উগান্ডার নির্বাচনে ব্যাপক কারচুপি

আফ্রিকর দেশ উগান্ডার সাধারণ নির্বাচনে ব্যাপক কারচুপি এবং সহিংসতার অভিযোগ এনেছেন প্রেসিডেন্ট পদে প্রধান প্রতিদ্বন্দ্বী ববি ওয়াইন। আল-জাজিরা

এক টুইটার বার্তায় ববি ওয়াইন এ অভিযোগ জানালেও নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদ প্রকাশ করেছেন।

উগান্ডায় ভোট গ্রহণ শেষে এখন গণনার কাজ চলছে। প্রেসিডেন্ট পদে ১১ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার মধ্যে ক্ষমতাসীন প্রেসিডেন্ট ইওবেরি মুসাভেনিকে জনপ্রিয়তার মাত্রায় চ্যালেঞ্জ করছেন রেগে শিল্পী ববি ওয়াইন। ক্ষমতাসীন প্রেসিডেন্টের বিরুদ্ধে ইন্টারনেট ব্ল্যাকআউট রেখে ভোট আয়োজন, কারচুপি এবং সহিংসতার অভিযোগ উঠলেও দেশটির নির্বাচন কমিশন নির্বাচনের স্বচ্ছতার ব্যাপার নিয়ে ইতিবাচক বক্তব্য দিয়ে রেখেছে।

যুক্তরাষ্ট্রভিত্তিক নির্বাচন পর্যবেক্ষকরা জানিয়েছেন, নির্বাচনে প্রেসিডেন্ট ক্ষমতার অপব্যবহার করছেন, সেক্ষেত্রে নির্বাচনের ফলাফল নিরপেক্ষ রাখা কঠিন হয়ে পড়বে বলে মনে করছেন তারা।

রবিবার, ১৭ জানুয়ারী ২০২১ , ৩ মাঘ ১৪২৭, ৩ জমাদিউস সানি ১৪৪২

উগান্ডার নির্বাচনে ব্যাপক কারচুপি

image

আফ্রিকর দেশ উগান্ডার সাধারণ নির্বাচনে ব্যাপক কারচুপি এবং সহিংসতার অভিযোগ এনেছেন প্রেসিডেন্ট পদে প্রধান প্রতিদ্বন্দ্বী ববি ওয়াইন। আল-জাজিরা

এক টুইটার বার্তায় ববি ওয়াইন এ অভিযোগ জানালেও নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদ প্রকাশ করেছেন।

উগান্ডায় ভোট গ্রহণ শেষে এখন গণনার কাজ চলছে। প্রেসিডেন্ট পদে ১১ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার মধ্যে ক্ষমতাসীন প্রেসিডেন্ট ইওবেরি মুসাভেনিকে জনপ্রিয়তার মাত্রায় চ্যালেঞ্জ করছেন রেগে শিল্পী ববি ওয়াইন। ক্ষমতাসীন প্রেসিডেন্টের বিরুদ্ধে ইন্টারনেট ব্ল্যাকআউট রেখে ভোট আয়োজন, কারচুপি এবং সহিংসতার অভিযোগ উঠলেও দেশটির নির্বাচন কমিশন নির্বাচনের স্বচ্ছতার ব্যাপার নিয়ে ইতিবাচক বক্তব্য দিয়ে রেখেছে।

যুক্তরাষ্ট্রভিত্তিক নির্বাচন পর্যবেক্ষকরা জানিয়েছেন, নির্বাচনে প্রেসিডেন্ট ক্ষমতার অপব্যবহার করছেন, সেক্ষেত্রে নির্বাচনের ফলাফল নিরপেক্ষ রাখা কঠিন হয়ে পড়বে বলে মনে করছেন তারা।