আট মাসে করোনা সর্বনিম্ন শনাক্ত, মৃত্যু ২৩

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে সাত হাজার ৯০৬ জনের। নতুন করে শনাক্ত হয়েছেন ৫৬৯ জন। যা গত ৮ মাসের মধ্যে সর্বনিম্ন। এর আগে গত ১ মে শনাক্ত হয়েছিলেন ৫৭১ জন এবং ২৮ এপ্রিল শনাক্ত হয়েছিলেন ৫৪৯ জন। গত শনিবার শনাক্ত হন ৫৭৮ জন। দেশে সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে পাঁচ লাখ ২৭ হাজার ৬২৩ জনে। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৬৮১ জন, এখন পর্যন্ত সুস্থ হয়েছেন চার লাখ ৭২ হাজার ৪৩৭ জন। গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্তের হার চার দশমিক ২৩ শতাংশ এবং এখন পর্যন্ত শনাক্তের হার ১৫ দশমিক ২৬ শতাংশ। গত ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯ দশমিক ৫৪ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুহার এক দশমিক ৫০ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, দেশে বর্তমানে ১৯৯টি পরীক্ষাগারে করোনার নমুনা পরীক্ষা করা হচ্ছে। এরমধ্যে আরটি-পিসিআর পরীক্ষাগার আছে ১১৫টি, জিন-এক্সপার্টের মাধ্যমে পরীক্ষা হচ্ছে ২৮টি পরীক্ষাগারে, আর র‌্যাপিড অ্যান্টিজেন টেস্টের মাধ্যমে করোনার নমুনা পরীক্ষা করা হচ্ছে ৫৬টি পরীক্ষাগারে।

গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগ্রহ করা হয়েছে ১৩ হাজার ৫৫৩টি এবং পরীক্ষা করা হয়েছে ১৩ হাজার ৪৪৬টি। এখন পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ৩৪ লাখ ৫৭ হাজার ৪৫৩টি। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা করা হয়েছে ২৭ লাখ ১৭ হাজার ৬৬৯টি এবং বেসরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা করা হয়েছে সাত লাখ ৩৯ হাজার ৭৮৪টি।

২৪ ঘণ্টায় মারা যাওয়া ২৩ জনের মধ্যে পুরুষ ১৬ জন, আর নারী সাত জন। এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে পুরুষ মারা গেছেন পাঁচ হাজার ৯৯২ জন, আর নারী মারা গেছেন এক হাজার ৯১৪ জন। শতকরা হিসাবে পুরুষ ৭৫ দশমিক ৭৯ শতাংশ, আর নারী ২৪ দশমিক ২১ শতাংশ। ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে বয়স বিবেচনায় ষাটোর্ধ্ব রয়েছেন ১৬ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে আছেন ছয় জন এবং ৪১ থেকে ৫০ বছরের মধ্যে আছেন একজন।

বিভাগভিত্তিক মৃত্যু বিশ্লেষণে অধিদপ্তর জানিয়েছে, ২৩ জনের মধ্যে ঢাকা বিভাগের আছেন ১৬ জন, ময়মনসিংহ বিভাগের দুই জন এবং চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট ও রংপুর বিভাগের একজন করে। এরা সবাই হাসপাতালে মারা গেছেন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হওয়া ৬৮১ জনের মধ্যে ঢাকা বিভাগের আছেন ৪৫০ জন, চট্টগ্রাম বিভাগের ৯৮ জন, রংপুর বিভাগের পাঁচ জন, খুলনা বিভাগের ২৩ জন, বরিশাল বিভাগের ১৩ জন, রাজশাহী বিভাগের ৬৬ জন, সিলেট বিভাগের ১৬ জন এবং ময়মনসিংহ বিভাগের ১০ জন।

গত ২৪ ঘণ্টায় নতুন করে কোয়ারেন্টিনে যুক্ত হয়েছেন ৪৫৫ জন, ছাড় পেয়েছেন ৬৪৩ জন। এখন পর্যন্ত কোয়ারেন্টিনে যুক্ত হয়েছেন ছয় লাখ ১২ হাজার ৬৩৭ জন, ছাড় পেয়েছেন পাঁচ লাখ ৭৫ হাজার ৯২৩ জন। বর্তমানে কোয়ারেন্টিনে আছেন ৩৬ হাজার ৭১৪ জন। গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে আছেন ৬৭ জন, ছাড় পেয়েছেন ১১১ জন। এখন পর্যন্ত আইসোলেশনে যুক্ত হয়েছেন ৯৮ হাজার ১৪৩ জন, ছাড় পেয়েছেন ৮৬ হাজার ৯৯৫ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ১১ হাজার ১৪৮ জন।

সোমবার, ১৮ জানুয়ারী ২০২১ , ৪ মাঘ ১৪২৭, ৪ জমাদিউস সানি ১৪৪২

আট মাসে করোনা সর্বনিম্ন শনাক্ত, মৃত্যু ২৩

নিজস্ব বার্তা পরিবেশক |

image

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে সাত হাজার ৯০৬ জনের। নতুন করে শনাক্ত হয়েছেন ৫৬৯ জন। যা গত ৮ মাসের মধ্যে সর্বনিম্ন। এর আগে গত ১ মে শনাক্ত হয়েছিলেন ৫৭১ জন এবং ২৮ এপ্রিল শনাক্ত হয়েছিলেন ৫৪৯ জন। গত শনিবার শনাক্ত হন ৫৭৮ জন। দেশে সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে পাঁচ লাখ ২৭ হাজার ৬২৩ জনে। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৬৮১ জন, এখন পর্যন্ত সুস্থ হয়েছেন চার লাখ ৭২ হাজার ৪৩৭ জন। গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্তের হার চার দশমিক ২৩ শতাংশ এবং এখন পর্যন্ত শনাক্তের হার ১৫ দশমিক ২৬ শতাংশ। গত ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯ দশমিক ৫৪ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুহার এক দশমিক ৫০ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, দেশে বর্তমানে ১৯৯টি পরীক্ষাগারে করোনার নমুনা পরীক্ষা করা হচ্ছে। এরমধ্যে আরটি-পিসিআর পরীক্ষাগার আছে ১১৫টি, জিন-এক্সপার্টের মাধ্যমে পরীক্ষা হচ্ছে ২৮টি পরীক্ষাগারে, আর র‌্যাপিড অ্যান্টিজেন টেস্টের মাধ্যমে করোনার নমুনা পরীক্ষা করা হচ্ছে ৫৬টি পরীক্ষাগারে।

গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগ্রহ করা হয়েছে ১৩ হাজার ৫৫৩টি এবং পরীক্ষা করা হয়েছে ১৩ হাজার ৪৪৬টি। এখন পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ৩৪ লাখ ৫৭ হাজার ৪৫৩টি। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা করা হয়েছে ২৭ লাখ ১৭ হাজার ৬৬৯টি এবং বেসরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা করা হয়েছে সাত লাখ ৩৯ হাজার ৭৮৪টি।

২৪ ঘণ্টায় মারা যাওয়া ২৩ জনের মধ্যে পুরুষ ১৬ জন, আর নারী সাত জন। এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে পুরুষ মারা গেছেন পাঁচ হাজার ৯৯২ জন, আর নারী মারা গেছেন এক হাজার ৯১৪ জন। শতকরা হিসাবে পুরুষ ৭৫ দশমিক ৭৯ শতাংশ, আর নারী ২৪ দশমিক ২১ শতাংশ। ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে বয়স বিবেচনায় ষাটোর্ধ্ব রয়েছেন ১৬ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে আছেন ছয় জন এবং ৪১ থেকে ৫০ বছরের মধ্যে আছেন একজন।

বিভাগভিত্তিক মৃত্যু বিশ্লেষণে অধিদপ্তর জানিয়েছে, ২৩ জনের মধ্যে ঢাকা বিভাগের আছেন ১৬ জন, ময়মনসিংহ বিভাগের দুই জন এবং চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট ও রংপুর বিভাগের একজন করে। এরা সবাই হাসপাতালে মারা গেছেন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হওয়া ৬৮১ জনের মধ্যে ঢাকা বিভাগের আছেন ৪৫০ জন, চট্টগ্রাম বিভাগের ৯৮ জন, রংপুর বিভাগের পাঁচ জন, খুলনা বিভাগের ২৩ জন, বরিশাল বিভাগের ১৩ জন, রাজশাহী বিভাগের ৬৬ জন, সিলেট বিভাগের ১৬ জন এবং ময়মনসিংহ বিভাগের ১০ জন।

গত ২৪ ঘণ্টায় নতুন করে কোয়ারেন্টিনে যুক্ত হয়েছেন ৪৫৫ জন, ছাড় পেয়েছেন ৬৪৩ জন। এখন পর্যন্ত কোয়ারেন্টিনে যুক্ত হয়েছেন ছয় লাখ ১২ হাজার ৬৩৭ জন, ছাড় পেয়েছেন পাঁচ লাখ ৭৫ হাজার ৯২৩ জন। বর্তমানে কোয়ারেন্টিনে আছেন ৩৬ হাজার ৭১৪ জন। গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে আছেন ৬৭ জন, ছাড় পেয়েছেন ১১১ জন। এখন পর্যন্ত আইসোলেশনে যুক্ত হয়েছেন ৯৮ হাজার ১৪৩ জন, ছাড় পেয়েছেন ৮৬ হাজার ৯৯৫ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ১১ হাজার ১৪৮ জন।