নন্দীগ্রামে ভোট প্রার্থনায় ব্যস্ত প্রার্থীরা

আগামী ৩০ জানুয়ারি বগুড়ার নন্দীগ্রাম পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। সেদিকটা লক্ষ্য রেখে ভোট প্রার্থনায় ব্যস্ত প্রার্থীরা। নন্দীগ্রাম পৌরসভার মোট ভোটার সংখ্যা ১৫ হাজার ৯শ’ ৪৪ জন। নন্দীগ্রাম পৌরসভার মেয়র পদে ৩, ৯ ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ২৭ ও ৩ সংরক্ষিত মহিলা আসনে কাউন্সিলর পদে ১৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। প্রার্থীরা প্রত্যাশা আর প্রতিশ্রুতির ফুলঝুড়ি নিয়ে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করছে। কুয়াশাঘন তীব্র শীত উপেক্ষা করে প্রার্থীরা ভোট প্রার্থনায় ব্যস্ত সময় অতিক্রম করছে। মর্যাদার লড়াইয়ে প্রার্থীদের নেই কোন পিছুটান। মেয়র পদে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আনিছুর রহমান নৌকা প্রতীক, বিএনপি মনোনীত প্রার্থী সুশান্ত কুমার সরকার শান্ত ধানের শীষ প্রতীক ও স্বতন্ত্র প্রার্থী কামরুল হাসান সিদ্দিকী জুয়েল জগ প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছে। আনিছুর রহমান নন্দীগ্রাম পৌরসভার প্যানেল মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি। তিনি ৯নং ওয়ার্ড থেকে ২ বার কাউন্সিলর নির্বাচিত হন। সুশান্ত কুমার সরকার শান্ত ২ বার ইউপি সদস্য, ২ বার ইউপি চেয়ারম্যান ও ১ বার মেয়র নির্বাচিত হয়েছিলেন। কামরুল হাসান সিদ্দিকী জুয়েল ২ বার মেয়র নির্বাচিত হন। তাই ৩ মেয়র প্রার্থীরই নির্বাচনে অভিজ্ঞ। দলীয় প্রার্থীরা দলের নেতাকর্মীদের সাথে নিয়ে গণসংযোগ ও ভোট প্রার্থনা করছেন। স্বতন্ত্র প্রার্থী পরিবার-স্বজনদের নিয়ে ভোট প্রার্থনা করছে। নন্দীগ্রাম পৌরসভা নির্বাচন সামনে রেখে ভোটারদের মাঝেও ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। চা স্টলেও ভোটারদের সমাগম বেশি দেখা যাচ্ছে। পোস্টারে ছেয়ে গেছে নন্দীগ্রাম পৌর এলাকা।

প্রার্থীদের প্রচার-প্রচারণায় মাইকিংও চলছে। তাই নন্দীগ্রাম পৌরসভা নির্বাচনের প্রচার-প্রচারণা এখন তুঙ্গে। নন্দীগ্রাম পৌরসভা নির্বাচন বিষয়ে সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুস সালামের সাথে কথা বললে তিনি বলেন, শান্তিপূর্ণভাবে নন্দীগ্রাম পৌরসভা নির্বাচন সম্পন্ন করতে আমাদের সব ধরনের প্রস্তুতি রয়েছে। আশাকরি নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হবে।

image
আরও খবর
বালুমহল ইজারায় হুমকিতে শেখ রাসেল কুষ্টিয়া-হরিপুর সংযোগ সেতু : ক্ষুব্ধ গ্রামবাসী
এক বছরে টেকনাফ সীমান্তে ২১১ কোটি টাকার মাদক স্বর্ণ-অস্ত্র জব্দ ধৃত ২৪৪ : হত ১৪
সিদ্ধিরগঞ্জেই সর্বপ্রথম ময়লা থেকে বিদ্যুৎ উৎপন্ন হবে মেয়র আইভী
করতোয়া-কাটাখালী-বাঙালিজুড়ে বালু উত্তোলনের মহোৎসব
চাটমোহরে সড়কে ঝরলেন বৃদ্ধ
কিশোরগঞ্জে করোনায় আরও একজনের মৃত্যু
চট্টগ্রামে আরও ৮৮ জনের দেহে করোনা শনাক্ত
বগুড়ায় জেলা জজের অসৌজন্য আচরণের প্রতিবাদে আইনজীবীদের মানববন্ধন
বাগেরহাটের গাঁজাসহ আটক ২
লাকসাম সড়কে গড়ে উঠেছে অবাধে ওয়েলডিং কারখানা
বিএনপির মেয়রপ্রার্থী পরিবর্তনের দাবিতে তৃণমূলের বিক্ষোভ শতাধিক নেতার গণপদত্যাগের হুমকি
সেশন ফি না দেয়ায় বই পায়নি ৩ শতাধিক শিক্ষার্থী
চাটখিলে পঙ্গু রিকশাচালকের নাম ভাঙিয়ে টাকা আত্মসাৎ
বাঁশখালীতে মুজিববর্ষে ঘর পাচ্ছে ২৫ গৃহহীন

সোমবার, ১৮ জানুয়ারী ২০২১ , ৪ মাঘ ১৪২৭, ৪ জমাদিউস সানি ১৪৪২

নন্দীগ্রামে ভোট প্রার্থনায় ব্যস্ত প্রার্থীরা

প্রতিনিধি, নন্দীগ্রাম (বগুড়া)

image

আগামী ৩০ জানুয়ারি বগুড়ার নন্দীগ্রাম পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। সেদিকটা লক্ষ্য রেখে ভোট প্রার্থনায় ব্যস্ত প্রার্থীরা। নন্দীগ্রাম পৌরসভার মোট ভোটার সংখ্যা ১৫ হাজার ৯শ’ ৪৪ জন। নন্দীগ্রাম পৌরসভার মেয়র পদে ৩, ৯ ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ২৭ ও ৩ সংরক্ষিত মহিলা আসনে কাউন্সিলর পদে ১৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। প্রার্থীরা প্রত্যাশা আর প্রতিশ্রুতির ফুলঝুড়ি নিয়ে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করছে। কুয়াশাঘন তীব্র শীত উপেক্ষা করে প্রার্থীরা ভোট প্রার্থনায় ব্যস্ত সময় অতিক্রম করছে। মর্যাদার লড়াইয়ে প্রার্থীদের নেই কোন পিছুটান। মেয়র পদে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আনিছুর রহমান নৌকা প্রতীক, বিএনপি মনোনীত প্রার্থী সুশান্ত কুমার সরকার শান্ত ধানের শীষ প্রতীক ও স্বতন্ত্র প্রার্থী কামরুল হাসান সিদ্দিকী জুয়েল জগ প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছে। আনিছুর রহমান নন্দীগ্রাম পৌরসভার প্যানেল মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি। তিনি ৯নং ওয়ার্ড থেকে ২ বার কাউন্সিলর নির্বাচিত হন। সুশান্ত কুমার সরকার শান্ত ২ বার ইউপি সদস্য, ২ বার ইউপি চেয়ারম্যান ও ১ বার মেয়র নির্বাচিত হয়েছিলেন। কামরুল হাসান সিদ্দিকী জুয়েল ২ বার মেয়র নির্বাচিত হন। তাই ৩ মেয়র প্রার্থীরই নির্বাচনে অভিজ্ঞ। দলীয় প্রার্থীরা দলের নেতাকর্মীদের সাথে নিয়ে গণসংযোগ ও ভোট প্রার্থনা করছেন। স্বতন্ত্র প্রার্থী পরিবার-স্বজনদের নিয়ে ভোট প্রার্থনা করছে। নন্দীগ্রাম পৌরসভা নির্বাচন সামনে রেখে ভোটারদের মাঝেও ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। চা স্টলেও ভোটারদের সমাগম বেশি দেখা যাচ্ছে। পোস্টারে ছেয়ে গেছে নন্দীগ্রাম পৌর এলাকা।

প্রার্থীদের প্রচার-প্রচারণায় মাইকিংও চলছে। তাই নন্দীগ্রাম পৌরসভা নির্বাচনের প্রচার-প্রচারণা এখন তুঙ্গে। নন্দীগ্রাম পৌরসভা নির্বাচন বিষয়ে সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুস সালামের সাথে কথা বললে তিনি বলেন, শান্তিপূর্ণভাবে নন্দীগ্রাম পৌরসভা নির্বাচন সম্পন্ন করতে আমাদের সব ধরনের প্রস্তুতি রয়েছে। আশাকরি নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হবে।