কিশোরগঞ্জের ৬ উপজেলা করোনামুক্ত

করোনা মোকাবেলায় প্রশংসনীয় সাফল্যের পথে কিশোরগঞ্জ। গত সোমবার শনাক্ত হওয়া নতুন দুই রোগীসহ জেলায় মোট রোগী আছেন মাত্র ৪২ জন। তবে ১৩ উপজেলার মধ্যে ৬ উপজেলা এখন করোনামুক্ত। দুই অঙ্কের রোগ আছেন মাত্র দুই উপজেলায়। অর্থাৎ কেবল সদর এবং ভৈরবে গত সোমবার রোগী আছেন ১৬ জন করে। হোসেনপুর, তাড়াইল আর অষ্টগ্রামে রোগী মাত্র একজন করে। এছাড়া বাজিতপুরে ৪ জন আর পাকুন্দিয়ায় আছেন ৩ জন। আজ পর্যন্ত জেলায় সুস্থতার হার ৯৭ ভাগ। সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানিয়েছেন, গত সোমবার সৈয়দ নজরুল মেডিক্যাল কলেজ ল্যাবে ৩৪টি নমুনা পরীক্ষায় সদর ও ভৈরবে একজন করে নতুন রোগি শনাক্ত হয়েছে।

অন্যদিকে জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ ল্যাবে পরীক্ষা করা ৪১টি নমুনাই নেগেটিভ হয়েছে। সুস্থ হয়েছেন ৫ জন। এরা সদর ও ভৈরবে ২ জন করে, আর মিঠামইনে একজন। সোমবার পর্যন্ত জেলায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৫১৬ জন। মারা গেছেন ৬১ জন। আর সুস্থ হয়েছেন ৩ হাজার ৪১৩ জন। সুস্থতার হার শতকরা ৯৭ ভাগ, আর মৃত্যু হার ১ দশমিক ৭৩ ভাগ।

আরও খবর
মধুখালীতে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব
নবাবগঞ্জে নতুন করে করোনা শনাক্ত এক
দুপচাঁচিয়ায় এক যুবকের আত্মহত্যা
ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
শৈলকুপা উপজেলা পরি. উপনির্বাচন ২৮ ফেব্রুয়ারি
কালীগঞ্জে মসলা ব্যবসায়ীর জরিমানা
ব্যর্থ হচ্ছে খাদ্যগুদামে ধান সংগ্রহ অভিযান
উলিপুরে ভিজিল্যান্স টিমের সভা
নবাবগঞ্জে পূর্বের সীমানায় নয়নশ্রী ইউপির নির্বাচন দাবিতে মানববন্ধন
চিলাহাটি ফায়ার সার্ভিস স্টেশন চালু হয়নি উদ্বোধনের ২৭ মাসেও
গোপালগঞ্জে সড়কে ঝরল ২ প্রাণ
ফেনীতে বিভিন্ন দাবিতে বিক্ষোভ পলিটেকনিক শিক্ষার্থীদের
চালের দাম ঊর্ধ্বমুখী বিপাকে মানুষ
রাজশাহীতে চার বিদ্রোহী বিব্রত আওয়ামী লীগ
মাধবদীতে শীত উপেক্ষা করে চলছে প্রচার
শিবগঞ্জে তিন মেয়রসহ ৫৮ প্রার্থীর মনোনয়ন দাখিল
করোনায় জীবিকা সংকটে শাঁখা শিল্পীরা মানবেতর জীবনে
চার জেলায় ১৮৭ গৃহহীন পরিবার পাচ্ছে নতুন ঘর সৈয়দপুর

বুধবার, ২০ জানুয়ারী ২০২১ , ৬ মাঘ ১৪২৭, ৬ জমাদিউস সানি ১৪৪২

কিশোরগঞ্জের ৬ উপজেলা করোনামুক্ত

জেলা বার্তা পরিবেশক, কিশোরগঞ্জ

করোনা মোকাবেলায় প্রশংসনীয় সাফল্যের পথে কিশোরগঞ্জ। গত সোমবার শনাক্ত হওয়া নতুন দুই রোগীসহ জেলায় মোট রোগী আছেন মাত্র ৪২ জন। তবে ১৩ উপজেলার মধ্যে ৬ উপজেলা এখন করোনামুক্ত। দুই অঙ্কের রোগ আছেন মাত্র দুই উপজেলায়। অর্থাৎ কেবল সদর এবং ভৈরবে গত সোমবার রোগী আছেন ১৬ জন করে। হোসেনপুর, তাড়াইল আর অষ্টগ্রামে রোগী মাত্র একজন করে। এছাড়া বাজিতপুরে ৪ জন আর পাকুন্দিয়ায় আছেন ৩ জন। আজ পর্যন্ত জেলায় সুস্থতার হার ৯৭ ভাগ। সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানিয়েছেন, গত সোমবার সৈয়দ নজরুল মেডিক্যাল কলেজ ল্যাবে ৩৪টি নমুনা পরীক্ষায় সদর ও ভৈরবে একজন করে নতুন রোগি শনাক্ত হয়েছে।

অন্যদিকে জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ ল্যাবে পরীক্ষা করা ৪১টি নমুনাই নেগেটিভ হয়েছে। সুস্থ হয়েছেন ৫ জন। এরা সদর ও ভৈরবে ২ জন করে, আর মিঠামইনে একজন। সোমবার পর্যন্ত জেলায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৫১৬ জন। মারা গেছেন ৬১ জন। আর সুস্থ হয়েছেন ৩ হাজার ৪১৩ জন। সুস্থতার হার শতকরা ৯৭ ভাগ, আর মৃত্যু হার ১ দশমিক ৭৩ ভাগ।