রংপুর হিন্দুপাড়ায় তাণ্ডব : ওলামা দলের সম্পাদকসহ ৬ জন কারাগারে

রংপুরের ঠাকুরপাড়ায় হিন্দু পল্লীতে আগুন ও মালামাল লুটের মামলায় জাতীয়তাবাদী ওলামা দলের সাধারণ সম্পাদক এনামুল হকসহ ৬ জনের জামিন নামঞ্জুর করেছেন আদালত। রংপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দেলোয়ার হোসেন গতকাল এ আদেশ দেন।

আসামি অন্যারা হলেন শাহাজাহান আলী, আখতারুজ্জামান আপেল, মোস্তাবিল্লা, বাবু মিয়া ও মীর কাশেম।

গতকাল এনামুল হকসহ ৬ আসামি আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। বিজ্ঞ আদালত তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

উল্লেখ্য, ২০১৭ সালের ১০ নভেম্বর ফেসবুকের একটি স্ট্যাটাসকে কেন্দ্র করে রংপুরের সদর উপজেলার পাগলাপীর ঠাকুরপাড়া হিন্দু পল্লীতে হামলা চালিয়ে অর্ধশতাধিক বাড়িতে আগুন দেয় ও মালামাল লুট করে দুর্বৃত্তরা। এ ঘটনায় কোতয়ালী থানার এসআই রফিক বাদী হয়ে একটি মামলা দায়ের করে।

পুলিশ তদন্ত শেষে ২২৬ জনের নামে আদালতে চার্জসিট দাখিল করে। আসামিরা দীর্ঘদিন হাজির না হওয়ায় তাদের নামে গ্রেপ্তারী পরোয়ানা জারির আদেশ দিয়েছিল আদালত।

মঙ্গলবার, ১৯ জানুয়ারী ২০২১ , ৫ মাঘ ১৪২৭, ৫ জমাদিউস সানি ১৪৪২

রংপুর হিন্দুপাড়ায় তাণ্ডব : ওলামা দলের সম্পাদকসহ ৬ জন কারাগারে

নিজস্ব বার্তা পরিবেশক, রংপুর

রংপুরের ঠাকুরপাড়ায় হিন্দু পল্লীতে আগুন ও মালামাল লুটের মামলায় জাতীয়তাবাদী ওলামা দলের সাধারণ সম্পাদক এনামুল হকসহ ৬ জনের জামিন নামঞ্জুর করেছেন আদালত। রংপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দেলোয়ার হোসেন গতকাল এ আদেশ দেন।

আসামি অন্যারা হলেন শাহাজাহান আলী, আখতারুজ্জামান আপেল, মোস্তাবিল্লা, বাবু মিয়া ও মীর কাশেম।

গতকাল এনামুল হকসহ ৬ আসামি আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। বিজ্ঞ আদালত তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

উল্লেখ্য, ২০১৭ সালের ১০ নভেম্বর ফেসবুকের একটি স্ট্যাটাসকে কেন্দ্র করে রংপুরের সদর উপজেলার পাগলাপীর ঠাকুরপাড়া হিন্দু পল্লীতে হামলা চালিয়ে অর্ধশতাধিক বাড়িতে আগুন দেয় ও মালামাল লুট করে দুর্বৃত্তরা। এ ঘটনায় কোতয়ালী থানার এসআই রফিক বাদী হয়ে একটি মামলা দায়ের করে।

পুলিশ তদন্ত শেষে ২২৬ জনের নামে আদালতে চার্জসিট দাখিল করে। আসামিরা দীর্ঘদিন হাজির না হওয়ায় তাদের নামে গ্রেপ্তারী পরোয়ানা জারির আদেশ দিয়েছিল আদালত।