চার জেলায় ১৮৭ গৃহহীন পরিবার পাচ্ছে নতুন ঘর সৈয়দপুর

মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে সৈয়দপুরে ৩৪টি ভূমি ও গৃহহীন পরিবার বিনামূল্যে পাচ্ছেন দৃষ্টিনন্দন পাকা ঘর। আগামী ২৩ জানুয়ারি সকাল সাড়ে ৯টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে পরিবার প্রধানদের হাতে বাড়িগুলোর চাবি হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আশ্রয়ণ প্রকল্প-২, গুচ্ছগ্রাম ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সমন্বয়ে নীলফামারী জেলা ও সৈয়দপুর উপজেলা প্রশাসনের তদারকিতে এ প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। প্রধানমন্ত্রীর উপহার হিসেবে উপজেলার কামারপুকুর ইউনিয়নের ৩৪টি ভূমিহীন ও গৃহহীন পরিবার এসব ঘর পাবেন। প্রধানমন্ত্রীর ঘর উপহার পাওয়ার আনন্দে উল্লাসিত এখন আশ্রয়ণ প্রকল্পের জন্য নির্বাচিত ভূমি ও গৃহহীন পরিবারগুলো। সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাসিম আহমেদ জানান, ৩৪টি ভূমিহীন ও গৃহহীন পরিবার পাচ্ছে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে একটি করে ঘর।

পূর্বধলা

প্রতিনিধি, পূর্বধলা (নেত্রকোনা)

পূর্বধলা উপজেলার গরিব অসহায় ৫৩টি পরিবারকে আলোকিত রঙিন দ্বিকক্ষ বিশিষ্ট সেমিপাকা ঘর জমির মালিকানাসহ আগামী ২৯ জানুযারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুজিব শতবর্ষ উপলক্ষে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করবেন। প্রতিটি ঘরে ব্যয় ধরা হয়েছে ১ লক্ষ ৭১ হাজার টাকা।আধুনিক উন্নত জীবনমান বজায় রেখে স্বপ্ন পূরণের প্রত্যয়ে ‘আশ্রয়ণের অধিকার, শেখ হাসিনার উপহার’ হিসেবে নেত্রকোনার পূর্বধলা উপজেলায় ৬টি ইউনিয়নে গৃহহীন, ভূমিহীন, অসহায়, দরিদ্র মানুষের মাঝে ৫৩টি ঘর প্রদান করবেন। উপজেলার ৬টি ইউনিয়নের মধ্যে পূর্বধলা সদর ইউনিয়নের- চুচাউড়ায় ১৭টি, জারিয়ার নাটেরকোনায় ৯টি, ধলামূলগাঁওয়ের সালতি ঘাগড়াপাড়ায় ৭টি, খলিশাউড় ইচুলিয়ায় ৭টি, বিশকাকুনীর ধলাযাত্রাবাড়ীতে ১২টি ও নারান্দিয়ার খসখসিয়ায় ১টি ঘর প্রস্তুত করা হয়েছে। সে অনুযায়ী নির্বাচিত ৫৩ জনের জন্য গৃহ প্রদান সনদ ও তালিকা প্রস্তুত। উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম জানান, ৫৩টি ঘরের নির্মাণ কাজ ৯৯ ভাগ শেষ হয়েছে আর ১-২ দিনের মধ্যে শতভাগ কাজ শেষ হবে।

ঈশ্বরদী

প্রতিনিধি, ঈশ্বরদী (পাবনা)

‘আশ্রয়ণের অধিকার, শেখ হাসিনার উপহার’ এ সেøাগানকে সামনে রেখে মুজিব জন্মশতবর্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে সারা দেশের মতো ঈশ্বরদীতে ৫০ ভূমিহীন ও গৃহহীন পরিবার পাচ্ছে স্বপ্নের নীড়। গৃহহীনদের মাঝে দুই শতক জমিসহ সেমি পাকাঘর হস্তান্তর করা হবে বলে সংশিষ্ট সূত্রে জানা গেছে। প্রত্যেকটি বাড়ি নির্মান ব্যয় ১ লাখ ৭১ হাজার ৪শ’ টাকা। মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে ১ম পর্যায় আগামী ২৩ জানুয়ারি আশ্রয়ণ প্রকল্পের ঘরগুলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিডিও কনফারেন্সের মাধ্যমে গৃহহীনদের মাঝে হস্তান্তর করার কথা রয়েছে। ঈশ্বরদী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তৌহিদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তারাকান্দা

প্রতিনিধি, তারাকান্দা (ময়মনসিংহ)

ময়মনসিংহের তারাকান্দায় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ৫০ ভূমিহীন ও গৃহহীন পরিবার পাচ্ছে পাকা ঘর। জানা গেছে, মুজিববর্ষ উপলক্ষে ‘আশ্রয়ণের অধিকার, শেখ হাসিনার উপহার’ এ স্লো­গান বাস্তবায়নের লক্ষ্যে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ-২ প্রকল্পের আওয়াতায় সরকারি খাসজমিতে ঘর নির্মাণের কাজ শেষ হয়েছে। আগামী ২৩ জানুয়ারি সারাদেশে একযোগে প্রধানমন্ত্রী উদ্বোধনের পর গৃহহীন ও ভূমিহীনদের মাঝে বরাদ্দ দেয়া হবে। উপজেলার রামপুর ইউনিয়ন ৩৫টি ও বালিখাঁ ইউনিয়নের ১৫টি ঘর নির্মাণ কাজ শেষ পর্যায়। উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস বলেন, সুষ্ঠু তদারকি মাধ্যমে গৃহহীন ও ভূমিহীনদের জন্য ঘর গুলো নির্মাণ করা হচ্ছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাকারিয়া আলম তালুকদার বলেন, প্রতিটি পরিবারের জন্য খাস জমি বরাদ্দ দিয়ে সেমি পাকা ঘর নির্মাণ করা হচ্ছে।

আরও খবর
মধুখালীতে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব
কিশোরগঞ্জের ৬ উপজেলা করোনামুক্ত
নবাবগঞ্জে নতুন করে করোনা শনাক্ত এক
দুপচাঁচিয়ায় এক যুবকের আত্মহত্যা
ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
শৈলকুপা উপজেলা পরি. উপনির্বাচন ২৮ ফেব্রুয়ারি
কালীগঞ্জে মসলা ব্যবসায়ীর জরিমানা
ব্যর্থ হচ্ছে খাদ্যগুদামে ধান সংগ্রহ অভিযান
উলিপুরে ভিজিল্যান্স টিমের সভা
নবাবগঞ্জে পূর্বের সীমানায় নয়নশ্রী ইউপির নির্বাচন দাবিতে মানববন্ধন
চিলাহাটি ফায়ার সার্ভিস স্টেশন চালু হয়নি উদ্বোধনের ২৭ মাসেও
গোপালগঞ্জে সড়কে ঝরল ২ প্রাণ
ফেনীতে বিভিন্ন দাবিতে বিক্ষোভ পলিটেকনিক শিক্ষার্থীদের
চালের দাম ঊর্ধ্বমুখী বিপাকে মানুষ
রাজশাহীতে চার বিদ্রোহী বিব্রত আওয়ামী লীগ
মাধবদীতে শীত উপেক্ষা করে চলছে প্রচার
শিবগঞ্জে তিন মেয়রসহ ৫৮ প্রার্থীর মনোনয়ন দাখিল
করোনায় জীবিকা সংকটে শাঁখা শিল্পীরা মানবেতর জীবনে

বুধবার, ২০ জানুয়ারী ২০২১ , ৬ মাঘ ১৪২৭, ৬ জমাদিউস সানি ১৪৪২

আশ্রয়ণের অধিকার, প্রধানমন্ত্রীর উপহার

চার জেলায় ১৮৭ গৃহহীন পরিবার পাচ্ছে নতুন ঘর সৈয়দপুর

প্রতিনিধি, সৈয়দপুর (নীলফামারী)

মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে সৈয়দপুরে ৩৪টি ভূমি ও গৃহহীন পরিবার বিনামূল্যে পাচ্ছেন দৃষ্টিনন্দন পাকা ঘর। আগামী ২৩ জানুয়ারি সকাল সাড়ে ৯টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে পরিবার প্রধানদের হাতে বাড়িগুলোর চাবি হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আশ্রয়ণ প্রকল্প-২, গুচ্ছগ্রাম ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সমন্বয়ে নীলফামারী জেলা ও সৈয়দপুর উপজেলা প্রশাসনের তদারকিতে এ প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। প্রধানমন্ত্রীর উপহার হিসেবে উপজেলার কামারপুকুর ইউনিয়নের ৩৪টি ভূমিহীন ও গৃহহীন পরিবার এসব ঘর পাবেন। প্রধানমন্ত্রীর ঘর উপহার পাওয়ার আনন্দে উল্লাসিত এখন আশ্রয়ণ প্রকল্পের জন্য নির্বাচিত ভূমি ও গৃহহীন পরিবারগুলো। সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাসিম আহমেদ জানান, ৩৪টি ভূমিহীন ও গৃহহীন পরিবার পাচ্ছে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে একটি করে ঘর।

পূর্বধলা

প্রতিনিধি, পূর্বধলা (নেত্রকোনা)

পূর্বধলা উপজেলার গরিব অসহায় ৫৩টি পরিবারকে আলোকিত রঙিন দ্বিকক্ষ বিশিষ্ট সেমিপাকা ঘর জমির মালিকানাসহ আগামী ২৯ জানুযারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুজিব শতবর্ষ উপলক্ষে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করবেন। প্রতিটি ঘরে ব্যয় ধরা হয়েছে ১ লক্ষ ৭১ হাজার টাকা।আধুনিক উন্নত জীবনমান বজায় রেখে স্বপ্ন পূরণের প্রত্যয়ে ‘আশ্রয়ণের অধিকার, শেখ হাসিনার উপহার’ হিসেবে নেত্রকোনার পূর্বধলা উপজেলায় ৬টি ইউনিয়নে গৃহহীন, ভূমিহীন, অসহায়, দরিদ্র মানুষের মাঝে ৫৩টি ঘর প্রদান করবেন। উপজেলার ৬টি ইউনিয়নের মধ্যে পূর্বধলা সদর ইউনিয়নের- চুচাউড়ায় ১৭টি, জারিয়ার নাটেরকোনায় ৯টি, ধলামূলগাঁওয়ের সালতি ঘাগড়াপাড়ায় ৭টি, খলিশাউড় ইচুলিয়ায় ৭টি, বিশকাকুনীর ধলাযাত্রাবাড়ীতে ১২টি ও নারান্দিয়ার খসখসিয়ায় ১টি ঘর প্রস্তুত করা হয়েছে। সে অনুযায়ী নির্বাচিত ৫৩ জনের জন্য গৃহ প্রদান সনদ ও তালিকা প্রস্তুত। উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম জানান, ৫৩টি ঘরের নির্মাণ কাজ ৯৯ ভাগ শেষ হয়েছে আর ১-২ দিনের মধ্যে শতভাগ কাজ শেষ হবে।

ঈশ্বরদী

প্রতিনিধি, ঈশ্বরদী (পাবনা)

‘আশ্রয়ণের অধিকার, শেখ হাসিনার উপহার’ এ সেøাগানকে সামনে রেখে মুজিব জন্মশতবর্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে সারা দেশের মতো ঈশ্বরদীতে ৫০ ভূমিহীন ও গৃহহীন পরিবার পাচ্ছে স্বপ্নের নীড়। গৃহহীনদের মাঝে দুই শতক জমিসহ সেমি পাকাঘর হস্তান্তর করা হবে বলে সংশিষ্ট সূত্রে জানা গেছে। প্রত্যেকটি বাড়ি নির্মান ব্যয় ১ লাখ ৭১ হাজার ৪শ’ টাকা। মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে ১ম পর্যায় আগামী ২৩ জানুয়ারি আশ্রয়ণ প্রকল্পের ঘরগুলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিডিও কনফারেন্সের মাধ্যমে গৃহহীনদের মাঝে হস্তান্তর করার কথা রয়েছে। ঈশ্বরদী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তৌহিদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তারাকান্দা

প্রতিনিধি, তারাকান্দা (ময়মনসিংহ)

ময়মনসিংহের তারাকান্দায় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ৫০ ভূমিহীন ও গৃহহীন পরিবার পাচ্ছে পাকা ঘর। জানা গেছে, মুজিববর্ষ উপলক্ষে ‘আশ্রয়ণের অধিকার, শেখ হাসিনার উপহার’ এ স্লো­গান বাস্তবায়নের লক্ষ্যে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ-২ প্রকল্পের আওয়াতায় সরকারি খাসজমিতে ঘর নির্মাণের কাজ শেষ হয়েছে। আগামী ২৩ জানুয়ারি সারাদেশে একযোগে প্রধানমন্ত্রী উদ্বোধনের পর গৃহহীন ও ভূমিহীনদের মাঝে বরাদ্দ দেয়া হবে। উপজেলার রামপুর ইউনিয়ন ৩৫টি ও বালিখাঁ ইউনিয়নের ১৫টি ঘর নির্মাণ কাজ শেষ পর্যায়। উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস বলেন, সুষ্ঠু তদারকি মাধ্যমে গৃহহীন ও ভূমিহীনদের জন্য ঘর গুলো নির্মাণ করা হচ্ছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাকারিয়া আলম তালুকদার বলেন, প্রতিটি পরিবারের জন্য খাস জমি বরাদ্দ দিয়ে সেমি পাকা ঘর নির্মাণ করা হচ্ছে।