২২ জানুয়ারি আরণ্যকের ‘কহে ফেসবুক’

আগামী ২২ জানুয়ারি শুক্রবার সন্ধ্যা ৭টায় স্টুডিও থিয়েটার হলে, মঞ্চায়ন হবে মামুনুর রশীদ রচিত ও নির্দেশিত নাটক ‘কহে ফেসবুক’। নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন কামরুল হাসান, আরিফ হোসেন আপেল, জোবায়ের জাহিদ, তাজউদ্দিন তাজু, শফিকুল ইসলাম ইমরানসহ অনেকেই।

নাটকের গল্পে দেখা যাবে, প্রযুক্তি নির্ভরতার এই যুগে মানুষের আতুরঘর থেকে কবরস্থান পর্যন্ত সর্বত্রই দখল করে নিয়েছে ইন্টারনেট। ইন্টারনেট মানুষকে দিয়েছে বেগ, কেড়ে নিয়েছে আবেগ। এই বেগময় অন্তর্জালীয় যোগাযোগ ব্যবস্থার বিশাল সমুদ্রে ফেসবুক একটি জনপ্রিয় মাধ্যম। আমাদের এই দৃশ্যমান জগতের অন্তরালে ফেসবুক তৈরি করেছে এক অদৃশ্য জগত যা ভার্চুয়াল ওয়ার্ল্ড নামে পরিচিত। এর ব্যাপ্তি এবং ঘাত এতটাই তীব্র যে এর প্রভাব পরিবার, সমাজ সর্বোপরি মানবিক জীবন থেকে আবেগ, অনুভূতি ও ভালোবাসা বিলুপ্ত করে মানুষকে পরিণত করেছে জৈবিক রোবটে। ইন্টারনেট এবং সোশ্যাল মিডিয়া নির্ভর কর্পোরেট জগতের প্রতিটি মানুষ ও তাদের যাপিত জীবন তার চাক্ষুস উদাহরণ। অতি সহজে ও স্বল্প সময়ে সেখানে সবকিছু পাওয়া গেলেও একটি জিনিসের অভাব, সেটি হলো- ‘স্পর্শ’। মানুষের চিরদিনের চাওয়া তো একটাইÑ ছোঁয়া, স্পর্শ। তেমনই এক স্পর্শহীন জীবনের গল্পই ‘কহে ফেসবুক’।

বুধবার, ২০ জানুয়ারী ২০২১ , ৬ মাঘ ১৪২৭, ৬ জমাদিউস সানি ১৪৪২

২২ জানুয়ারি আরণ্যকের ‘কহে ফেসবুক’

বিনোদন প্রতিবেদক |

image

আগামী ২২ জানুয়ারি শুক্রবার সন্ধ্যা ৭টায় স্টুডিও থিয়েটার হলে, মঞ্চায়ন হবে মামুনুর রশীদ রচিত ও নির্দেশিত নাটক ‘কহে ফেসবুক’। নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন কামরুল হাসান, আরিফ হোসেন আপেল, জোবায়ের জাহিদ, তাজউদ্দিন তাজু, শফিকুল ইসলাম ইমরানসহ অনেকেই।

নাটকের গল্পে দেখা যাবে, প্রযুক্তি নির্ভরতার এই যুগে মানুষের আতুরঘর থেকে কবরস্থান পর্যন্ত সর্বত্রই দখল করে নিয়েছে ইন্টারনেট। ইন্টারনেট মানুষকে দিয়েছে বেগ, কেড়ে নিয়েছে আবেগ। এই বেগময় অন্তর্জালীয় যোগাযোগ ব্যবস্থার বিশাল সমুদ্রে ফেসবুক একটি জনপ্রিয় মাধ্যম। আমাদের এই দৃশ্যমান জগতের অন্তরালে ফেসবুক তৈরি করেছে এক অদৃশ্য জগত যা ভার্চুয়াল ওয়ার্ল্ড নামে পরিচিত। এর ব্যাপ্তি এবং ঘাত এতটাই তীব্র যে এর প্রভাব পরিবার, সমাজ সর্বোপরি মানবিক জীবন থেকে আবেগ, অনুভূতি ও ভালোবাসা বিলুপ্ত করে মানুষকে পরিণত করেছে জৈবিক রোবটে। ইন্টারনেট এবং সোশ্যাল মিডিয়া নির্ভর কর্পোরেট জগতের প্রতিটি মানুষ ও তাদের যাপিত জীবন তার চাক্ষুস উদাহরণ। অতি সহজে ও স্বল্প সময়ে সেখানে সবকিছু পাওয়া গেলেও একটি জিনিসের অভাব, সেটি হলো- ‘স্পর্শ’। মানুষের চিরদিনের চাওয়া তো একটাইÑ ছোঁয়া, স্পর্শ। তেমনই এক স্পর্শহীন জীবনের গল্পই ‘কহে ফেসবুক’।