বগুড়ায় জেলা জজের অসৌজন্য আচরণের প্রতিবাদে আইনজীবীদের মানববন্ধন

বীর মুক্তিযাদ্ধা, বার কাউন্ডিল সদস্য অ্যাড. রেজাউল করিম মন্টুকে বিজ্ঞ জেলা জজ নরেশ চন্দ্র সরকার কর্তৃক অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

গতকাল রোববার কোর্ট চত্ব¡র এলাকায় বগুড়া বার সমিতির আইনজীবীরা এ মানববন্ধন করে। মানববন্ধনে উপস্থিত ছিলেন এসএম সাইদ আখতার পপি, বগুড়া বারের সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. ওয়াজেদুর রহমান ওয়াজেদ, অ্যাড. সফিকুল ইসলাম নাফরু, অ্যাড. সাহাদত হোসেন, অ্যাড. মোস্তফা কামাল প্রিন্স, অ্যাড. জাহেদুল ইসলাম বাচ্চু, অ্যাড. রফিকুল ইসলাম, অ্যাড. শাহরিয়ার ফাহিম প্রমুখ।

বক্তারা বলেন, বগুড়া জেলা জজ নরেশ চন্দ্র সরকার আইনজীবীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ ও তাদের সাথে দূর ব্যবহার বন্ধসহ তাকে অন্যত্র বদলি করার দাবি জানান।

এর আগে বৃহস্পতিবার রাতে বগুড়া বার সমিতির তলবি সভায় আদালত বর্জণের সিদ্ধান্ত নেয়া হয়। সে সিদ্ধান্ত মোতাবেক আইনজীবীরা আদালত বর্জন অব্যাহত রয়েছে। জেলা জজ বদলি না হওয়া পর্যন্ত আদালত বর্জন অব্যাহত থাকবে।

আরও খবর
বালুমহল ইজারায় হুমকিতে শেখ রাসেল কুষ্টিয়া-হরিপুর সংযোগ সেতু : ক্ষুব্ধ গ্রামবাসী
এক বছরে টেকনাফ সীমান্তে ২১১ কোটি টাকার মাদক স্বর্ণ-অস্ত্র জব্দ ধৃত ২৪৪ : হত ১৪
সিদ্ধিরগঞ্জেই সর্বপ্রথম ময়লা থেকে বিদ্যুৎ উৎপন্ন হবে মেয়র আইভী
করতোয়া-কাটাখালী-বাঙালিজুড়ে বালু উত্তোলনের মহোৎসব
চাটমোহরে সড়কে ঝরলেন বৃদ্ধ
কিশোরগঞ্জে করোনায় আরও একজনের মৃত্যু
চট্টগ্রামে আরও ৮৮ জনের দেহে করোনা শনাক্ত
বাগেরহাটের গাঁজাসহ আটক ২
লাকসাম সড়কে গড়ে উঠেছে অবাধে ওয়েলডিং কারখানা
বিএনপির মেয়রপ্রার্থী পরিবর্তনের দাবিতে তৃণমূলের বিক্ষোভ শতাধিক নেতার গণপদত্যাগের হুমকি
নন্দীগ্রামে ভোট প্রার্থনায় ব্যস্ত প্রার্থীরা
সেশন ফি না দেয়ায় বই পায়নি ৩ শতাধিক শিক্ষার্থী
চাটখিলে পঙ্গু রিকশাচালকের নাম ভাঙিয়ে টাকা আত্মসাৎ
বাঁশখালীতে মুজিববর্ষে ঘর পাচ্ছে ২৫ গৃহহীন

সোমবার, ১৮ জানুয়ারী ২০২১ , ৪ মাঘ ১৪২৭, ৪ জমাদিউস সানি ১৪৪২

বগুড়ায় জেলা জজের অসৌজন্য আচরণের প্রতিবাদে আইনজীবীদের মানববন্ধন

প্রতিনিধি, বগুড়া

বীর মুক্তিযাদ্ধা, বার কাউন্ডিল সদস্য অ্যাড. রেজাউল করিম মন্টুকে বিজ্ঞ জেলা জজ নরেশ চন্দ্র সরকার কর্তৃক অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

গতকাল রোববার কোর্ট চত্ব¡র এলাকায় বগুড়া বার সমিতির আইনজীবীরা এ মানববন্ধন করে। মানববন্ধনে উপস্থিত ছিলেন এসএম সাইদ আখতার পপি, বগুড়া বারের সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. ওয়াজেদুর রহমান ওয়াজেদ, অ্যাড. সফিকুল ইসলাম নাফরু, অ্যাড. সাহাদত হোসেন, অ্যাড. মোস্তফা কামাল প্রিন্স, অ্যাড. জাহেদুল ইসলাম বাচ্চু, অ্যাড. রফিকুল ইসলাম, অ্যাড. শাহরিয়ার ফাহিম প্রমুখ।

বক্তারা বলেন, বগুড়া জেলা জজ নরেশ চন্দ্র সরকার আইনজীবীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ ও তাদের সাথে দূর ব্যবহার বন্ধসহ তাকে অন্যত্র বদলি করার দাবি জানান।

এর আগে বৃহস্পতিবার রাতে বগুড়া বার সমিতির তলবি সভায় আদালত বর্জণের সিদ্ধান্ত নেয়া হয়। সে সিদ্ধান্ত মোতাবেক আইনজীবীরা আদালত বর্জন অব্যাহত রয়েছে। জেলা জজ বদলি না হওয়া পর্যন্ত আদালত বর্জন অব্যাহত থাকবে।