পুতিন সমালোচক নাভালনিকে এক মাসের জেল

রাশিয়ার বিরোধী দল রাশিয়া অফ দ্য ফিউচারের নেতা অ্যালেক্সেই নাভালনিকে ৩০ দিনের কারাদণ্ড দিয়েছে দেশটির অস্থায়ী একটি আদালত। চিকিৎসা শেষে পাঁচ মাস পর জার্মানি থেকে দেশে ফিরলে মস্কোর শেরেমিতিয়েভো বিমানবন্দরে নাভালনিকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর মস্কোর উপকণ্ঠে খিমকি শহরের একটি থানায় নিয়ে যাওয়া হয় তাকে। থানার ভেতর অস্থায়ী আদালত বসানো হয়। প্যারোলের শর্ত ভঙ্গের দায়ে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত নাভালনিকে আটক রাখার নির্দেশ দেন বিচারক। বিবিসি

সেই সঙ্গে নাভালনির সাড়ে তিন বছরের স্থগিত কারাদ- জেল সাজায় পরিণত করা যায় কিনা, এ বিষয়ে ২৯ জানুয়ারি শুনানি ডেকেছেন আদালত।

অর্থ আত্মসাতের দায়ে নাভালনিকে ওই স্থগিত কারাদ- দেয়া হয়েছিল। তার বিরুদ্ধে আনা অভিযোগ ‘রাজনৈতিকভাবে উদ্দেশ্যমূলক’ বলে মন্তব্য করেছিলেন তিনি। থানার ভেতরে আদালতের রায়কে ‘প্রহসন’ ও ‘সর্বোচ্চ পর্যায়ের অরাজকতা’ হিসেবে মন্তব্য করেন প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের কড়া সমালোচক নাভালনি। সমর্থকদের উদ্দেশে ভিডিওবার্তায় তিনি বলেন, ‘ভয় পাবেন না। আমার জন্য নয়, আপনাদের নিজেদের ও ভবিষ্যতের জন্য হলেও রাস্তায় নেমে প্রতিবাদ করুন।’ নাভালনির আইনজীবী ভাদিম কোবজেভের উদ্ধৃতি দিয়ে রাশিয়ার বেসরকারি বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স জানায়, ‘বেআইনি’ আদালতের রায়ের বিরুদ্ধে তারা আবেদন করবেন।

বুধবার, ২০ জানুয়ারী ২০২১ , ৬ মাঘ ১৪২৭, ৬ জমাদিউস সানি ১৪৪২

পুতিন সমালোচক নাভালনিকে এক মাসের জেল

রাশিয়ার বিরোধী দল রাশিয়া অফ দ্য ফিউচারের নেতা অ্যালেক্সেই নাভালনিকে ৩০ দিনের কারাদণ্ড দিয়েছে দেশটির অস্থায়ী একটি আদালত। চিকিৎসা শেষে পাঁচ মাস পর জার্মানি থেকে দেশে ফিরলে মস্কোর শেরেমিতিয়েভো বিমানবন্দরে নাভালনিকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর মস্কোর উপকণ্ঠে খিমকি শহরের একটি থানায় নিয়ে যাওয়া হয় তাকে। থানার ভেতর অস্থায়ী আদালত বসানো হয়। প্যারোলের শর্ত ভঙ্গের দায়ে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত নাভালনিকে আটক রাখার নির্দেশ দেন বিচারক। বিবিসি

সেই সঙ্গে নাভালনির সাড়ে তিন বছরের স্থগিত কারাদ- জেল সাজায় পরিণত করা যায় কিনা, এ বিষয়ে ২৯ জানুয়ারি শুনানি ডেকেছেন আদালত।

অর্থ আত্মসাতের দায়ে নাভালনিকে ওই স্থগিত কারাদ- দেয়া হয়েছিল। তার বিরুদ্ধে আনা অভিযোগ ‘রাজনৈতিকভাবে উদ্দেশ্যমূলক’ বলে মন্তব্য করেছিলেন তিনি। থানার ভেতরে আদালতের রায়কে ‘প্রহসন’ ও ‘সর্বোচ্চ পর্যায়ের অরাজকতা’ হিসেবে মন্তব্য করেন প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের কড়া সমালোচক নাভালনি। সমর্থকদের উদ্দেশে ভিডিওবার্তায় তিনি বলেন, ‘ভয় পাবেন না। আমার জন্য নয়, আপনাদের নিজেদের ও ভবিষ্যতের জন্য হলেও রাস্তায় নেমে প্রতিবাদ করুন।’ নাভালনির আইনজীবী ভাদিম কোবজেভের উদ্ধৃতি দিয়ে রাশিয়ার বেসরকারি বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স জানায়, ‘বেআইনি’ আদালতের রায়ের বিরুদ্ধে তারা আবেদন করবেন।