নরসিংদীর দুটি ইটভাটায় ৪ লাখ টাকা জরিমানা

পরিবেশ দূষণবিরোধী অভিযান ও পরিবেশ সংরক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে গতকাল পরিবেশ অধিদপ্তর নরসিংদী জেলা কার্যালয়ের উদ্যোগে পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইং-এর বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট নওরীন হকের নেতৃত্বে নরসিংদী জেলার দুটি উপজেলায় অভিযান পরিচালনা করে।

অভিযানে নরসিংদী জেলর রায়পুরা উপজেলার মাঝেরচরে অবস্থিত মেসার্স মা মনি ব্রিকস ফিল্ডকে ১ লাখ টাকা জরিমানা ও ইটভাটাটি পানি দিয়ে ধ্বংস করা হয় এবং বেলাব উপজেলার ইব্রাহিমপুরে অবস্থিত মেসার্স পায়েল অ্যান্ড শান্ত ব্রিকস ফিল্ডকে (বর্তমান নাম-মেসার্স নাহিদ ব্রিকস ফিল্ড) ৩ লাখ টাকা জরিমানা এবং এক্সকেভেটর দিয়ে ভাটাটি গুড়িয়ে দেয়া হয়।

অভিযানে পরিবেশ অধিদপ্তর, নরসিংদী জেলা কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা, জেলা পুলিশ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা উপস্থিত ছিলেন।

সোমবার, ১৮ জানুয়ারী ২০২১ , ৪ মাঘ ১৪২৭, ৪ জমাদিউস সানি ১৪৪২

নরসিংদীর দুটি ইটভাটায় ৪ লাখ টাকা জরিমানা

প্রতিনিধি, নরসিংদী

পরিবেশ দূষণবিরোধী অভিযান ও পরিবেশ সংরক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে গতকাল পরিবেশ অধিদপ্তর নরসিংদী জেলা কার্যালয়ের উদ্যোগে পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইং-এর বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট নওরীন হকের নেতৃত্বে নরসিংদী জেলার দুটি উপজেলায় অভিযান পরিচালনা করে।

অভিযানে নরসিংদী জেলর রায়পুরা উপজেলার মাঝেরচরে অবস্থিত মেসার্স মা মনি ব্রিকস ফিল্ডকে ১ লাখ টাকা জরিমানা ও ইটভাটাটি পানি দিয়ে ধ্বংস করা হয় এবং বেলাব উপজেলার ইব্রাহিমপুরে অবস্থিত মেসার্স পায়েল অ্যান্ড শান্ত ব্রিকস ফিল্ডকে (বর্তমান নাম-মেসার্স নাহিদ ব্রিকস ফিল্ড) ৩ লাখ টাকা জরিমানা এবং এক্সকেভেটর দিয়ে ভাটাটি গুড়িয়ে দেয়া হয়।

অভিযানে পরিবেশ অধিদপ্তর, নরসিংদী জেলা কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা, জেলা পুলিশ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা উপস্থিত ছিলেন।