ময়মনসিংহে শিশুহত্যা মামলা আসামি ধৃত

ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় রামচন্দ্রপুর গ্রামের শাহজাহান আকন্দের শিশু কন্যা সানজিদকে (৭) অপহরণের পর হত্যা মামলায় দুই আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪। গত রোববার দুপুরে এক সংবাদ সম্মেলনে র‌্যাব-১৪ এর প্রধান কার্যালয়ে এ তথ্য জানিয়েছে র‌্যাব।

মামলা সূত্রে জানা যায়,গত ১২ জানুয়ারি মঙ্গলবার দুপুরে নিজ বাড়ির উঠান থেকেই অপহরণ হয় সানজিদকো। অপহরণকারীরা একটি চিরকুটে লিখে যাওয়া নাম্বারে তাদের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়। কিন্তু নম্বারটি বন্ধ পাওয়া যায়। বুধবার অপহরণকারীরা ফোন দিয়ে তাদের বিকাশ নাম্বারে ২০ হাজার টাকা পাঠাতে বলে। কিন্তু বিকাশ নম্বরে টাকা না পাঠিয়ে ১৩ জানুয়ারি তারাকান্দা থানায় ডায়েরি করে সানজিদার বাবা। পরে ১৫ জানুয়ারি একই এলাকার আকন্দি বাড়ির জঙ্গল থেকে সানজিদার লাশ উদ্ধার হয়।

মঙ্গলবার, ১৯ জানুয়ারী ২০২১ , ৫ মাঘ ১৪২৭, ৫ জমাদিউস সানি ১৪৪২

ময়মনসিংহে শিশুহত্যা মামলা আসামি ধৃত

জেলা বার্তা পরিবেশক, ময়মনসিংহ

ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় রামচন্দ্রপুর গ্রামের শাহজাহান আকন্দের শিশু কন্যা সানজিদকে (৭) অপহরণের পর হত্যা মামলায় দুই আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪। গত রোববার দুপুরে এক সংবাদ সম্মেলনে র‌্যাব-১৪ এর প্রধান কার্যালয়ে এ তথ্য জানিয়েছে র‌্যাব।

মামলা সূত্রে জানা যায়,গত ১২ জানুয়ারি মঙ্গলবার দুপুরে নিজ বাড়ির উঠান থেকেই অপহরণ হয় সানজিদকো। অপহরণকারীরা একটি চিরকুটে লিখে যাওয়া নাম্বারে তাদের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়। কিন্তু নম্বারটি বন্ধ পাওয়া যায়। বুধবার অপহরণকারীরা ফোন দিয়ে তাদের বিকাশ নাম্বারে ২০ হাজার টাকা পাঠাতে বলে। কিন্তু বিকাশ নম্বরে টাকা না পাঠিয়ে ১৩ জানুয়ারি তারাকান্দা থানায় ডায়েরি করে সানজিদার বাবা। পরে ১৫ জানুয়ারি একই এলাকার আকন্দি বাড়ির জঙ্গল থেকে সানজিদার লাশ উদ্ধার হয়।