শামস সুমনের নতুন গান ‘সময়’

নতুন করে নতুন গান নিয়ে এসেছেন হানিফ সংকেতের ‘ইত্যাদি’খ্যাত সঙ্গীতশিল্পী শামস সুমন। গত ২ জানুয়ারি যাত্রা শুরু হলো শামস সুমনের নিজস্ব ইউটিউব চ্যানেল ‘ঝযধসং ঝঁসড়হ’. এই চ্যানেলই ‘শামস সুমন রেকর্ডস’র ব্যানারে প্রকাশিত হয়েছে তার নতুন গান ‘সময়’। গানটি লিখেছেন রোমান (এক্স ক্যাডেট), সুর করেছেন শামস সুমন নিজেই এবং সঙ্গীতায়োজন করেছেন আরাফাত বসনিয়া। শামস সুমন বলেন, বলা যায় প্রায় দুই বছর পর নিজের সুর করা নতুন গান প্রকাশিত হলো। এতোটা সাড়া পাবো ভাবিনি। সময় গানের শ্রোতাপ্রিয়তা বা দর্শকপ্রিয়তা নিয়ে আমি ভীষণ সন্তুষ্ট। আমার বিশ্বাস এই গান একটি মাইলফলক গান হিসেবেই রেকর্ড সৃষ্টি করবে। ‘সময়’ গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন হাসানুর রজো জিমি। ২০১০ সালে ইত্যাদিতে গান গাওয়ার পর সঙ্গীতা থেকে পরপর ‘অদিতি’ ও ‘দিশেহারা’ শিরোনামে দুটি অ্যালবাম প্রকাশিত হয়। তারপর ‘চিলেকোঠা’ নামেও আরেকটি অ্যালবাম প্রকাশিত হয়। ২০১৯ সালের ভালোবাসা দিবসে সিএমভি’র ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয় শহীদ মাহমুদ জঙ্গীর লেখা, শামস সুমনের সুরে, সুমন কল্যাণের সঙ্গীতায়োজনে সুমনের গাওয়া গান ‘খোলা চিঠি’।

সোমবার, ১৮ জানুয়ারী ২০২১ , ৪ মাঘ ১৪২৭, ৪ জমাদিউস সানি ১৪৪২

শামস সুমনের নতুন গান ‘সময়’

বিনোদন প্রতিবেদক |

image

নতুন করে নতুন গান নিয়ে এসেছেন হানিফ সংকেতের ‘ইত্যাদি’খ্যাত সঙ্গীতশিল্পী শামস সুমন। গত ২ জানুয়ারি যাত্রা শুরু হলো শামস সুমনের নিজস্ব ইউটিউব চ্যানেল ‘ঝযধসং ঝঁসড়হ’. এই চ্যানেলই ‘শামস সুমন রেকর্ডস’র ব্যানারে প্রকাশিত হয়েছে তার নতুন গান ‘সময়’। গানটি লিখেছেন রোমান (এক্স ক্যাডেট), সুর করেছেন শামস সুমন নিজেই এবং সঙ্গীতায়োজন করেছেন আরাফাত বসনিয়া। শামস সুমন বলেন, বলা যায় প্রায় দুই বছর পর নিজের সুর করা নতুন গান প্রকাশিত হলো। এতোটা সাড়া পাবো ভাবিনি। সময় গানের শ্রোতাপ্রিয়তা বা দর্শকপ্রিয়তা নিয়ে আমি ভীষণ সন্তুষ্ট। আমার বিশ্বাস এই গান একটি মাইলফলক গান হিসেবেই রেকর্ড সৃষ্টি করবে। ‘সময়’ গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন হাসানুর রজো জিমি। ২০১০ সালে ইত্যাদিতে গান গাওয়ার পর সঙ্গীতা থেকে পরপর ‘অদিতি’ ও ‘দিশেহারা’ শিরোনামে দুটি অ্যালবাম প্রকাশিত হয়। তারপর ‘চিলেকোঠা’ নামেও আরেকটি অ্যালবাম প্রকাশিত হয়। ২০১৯ সালের ভালোবাসা দিবসে সিএমভি’র ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয় শহীদ মাহমুদ জঙ্গীর লেখা, শামস সুমনের সুরে, সুমন কল্যাণের সঙ্গীতায়োজনে সুমনের গাওয়া গান ‘খোলা চিঠি’।