টেলিভিশনের জন্য ছবি নির্মাণ করছেন ডিপজল

দুবাই থেকে চিকিৎসা নিয়ে মনোয়ার হোসেন ডিপজল দেশে ফিরেছেন বেশ কিছুদিন হলো। এই অভিনেতা-প্রযোজক শুরু করেছেন নতুন চলচ্চিত্রের কাজ। নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান অমি-বনি কথাচিত্রের ব্যানারে তৈরি করছেন নতুন ছবি। নাম ‘মানুষ কেন অমানুষ’। তবে এর বিশেষত হলো, এটি তৈরি হচ্ছে টেলিভিশনের জন্য। ডিপজলের নিজের গল্পে ছবিটির চিত্রনাট্য লিখেছেন আব্দুল্লাহ জহির বাবু। পরিচালনা করছেন মনতাজুর রহমান আকবর। গত ১৫ জানুয়ারি সাভারে ডিপজলের শুটিংবাড়িতে মহরতের মধ্য দিয়ে এর কাজ শুরু হয়েছে। এতে কেন্দ্রীয় চরিত্রে ডিপজলের সঙ্গে অভিনয় করছেন জয় চৌধুরী ও মৌ খান। ডিপজল বলেন, মূলত একটি টেলিভিশন চ্যানেলের জন্য ছবিটি নির্মাণ করছি। বেশ কিছুদিন হলো পারিবারিক দ্বন্দ্ব-সংঘাত ও প্রেম-ভালোবাসার গল্প নিয়ে আমি কাজ করছি।

সোমবার, ১৮ জানুয়ারী ২০২১ , ৪ মাঘ ১৪২৭, ৪ জমাদিউস সানি ১৪৪২

টেলিভিশনের জন্য ছবি নির্মাণ করছেন ডিপজল

বিনোদন প্রতিবেদক |

দুবাই থেকে চিকিৎসা নিয়ে মনোয়ার হোসেন ডিপজল দেশে ফিরেছেন বেশ কিছুদিন হলো। এই অভিনেতা-প্রযোজক শুরু করেছেন নতুন চলচ্চিত্রের কাজ। নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান অমি-বনি কথাচিত্রের ব্যানারে তৈরি করছেন নতুন ছবি। নাম ‘মানুষ কেন অমানুষ’। তবে এর বিশেষত হলো, এটি তৈরি হচ্ছে টেলিভিশনের জন্য। ডিপজলের নিজের গল্পে ছবিটির চিত্রনাট্য লিখেছেন আব্দুল্লাহ জহির বাবু। পরিচালনা করছেন মনতাজুর রহমান আকবর। গত ১৫ জানুয়ারি সাভারে ডিপজলের শুটিংবাড়িতে মহরতের মধ্য দিয়ে এর কাজ শুরু হয়েছে। এতে কেন্দ্রীয় চরিত্রে ডিপজলের সঙ্গে অভিনয় করছেন জয় চৌধুরী ও মৌ খান। ডিপজল বলেন, মূলত একটি টেলিভিশন চ্যানেলের জন্য ছবিটি নির্মাণ করছি। বেশ কিছুদিন হলো পারিবারিক দ্বন্দ্ব-সংঘাত ও প্রেম-ভালোবাসার গল্প নিয়ে আমি কাজ করছি।