চট্টগ্রামে আরও ৮৮ জনের দেহে করোনা শনাক্ত

চট্টগ্রামে আরো ৮৮ জনের দেহে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১ হাজার ১৬৮টি নমুনা পরীক্ষা করে এই ৮৮ জনের দেহে করোনাভাইরাসের অস্তিত্ব মিলে। এ নিয়ে মোট করোনা আক্রান্ত ৩২ হাজার ১২ জন। তবে গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনায় কারও মৃত্যু হয়নি। গতকাল শনিবার সকালে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে। চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষায় ৮৮ জন নতুন আক্রান্ত শনাক্ত হয়েছেন। নতুন আক্রান্তদের মধ্যে নগরে ৭৭ জন এবং উপজেলায় ১১ জন। এখন পর্যন্ত করোনায় মারা গেছেন মোট ৩৬৬ জন। ওই প্রতিবেদনের তথ্য অনুযায়ী, কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাব ও চট্টগ্রামে ৭টি ল্যাবে নমুনা পরীক্ষা হয়। এতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাবে ১০৫টি নমুনা পরীক্ষা করে ২৭ জন ও বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ২৬২ জনের নমুনা পরীক্ষায় ৮ রসধমব জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে। অন্যদিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ল্যাবে ৪৭১টি নমুনা পরীক্ষা করে ২১ জনের দেহে পাওয়া যায়। তবে সিভাসুতে ল্যাবে কোন নমুনা পরীক্ষা হয়নি। এদিকে শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ৮৪টি নমুনা পরীক্ষা করে ১৪ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ১৮টি নমুনা পরীক্ষা করে ৫ জন এবং বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৮৪টি নমুনা পরীক্ষা করে ১৩ জনের করোনা পজেটিভ এসেছে। এছাড়া কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে ১৪৪টি নমুনা পরীক্ষা করে কোন শরীরে করোনা শনাক্ত হয়নি বলে জানা গেছে।

আরও খবর
বালুমহল ইজারায় হুমকিতে শেখ রাসেল কুষ্টিয়া-হরিপুর সংযোগ সেতু : ক্ষুব্ধ গ্রামবাসী
এক বছরে টেকনাফ সীমান্তে ২১১ কোটি টাকার মাদক স্বর্ণ-অস্ত্র জব্দ ধৃত ২৪৪ : হত ১৪
সিদ্ধিরগঞ্জেই সর্বপ্রথম ময়লা থেকে বিদ্যুৎ উৎপন্ন হবে মেয়র আইভী
করতোয়া-কাটাখালী-বাঙালিজুড়ে বালু উত্তোলনের মহোৎসব
চাটমোহরে সড়কে ঝরলেন বৃদ্ধ
কিশোরগঞ্জে করোনায় আরও একজনের মৃত্যু
বগুড়ায় জেলা জজের অসৌজন্য আচরণের প্রতিবাদে আইনজীবীদের মানববন্ধন
বাগেরহাটের গাঁজাসহ আটক ২
লাকসাম সড়কে গড়ে উঠেছে অবাধে ওয়েলডিং কারখানা
বিএনপির মেয়রপ্রার্থী পরিবর্তনের দাবিতে তৃণমূলের বিক্ষোভ শতাধিক নেতার গণপদত্যাগের হুমকি
নন্দীগ্রামে ভোট প্রার্থনায় ব্যস্ত প্রার্থীরা
সেশন ফি না দেয়ায় বই পায়নি ৩ শতাধিক শিক্ষার্থী
চাটখিলে পঙ্গু রিকশাচালকের নাম ভাঙিয়ে টাকা আত্মসাৎ
বাঁশখালীতে মুজিববর্ষে ঘর পাচ্ছে ২৫ গৃহহীন

সোমবার, ১৮ জানুয়ারী ২০২১ , ৪ মাঘ ১৪২৭, ৪ জমাদিউস সানি ১৪৪২

চট্টগ্রামে আরও ৮৮ জনের দেহে করোনা শনাক্ত

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রামে আরো ৮৮ জনের দেহে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১ হাজার ১৬৮টি নমুনা পরীক্ষা করে এই ৮৮ জনের দেহে করোনাভাইরাসের অস্তিত্ব মিলে। এ নিয়ে মোট করোনা আক্রান্ত ৩২ হাজার ১২ জন। তবে গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনায় কারও মৃত্যু হয়নি। গতকাল শনিবার সকালে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে। চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষায় ৮৮ জন নতুন আক্রান্ত শনাক্ত হয়েছেন। নতুন আক্রান্তদের মধ্যে নগরে ৭৭ জন এবং উপজেলায় ১১ জন। এখন পর্যন্ত করোনায় মারা গেছেন মোট ৩৬৬ জন। ওই প্রতিবেদনের তথ্য অনুযায়ী, কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাব ও চট্টগ্রামে ৭টি ল্যাবে নমুনা পরীক্ষা হয়। এতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাবে ১০৫টি নমুনা পরীক্ষা করে ২৭ জন ও বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ২৬২ জনের নমুনা পরীক্ষায় ৮ রসধমব জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে। অন্যদিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ল্যাবে ৪৭১টি নমুনা পরীক্ষা করে ২১ জনের দেহে পাওয়া যায়। তবে সিভাসুতে ল্যাবে কোন নমুনা পরীক্ষা হয়নি। এদিকে শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ৮৪টি নমুনা পরীক্ষা করে ১৪ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ১৮টি নমুনা পরীক্ষা করে ৫ জন এবং বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৮৪টি নমুনা পরীক্ষা করে ১৩ জনের করোনা পজেটিভ এসেছে। এছাড়া কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে ১৪৪টি নমুনা পরীক্ষা করে কোন শরীরে করোনা শনাক্ত হয়নি বলে জানা গেছে।