ডাটাথন ওয়ার্কশপের মাধ্যমে প্রস্তুত হচ্ছে অ্যাডা লাভলেস সেলিব্রেশন ২০২১

তথ্যপ্রযুক্তিতে নারীর অবদান উদযাপন করার লক্ষ্যে আগামী ২৯-৩০ জানুয়ারিতে দুই দিনব্যাপী অনুষ্ঠিত হতে যাচ্ছে অ্যাডা লাভলেস সেলিব্রেশন ২০২১। কম্পিউটার প্রোগ্রামিং এর প্রবর্তক অ্যাডা লাভলেস এর নামে আয়োজিত এ উৎসবের প্রস্তুতি শুরু হয়েছে চার দিনব্যাপী ডাটাথন কর্মশালার মধ্য দিয়ে। কর্মশালাগুলো যৌথভাবে আয়োজন করছে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক এবং HerWILL।

প্রতি বছরের মতো এ বছরেও তথ্যপ্রযুক্তিতে সফল নারীদের সঙ্গে নতুনদের নেটওয়ার্ক এবং আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলা করার প্রস্তুতির লক্ষ্য নিয়ে অ্যাডা লাভলেস সেলিব্রেশন ২০২১ এর আয়োজন করছে বিডিওএসএন। এ বছর সহ-আয়োজক হিসেবে থাকছে HerWILL সংগঠন। এই সংগঠনটি মূলত নারীদের মধ্যে সুপ্ত প্রতিভা অনুসন্ধান এবং লিঙ্গ সমতার জন্য তাদের ক্ষমতায়নের বিষয়ে কাজ করে। অন্যদিকে নারীকে তথ্যপ্রযুক্তিতে উদ্বুদ্ধকরণ ও দক্ষ করে তুলতে কাজ করে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন)।

তথ্যপ্রযুক্তি খাতে ক্যারিয়ার গড়তে আগ্রহী এমন নারী শিক্ষার্থীদের সংযুক্ত করা হবে এই আয়োজনে যেখানে তাদের উৎসাহ দিতে দুই দিনব্যাপী সেমিনার, ওয়ার্কশপ, অনলাইন সেশনে উপস্থিত থাকবেন তথ্যপ্রযুক্তি জগতের প্রতিষ্ঠিত নারী ব্যক্তিত্বরা। এছাড়াও আয়োজিত হবে একটি ডাটাথন প্রতিযোগিতা। প্রতিযোগিতার প্রস্তুতি হিসেবে চার দিনের সাজানো কর্মশালার তিনটি ইতোমধ্যে আয়োজিত হয়েছে ২, ৯ এবং ১৬ জানুয়ারি। আগামী ২৩ জানুয়ারি কর্মশালার চতুর্থ আয়োজন অনুষ্ঠিত হবে। চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ নিতে পারবে প্রায় ৩০০ জন নারী শিক্ষার্থী। সর্বোচ্চ ৫ জন নারী সদস্যের দল গঠন করে প্রতিযোগিতায় অংশ নেয়া যাবে। ২৬-২৮ জানুয়ারি অনুষ্ঠিত হবে এই আয়োজনের চূড়ান্ত প্রতিযোগিতা। প্রতিযোগিতার চ্যাম্পিয়ন দলকে ১৫ হাজার টাকা, ১ম রানার আপ ১০ হাজার টাকা এবং ২য় রানার আপ ৫ হাজার টাকা সমমূল্যের পুরস্কার প্রদান করা হবে।

ডাটাথনের চূড়ান্ত প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন করতে হবে https://forms.gle/Z1BVE7QvBt4CbFtX8 এই ঠিকানায়। উৎসবের বিস্তারিত জানা যাবে http://alc.bdosn.org এই ঠিকানায়। সংবাদ বিজ্ঞপ্তি।

বুধবার, ২০ জানুয়ারী ২০২১ , ৬ মাঘ ১৪২৭, ৬ জমাদিউস সানি ১৪৪২

ডাটাথন ওয়ার্কশপের মাধ্যমে প্রস্তুত হচ্ছে অ্যাডা লাভলেস সেলিব্রেশন ২০২১

image

তথ্যপ্রযুক্তিতে নারীর অবদান উদযাপন করার লক্ষ্যে আগামী ২৯-৩০ জানুয়ারিতে দুই দিনব্যাপী অনুষ্ঠিত হতে যাচ্ছে অ্যাডা লাভলেস সেলিব্রেশন ২০২১। কম্পিউটার প্রোগ্রামিং এর প্রবর্তক অ্যাডা লাভলেস এর নামে আয়োজিত এ উৎসবের প্রস্তুতি শুরু হয়েছে চার দিনব্যাপী ডাটাথন কর্মশালার মধ্য দিয়ে। কর্মশালাগুলো যৌথভাবে আয়োজন করছে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক এবং HerWILL।

প্রতি বছরের মতো এ বছরেও তথ্যপ্রযুক্তিতে সফল নারীদের সঙ্গে নতুনদের নেটওয়ার্ক এবং আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলা করার প্রস্তুতির লক্ষ্য নিয়ে অ্যাডা লাভলেস সেলিব্রেশন ২০২১ এর আয়োজন করছে বিডিওএসএন। এ বছর সহ-আয়োজক হিসেবে থাকছে HerWILL সংগঠন। এই সংগঠনটি মূলত নারীদের মধ্যে সুপ্ত প্রতিভা অনুসন্ধান এবং লিঙ্গ সমতার জন্য তাদের ক্ষমতায়নের বিষয়ে কাজ করে। অন্যদিকে নারীকে তথ্যপ্রযুক্তিতে উদ্বুদ্ধকরণ ও দক্ষ করে তুলতে কাজ করে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন)।

তথ্যপ্রযুক্তি খাতে ক্যারিয়ার গড়তে আগ্রহী এমন নারী শিক্ষার্থীদের সংযুক্ত করা হবে এই আয়োজনে যেখানে তাদের উৎসাহ দিতে দুই দিনব্যাপী সেমিনার, ওয়ার্কশপ, অনলাইন সেশনে উপস্থিত থাকবেন তথ্যপ্রযুক্তি জগতের প্রতিষ্ঠিত নারী ব্যক্তিত্বরা। এছাড়াও আয়োজিত হবে একটি ডাটাথন প্রতিযোগিতা। প্রতিযোগিতার প্রস্তুতি হিসেবে চার দিনের সাজানো কর্মশালার তিনটি ইতোমধ্যে আয়োজিত হয়েছে ২, ৯ এবং ১৬ জানুয়ারি। আগামী ২৩ জানুয়ারি কর্মশালার চতুর্থ আয়োজন অনুষ্ঠিত হবে। চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ নিতে পারবে প্রায় ৩০০ জন নারী শিক্ষার্থী। সর্বোচ্চ ৫ জন নারী সদস্যের দল গঠন করে প্রতিযোগিতায় অংশ নেয়া যাবে। ২৬-২৮ জানুয়ারি অনুষ্ঠিত হবে এই আয়োজনের চূড়ান্ত প্রতিযোগিতা। প্রতিযোগিতার চ্যাম্পিয়ন দলকে ১৫ হাজার টাকা, ১ম রানার আপ ১০ হাজার টাকা এবং ২য় রানার আপ ৫ হাজার টাকা সমমূল্যের পুরস্কার প্রদান করা হবে।

ডাটাথনের চূড়ান্ত প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন করতে হবে https://forms.gle/Z1BVE7QvBt4CbFtX8 এই ঠিকানায়। উৎসবের বিস্তারিত জানা যাবে http://alc.bdosn.org এই ঠিকানায়। সংবাদ বিজ্ঞপ্তি।