ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের টুইটার অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে বলা হয়েছে, ইটাই ট্যাগনার নামে এক ব্যক্তিকে চার্জ দ্য অ্যাফেয়ার্স নিয়োগ করা হয়েছে এবং তিনি এরইমধ্যে বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী খালিদ বিন আহমাদ আলে খলিফার সঙ্গে সাক্ষাৎ করেছেন।

এরপর বাহরাইনের জনগণ এই বিক্ষোভ মিছিল করলেন।

যদিও গত সেপ্টেম্বর মাস থেকে ইসরায়েলের সঙ্গে বাহরাইন আনুষ্ঠানিকভাবে সম্পর্ক প্রতিষ্ঠা করেছে তবে কয়েক দশক আগে থেকেই তেল আবিবের সঙ্গে সম্পর্ক রক্ষা করে আসছিল। বাহরাইনের আগে সংযুক্ত আরব আমিরাত ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে। এরপর আফ্রিকার দেশ সুদান এবং মরক্কো একই পথ অনুসরণ করেছে। এই চার দেশের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিক করার ক্ষেত্রে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশেষ ভূমিকা রেখেছেন। পার্স টুডে।